পটনা, 5 অগস্ট: বিহারে বিষমদ (Bihar Hooch Tragedy) খেয়ে প্রাণ গেল 9 জনের ! দৃষ্টিশক্তি হারিয়েছেন 25 জন ৷ বিহারের সরণ জেলার ঘটনা ৷
সরণে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে 9 জনের ৷ গ্রামবাসীদের দাবি, বিষমদ খেয়ে তাঁদের সবার মৃত্যু হয়েছে (Spurious liquor claims nine lives)৷ এঁদের মধ্যে আগেই মৃত্যু হয় চার জনের ৷ বাকিদের পটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ পথেই মারা যান দু জন ৷ আর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তিনজনের ৷ বিষাক্ত মদ খেয়েই এই 9 জনের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের পর এই বিষয়টি স্পষ্ট হবে ৷
সরণের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 9 জনের মৃত্যুর কথা নিশ্চিত করার পাশাপাশি জানিয়েছেন, বিষাক্ত মদ খেয়ে অসুস্থও হয়ে পড়েছেন বেশ কয়েকজন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পটনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে একটি মেডিক্যাল টিম ৷ জানা গিয়েছে, অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন তাঁদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ৷
আরও পড়ুন: হাওড়া বিষমদ কাণ্ডে সাসপেন্ড তিন পুলিশ আধিকারিক ! গ্রেফতার বেড়ে 6
দুদিন আগেই গত 2 অগস্ট সরণেরই রামদাসপুরে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছিল 2 জনের (Bihar news)৷