মেঙ্গালুরু, 9 ডিসেম্বর: বোরখা পরে নাচ করায় 4 পড়ুয়াকে সাসপেন্ড করল মেঙ্গালুরু সেন্ট জোসেফ ইঞ্জিনিয়ারিং (St Joseph Engineering College Mangaluru) কলেজ কর্তৃপক্ষ ৷ পড়ুয়াদের একটি অনুষ্ঠানে বোরখা পরে ওই 4 পড়ুয়াকে মঞ্চে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে ৷ সেই নাচের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ ভিডিয়ো কলেজ কর্তৃপক্ষের নজরে আসার পর ওই 4 পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে (Students Suspended for Dancing in Burqa) ৷
জানা গিয়েছে, গত বুধবার সন্ধ্যায় কলেজেই একটি অনুষ্ঠান হয় ৷ সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ পড়ুয়ারা তাতে অংশগ্রহণ করেছিলেন ৷ এরইমধ্যে ওই চার পড়ুয়া বোরখা পরে মঞ্চে নাচ করেন ৷ সেই অনুষ্ঠানের ভিডিয়ো অনেকেই ক্যামেরায় ধরে রাখেন ৷ পরে কেউ কেউ তা সোশাল মিডিয়ায় শেয়ারও করেন ৷ আর মুহূর্তের মধ্যে ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় ৷ ফলে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে ৷ তারা বিষয়টিকে গম্ভীর ভাবে নিয়ে, আভ্যন্তরীণ স্তরে তদন্ত করে কলেজ কর্তৃপক্ষ ৷ এর পর ওই 4 পড়ুয়াকে সাসপেন্ড করা হয় ৷ তবে এই ভিডিওর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ।
আরও পড়ুন: মুম্বইয়ের কলেজে বোরখা নিষিদ্ধ, নয়া বিতর্কের সম্ভাবনা
এনিয়ে মেঙ্গালুরু সেন্ট জোসেফ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ বলেন, "এরকম কিছুর অনুমোদন ছিল না ৷ কলেজ এমন কোনও কাজ বরদাস্ত করবে না ।’’ প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠানে বোরখা বা হিজাব পরে প্রবেশের অধিকার নিয়ে এবছরের শুরুতে উত্তাল হয়ে ওঠে কর্ণাটক ৷ বিষয়টি এতটাই গম্ভীর হয়ে ওঠে যে, এতে প্রথমে কর্ণাটক হাইকোর্ট এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে ৷