ETV Bharat / bharat

Kashmir Winter: শ্রীনগরে মরসুমের শীতলতম রাত, তাপমাত্রা নামল হিমাঙ্কের নিচে - উত্তর কাশ্মীর

হিমাঙ্কের নিচে নামল শ্রীনগরের তাপমাত্রা ৷ যা মরসুমের শীতলতম রাত ছিল বলে জানিয়েছে মৌসম ভবন ৷ 23 নভেম্বর পর্যন্ত উপত্যকার শৈত্যুপ্রবাহ একইরকম থাকবে ৷ 24 নভেম্বর থেকে উত্তর কাশ্মীরে তুষারপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

srinagar-records-coldest-night-of-season-on-tuesday
শ্রীনগরে মরসুমের শীতলতম রাত, তাপমাত্রা নামল হিমাঙ্কের নিচে
author img

By

Published : Nov 17, 2021, 5:45 PM IST

শ্রীনগর, 17 নভেম্বর : হিমাঙ্কের নিচে নেমে গেল কাশ্মীরের তাপমাত্রা ৷ উপত্যকা জুড়ে গতকাল থেকে কনকনে হিমশীতল বাতাস বইছে ৷ যেখানে শ্রীনগরে এই মরসুমের সবচেয়ে শীতলতম রাত ছিল মঙ্গলবার ৷ সেখানে তাপমাত্রা মাইনাস এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল বলে বুধবার শ্রীনগর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ৷ আর কাশ্মীর উপত্যকায় তাপমাত্রা হিমাঙ্কের থেকে বেশ কয়েক ডিগ্রি নিচে নেমে গিয়েছে ৷ সোমবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1.2 ডিগ্রি সেলসিয়াস ৷

অন্যদিকে, অমরনাথ যাত্রার বার্ষিক বেস ক্যাম্প পহলগাঁও-তে গতকাল রাতে পারদ 4.7 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে ৷ এর আগেও কাশ্মীরের মধ্যে পহলগাঁও-তে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে নিচে নেমে গিয়েছে ৷ উত্তর কাশ্মীরের বারামুলা জেলায় গুলমার্গ গতকাল রাতে তাপমাত্রা মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল ৷ তার আগের রাতে গুলমার্গের তাপমাত্রা 1.2 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ উত্তর কাশ্মীরের কুপওয়ারায় গতকাল তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল ৷

আরও পড়ুন : Weather Forecast : সকালে কুয়াশা থাকলেও রোদ ঝলমলে আকাশ ফিরছে দক্ষিণবঙ্গে

অন্যদিকে, কাশ্মীর উপত্যকার দ্বার কোয়াজিগুন্ডে রেকর্ড 2.2 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পারদ ৷ দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগে তাপমাত্রা হিমাঙ্কের থেকে 1 ডিগ্রি তাপমাত্রা নিচে নেমে গিয়েছে ৷ তবে, কাশ্মীরের যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তা সাধারণত ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে শুরু হয় ৷ যে শৈত্যপ্রবাহ এ বছর একমাসের বেশি সময় আগে কাশ্মীর উপত্যকায় বইতে শুরু করেছে ৷

আরও পড়ুন : Weather Forecast : আজও মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়

চিল্লাই কালানে যে 40 দিনের কনকনে ঠান্ডা কাশ্মীরে পড়ে তা 21 ডিসেম্বরের পর থেকে প্রতিবছর শুরু হয় ৷ মৌসম ভবনের তরফে জানানো হয়েছে কাশ্মীর উপত্যকার এই শৈত্যপ্রবাহ 23 নভেম্বর পর্যন্ত বজায় থাকবে ৷ 24 নভেম্বর থেকে উত্তর কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন ৷

শ্রীনগর, 17 নভেম্বর : হিমাঙ্কের নিচে নেমে গেল কাশ্মীরের তাপমাত্রা ৷ উপত্যকা জুড়ে গতকাল থেকে কনকনে হিমশীতল বাতাস বইছে ৷ যেখানে শ্রীনগরে এই মরসুমের সবচেয়ে শীতলতম রাত ছিল মঙ্গলবার ৷ সেখানে তাপমাত্রা মাইনাস এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল বলে বুধবার শ্রীনগর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ৷ আর কাশ্মীর উপত্যকায় তাপমাত্রা হিমাঙ্কের থেকে বেশ কয়েক ডিগ্রি নিচে নেমে গিয়েছে ৷ সোমবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1.2 ডিগ্রি সেলসিয়াস ৷

অন্যদিকে, অমরনাথ যাত্রার বার্ষিক বেস ক্যাম্প পহলগাঁও-তে গতকাল রাতে পারদ 4.7 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে ৷ এর আগেও কাশ্মীরের মধ্যে পহলগাঁও-তে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে নিচে নেমে গিয়েছে ৷ উত্তর কাশ্মীরের বারামুলা জেলায় গুলমার্গ গতকাল রাতে তাপমাত্রা মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল ৷ তার আগের রাতে গুলমার্গের তাপমাত্রা 1.2 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ উত্তর কাশ্মীরের কুপওয়ারায় গতকাল তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল ৷

আরও পড়ুন : Weather Forecast : সকালে কুয়াশা থাকলেও রোদ ঝলমলে আকাশ ফিরছে দক্ষিণবঙ্গে

অন্যদিকে, কাশ্মীর উপত্যকার দ্বার কোয়াজিগুন্ডে রেকর্ড 2.2 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পারদ ৷ দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগে তাপমাত্রা হিমাঙ্কের থেকে 1 ডিগ্রি তাপমাত্রা নিচে নেমে গিয়েছে ৷ তবে, কাশ্মীরের যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তা সাধারণত ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে শুরু হয় ৷ যে শৈত্যপ্রবাহ এ বছর একমাসের বেশি সময় আগে কাশ্মীর উপত্যকায় বইতে শুরু করেছে ৷

আরও পড়ুন : Weather Forecast : আজও মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়

চিল্লাই কালানে যে 40 দিনের কনকনে ঠান্ডা কাশ্মীরে পড়ে তা 21 ডিসেম্বরের পর থেকে প্রতিবছর শুরু হয় ৷ মৌসম ভবনের তরফে জানানো হয়েছে কাশ্মীর উপত্যকার এই শৈত্যপ্রবাহ 23 নভেম্বর পর্যন্ত বজায় থাকবে ৷ 24 নভেম্বর থেকে উত্তর কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.