ETV Bharat / bharat

Spy Ship Row: চিনা গুপ্তচর জাহাজে আপত্তি শ্রীলঙ্কার, নেপথ্যে ভারতের চাপ - চিনা জাহাজ নিয়ে ভারতের চাপ শ্রীলঙ্কার উপর

চিনের জাহাজ ইউয়ান ওয়াং 5 (Yuan Wang 5 ship) শ্রীলঙ্কার বন্দর হামবানতোতাতে ভাড়ার কথা ছিল ৷ চিনা এই জাহাজটিকে গুপ্তচর জাহাজ বলেই মনে করা হচ্ছে ৷ ভারতের আপত্তিতে আপাতত এই চিনা জাহাজের সফরে বাধ সেধেছে শ্রীলঙ্কা ৷

hambantota port controversy
চিনা গুপ্তচর জাহাজে আপত্তি শ্রীলঙ্কার
author img

By

Published : Aug 6, 2022, 6:01 PM IST

কলম্বো, 6 অগস্ট: এখনই চিনের জাহাজ ইউয়ান ওয়াং 5'কে নিজেদের বন্দরে ভিড়তে দিতে চায় না শ্রীলঙ্কা ৷ সূত্রের খবর, আগামী সপ্তাহে চিনের ইউয়ান ওয়াং 5 নামক জাহাজটির শ্রীলঙ্কার হামবানতোতা বন্দরে ভেড়ার কথা ছিল ৷ বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে এই চিনা জাহাজটিকে 'গুপ্তচর জাহাজ' হিসেবেই দাবি করা হচ্ছে ৷ মনে করা হচ্ছিল চিনের এই জাহাজ শ্রীলঙ্কার এই বন্দরে ভিড়লে সেখান থেকে ভারতের উপর নজরদারি চালাতে পারে সেটি ৷

আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি'র রিপোর্ট অনুযায়ী, ভারতের তরফে বিষয়টি নিয়ে আপত্তি জানান হয়েছিল শ্রীলঙ্কার রনিল বিক্রমাসিঙ্ঘে সরকারের কাছে ৷ এরপরেই ভারতের প্রতিবেশী এই দেশটি ইউয়ান ওয়াং 5 এর এই সফর আপাতত বন্ধ রাখার বার্তা পাঠিয়েছে চিনকে ৷ অনির্দিষ্টকালের জন্য এটি স্থগিত করার কথা বলা হয়েছে (Sri Lanka asks China to delay its ship visit to Hambantota Port) ৷

বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে, চিন তাদের এই জাহাজকে সার্ভে ভেসেল বলে দাবি করলেও আদতে এর মাধ্যমে মহাকাশে কৃত্রিম উপগ্রহের উপর নজরদারি চালানো সম্ভব ৷ এমনকি ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইলও এই জাহাজ থেকে উৎক্ষেপণ করা সম্ভব ৷ ফলে বেজিং তাদের এই জাহাজের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার কাজে নজরদারি চালাতে পারে বলে আশঙ্কা নয়াদিল্লির ৷

আরও পড়ুন: মার্কিন সুপ্রিম কোর্টের রায় কার্যকরের প্রক্রিয়া শুরু, ইন্ডিয়ানায় নিষিদ্ধ হচ্ছে গর্ভপাত

গত সপ্তাহেও বিদেশমন্ত্রক জানিয়েছিল বিষয়টি নিয়ে ভারত ওয়াকিবহাল ৷ দেশের নিরাপত্তার পরিপন্থী কোনও ঘটনা ঘটলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷ এরপরেই চিনা জাহাজে শ্রীলঙ্কার এই আপত্তির কথা জানা গেল ৷ সূত্রের খবর, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রকের তরফে একটি চিঠি কলোম্বোর চিনা দূতাবাসে পাঠানো হয়েছে ৷ সেই চিঠিতে বলা হয়েছে, পরবর্তী আলোচনা না হওয়া পর্যন্ত ইউয়ান ওয়াং 5 যেন হামবানতোতাতে না আসে ৷ আর আগে অবশ্য শ্রীলঙ্কা দাবি করেছিল জ্বালানি ভরতে চিনা জাহাজটি তাদের বন্দরে আসছে ৷

উল্লেখ্য, দক্ষিণ শ্রীলঙ্কার এই বন্দরে কয়েকবছর আগে চিনের সাহায্যে পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছিল ৷ 2014 সালে এই বন্দরে দুটি চিনা ডুবোজাহাজ আসার খবর মেলে ৷ তখনও বিষয়টি নিয়ে আপত্তি জানায় ভারত ৷

কলম্বো, 6 অগস্ট: এখনই চিনের জাহাজ ইউয়ান ওয়াং 5'কে নিজেদের বন্দরে ভিড়তে দিতে চায় না শ্রীলঙ্কা ৷ সূত্রের খবর, আগামী সপ্তাহে চিনের ইউয়ান ওয়াং 5 নামক জাহাজটির শ্রীলঙ্কার হামবানতোতা বন্দরে ভেড়ার কথা ছিল ৷ বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে এই চিনা জাহাজটিকে 'গুপ্তচর জাহাজ' হিসেবেই দাবি করা হচ্ছে ৷ মনে করা হচ্ছিল চিনের এই জাহাজ শ্রীলঙ্কার এই বন্দরে ভিড়লে সেখান থেকে ভারতের উপর নজরদারি চালাতে পারে সেটি ৷

আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি'র রিপোর্ট অনুযায়ী, ভারতের তরফে বিষয়টি নিয়ে আপত্তি জানান হয়েছিল শ্রীলঙ্কার রনিল বিক্রমাসিঙ্ঘে সরকারের কাছে ৷ এরপরেই ভারতের প্রতিবেশী এই দেশটি ইউয়ান ওয়াং 5 এর এই সফর আপাতত বন্ধ রাখার বার্তা পাঠিয়েছে চিনকে ৷ অনির্দিষ্টকালের জন্য এটি স্থগিত করার কথা বলা হয়েছে (Sri Lanka asks China to delay its ship visit to Hambantota Port) ৷

বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে, চিন তাদের এই জাহাজকে সার্ভে ভেসেল বলে দাবি করলেও আদতে এর মাধ্যমে মহাকাশে কৃত্রিম উপগ্রহের উপর নজরদারি চালানো সম্ভব ৷ এমনকি ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইলও এই জাহাজ থেকে উৎক্ষেপণ করা সম্ভব ৷ ফলে বেজিং তাদের এই জাহাজের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার কাজে নজরদারি চালাতে পারে বলে আশঙ্কা নয়াদিল্লির ৷

আরও পড়ুন: মার্কিন সুপ্রিম কোর্টের রায় কার্যকরের প্রক্রিয়া শুরু, ইন্ডিয়ানায় নিষিদ্ধ হচ্ছে গর্ভপাত

গত সপ্তাহেও বিদেশমন্ত্রক জানিয়েছিল বিষয়টি নিয়ে ভারত ওয়াকিবহাল ৷ দেশের নিরাপত্তার পরিপন্থী কোনও ঘটনা ঘটলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷ এরপরেই চিনা জাহাজে শ্রীলঙ্কার এই আপত্তির কথা জানা গেল ৷ সূত্রের খবর, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রকের তরফে একটি চিঠি কলোম্বোর চিনা দূতাবাসে পাঠানো হয়েছে ৷ সেই চিঠিতে বলা হয়েছে, পরবর্তী আলোচনা না হওয়া পর্যন্ত ইউয়ান ওয়াং 5 যেন হামবানতোতাতে না আসে ৷ আর আগে অবশ্য শ্রীলঙ্কা দাবি করেছিল জ্বালানি ভরতে চিনা জাহাজটি তাদের বন্দরে আসছে ৷

উল্লেখ্য, দক্ষিণ শ্রীলঙ্কার এই বন্দরে কয়েকবছর আগে চিনের সাহায্যে পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছিল ৷ 2014 সালে এই বন্দরে দুটি চিনা ডুবোজাহাজ আসার খবর মেলে ৷ তখনও বিষয়টি নিয়ে আপত্তি জানায় ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.