ETV Bharat / bharat

স্পুটনিক V ভ্য়াকসিন 92 শতাংশ কার্যকর : রাশিয়া - মিখাইল মুরশকো

বর্তমানে 4 লাখ স্বেচ্ছাসেবক এলোমেলোভাবে স্পুটনিক V-র প্লেসবো নিয়ন্ত্রণিত ডবল ব্লাইন্ড ডোজ় নিচ্ছে ৷ যাদের মধ্য়ে 20 হাজার স্বেচ্ছাসেবক প্রথম ধাপে ভ্যাকসিনের ডোজ় নিয়েছে ৷ আবার 16 হাজার স্বেচ্ছাসেবক প্রথম ও দ্বিতীয় দু’টো ডোজ় নিয়েছে ৷

sputnik-v-covid-19-vaccine-is-92-pc-effective-russia
‘স্পুটনিক V’ COVID-19 ভ্য়াকসিন 92 শতাংশ কার্যকরি : রাশিয়া
author img

By

Published : Nov 11, 2020, 9:13 PM IST

মস্কো, 11 নভেম্বর : রাশিয়ার তৈরি COVID-19 ভ্য়াকসিন স্পুটনিক V কোরোনা প্রতিরোধ করতে 92 শতাংশ কার্যকর ৷ অন্তর্বর্তীকালীন বিশ্লেষণের পর বুধবার এমনটাই জানানো হয়েছে রাশিয়ার তরফে ৷ রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে বুধবার এই ঘোষণা করা হয়েছে ৷ তারা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্পুটনিক V ভ্য়াকসিনটি 92 শতাংশ ক্ষেত্রে কার্যকর হয়েছে ৷

স্পুটনিক V ভ্য়াকসিনের তৃতীয় স্তরের ক্লিনিকাল ট্রায়ালের অনুমতির পর বেলারুস, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা সহ কয়েকটি দেশে সেই ট্রায়াল চলছে ৷ ভারতে স্পুটনিক V’র ট্রায়াল এই মুহূর্তে ফেজ় টু ও থ্রি-র মাঝামাঝি জায়গায় রয়েছে ৷ বর্তমানে 4 লাখ স্বেচ্ছাসেবক এলোমেলোভাবে স্পুটনিক V-র প্লেসবো নিয়ন্ত্রিত ডবল ব্লাইন্ড ডোজ় নিচ্ছে ৷ যাদের মধ্য়ে 20 হাজার স্বেচ্ছাসেবক প্রথম ধাপে ভ্যাকসিনের ডোজ় নিয়েছে ৷ আবার 16 হাজার স্বেচ্ছাসেবক প্রথম ও দ্বিতীয় দু’টো ডোজ় নিয়েছে ৷ এ নিয়ে রাশিয়ার স্বাস্থ্য়মন্ত্রী মিখাইল মুরশকো বলেন, স্পুটনিক V-র ব্য়বহার এবং তাঁর ক্লিনিকাল ট্রায়ালের ফলাফলকে বিশ্লেষণ করে দেখা গেছে, কোরোনা সংক্রমণকে রুখতে এবং তার হাত থেকে বাঁচতে এই ভ্য়াকসিন খুব ভালো একটি প্রতিষেধক ৷ এমনকী স্পুটনিক V এই মহামারীকে রুখতে সবচেয়ে কার্যকরী হবে বলে মনে করেন রাশিয়ার স্বাস্থ্য়মন্ত্রী ৷ এর নির্ভরযোগ্য়তা পরীক্ষা করা হয় প্রথম ডোজ় দেওয়ার 21 দিন পরে ৷ স্বেচ্ছাসেবকদের পরীক্ষা চলাকালীন কোনওরকম অপ্রত্য়াশিত বা বিরূপ ঘটনা ঘটেনি ৷

তবে, এখানেও কিছু প্রশ্ন উঠে আসছে বিশ্বের গবেষকদের মধ্য়ে ৷ তার কারণ, রাশিয়ার এই ঘোষণা এসেছে, যখন অ্যামেরিকা দাবি করেছে তাদের তৈরি কোরোনা ভ্য়াকসিন পি-ফিজ়ার সংক্রমণ রুখতে 90 শতাংশ সক্ষম ৷ তবে, রাশিয়া প্রথম দেশ যারা বিশ্বে প্রথম কোরোনার ভ্য়াকসিন আনার কথা জানিয়েছিল ৷ 11 অগাস্ট সেই ঘোষণা করেছিল রাশিয়া ৷ স্পুটনিক V তৈরি করা হয়েছে গামালেয়া ন্য়াশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্য়ান্ড মাইক্রোবায়োলজি সেন্টারে ৷ যা রাশিয়ান হেলথে কেয়ার মন্ত্রকের তত্ত্বাবধানে কাজ করে ৷ কম্পানির তরফে জানানো হয়েছে, গামালেয়া সেন্টার তাঁদের অন্তর্বর্তীকালীন গবেষণার তথ্য় একটি আন্তর্জাতিক মেডিকেল জ়ার্নালে প্রকাশ করেছে ৷ তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল শেষ হয়ে গেলেই সেই গবেষণার সম্পূর্ণ রিপোর্ট তারা প্রকাশ করবে বলে জানানো হয়েছে ৷ এও বলা হয়েছে, স্পুটনক V-র গবেষণা হয়েছে হিউম্য়ান অ্য়াডনোভাইরাল ভেক্টর প্লাটফর্মের মাধ্য়মে ৷ যে পদ্ধতি সবচেয়ে নিরাপদ এবং এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই ৷ গত দুই দশক ধরে এই পদ্ধতিতে 250-র বেশি ক্লিনিকাল ট্রায়াল মানব দেহে করা হয়ে আসছে ৷

মস্কো, 11 নভেম্বর : রাশিয়ার তৈরি COVID-19 ভ্য়াকসিন স্পুটনিক V কোরোনা প্রতিরোধ করতে 92 শতাংশ কার্যকর ৷ অন্তর্বর্তীকালীন বিশ্লেষণের পর বুধবার এমনটাই জানানো হয়েছে রাশিয়ার তরফে ৷ রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে বুধবার এই ঘোষণা করা হয়েছে ৷ তারা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্পুটনিক V ভ্য়াকসিনটি 92 শতাংশ ক্ষেত্রে কার্যকর হয়েছে ৷

স্পুটনিক V ভ্য়াকসিনের তৃতীয় স্তরের ক্লিনিকাল ট্রায়ালের অনুমতির পর বেলারুস, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা সহ কয়েকটি দেশে সেই ট্রায়াল চলছে ৷ ভারতে স্পুটনিক V’র ট্রায়াল এই মুহূর্তে ফেজ় টু ও থ্রি-র মাঝামাঝি জায়গায় রয়েছে ৷ বর্তমানে 4 লাখ স্বেচ্ছাসেবক এলোমেলোভাবে স্পুটনিক V-র প্লেসবো নিয়ন্ত্রিত ডবল ব্লাইন্ড ডোজ় নিচ্ছে ৷ যাদের মধ্য়ে 20 হাজার স্বেচ্ছাসেবক প্রথম ধাপে ভ্যাকসিনের ডোজ় নিয়েছে ৷ আবার 16 হাজার স্বেচ্ছাসেবক প্রথম ও দ্বিতীয় দু’টো ডোজ় নিয়েছে ৷ এ নিয়ে রাশিয়ার স্বাস্থ্য়মন্ত্রী মিখাইল মুরশকো বলেন, স্পুটনিক V-র ব্য়বহার এবং তাঁর ক্লিনিকাল ট্রায়ালের ফলাফলকে বিশ্লেষণ করে দেখা গেছে, কোরোনা সংক্রমণকে রুখতে এবং তার হাত থেকে বাঁচতে এই ভ্য়াকসিন খুব ভালো একটি প্রতিষেধক ৷ এমনকী স্পুটনিক V এই মহামারীকে রুখতে সবচেয়ে কার্যকরী হবে বলে মনে করেন রাশিয়ার স্বাস্থ্য়মন্ত্রী ৷ এর নির্ভরযোগ্য়তা পরীক্ষা করা হয় প্রথম ডোজ় দেওয়ার 21 দিন পরে ৷ স্বেচ্ছাসেবকদের পরীক্ষা চলাকালীন কোনওরকম অপ্রত্য়াশিত বা বিরূপ ঘটনা ঘটেনি ৷

তবে, এখানেও কিছু প্রশ্ন উঠে আসছে বিশ্বের গবেষকদের মধ্য়ে ৷ তার কারণ, রাশিয়ার এই ঘোষণা এসেছে, যখন অ্যামেরিকা দাবি করেছে তাদের তৈরি কোরোনা ভ্য়াকসিন পি-ফিজ়ার সংক্রমণ রুখতে 90 শতাংশ সক্ষম ৷ তবে, রাশিয়া প্রথম দেশ যারা বিশ্বে প্রথম কোরোনার ভ্য়াকসিন আনার কথা জানিয়েছিল ৷ 11 অগাস্ট সেই ঘোষণা করেছিল রাশিয়া ৷ স্পুটনিক V তৈরি করা হয়েছে গামালেয়া ন্য়াশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্য়ান্ড মাইক্রোবায়োলজি সেন্টারে ৷ যা রাশিয়ান হেলথে কেয়ার মন্ত্রকের তত্ত্বাবধানে কাজ করে ৷ কম্পানির তরফে জানানো হয়েছে, গামালেয়া সেন্টার তাঁদের অন্তর্বর্তীকালীন গবেষণার তথ্য় একটি আন্তর্জাতিক মেডিকেল জ়ার্নালে প্রকাশ করেছে ৷ তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল শেষ হয়ে গেলেই সেই গবেষণার সম্পূর্ণ রিপোর্ট তারা প্রকাশ করবে বলে জানানো হয়েছে ৷ এও বলা হয়েছে, স্পুটনক V-র গবেষণা হয়েছে হিউম্য়ান অ্য়াডনোভাইরাল ভেক্টর প্লাটফর্মের মাধ্য়মে ৷ যে পদ্ধতি সবচেয়ে নিরাপদ এবং এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই ৷ গত দুই দশক ধরে এই পদ্ধতিতে 250-র বেশি ক্লিনিকাল ট্রায়াল মানব দেহে করা হয়ে আসছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.