ETV Bharat / bharat

SpiceJet Incidents: কম খরচের স্পাইসজেট বিমানেই সবচেয়ে বেশি দুর্ঘটনা, সতর্কবাণী শোনাল মন্ত্রক - Directorate General of Civil Aviation

নিরাপত্তার দিক দিয়ে একেবারেই সুবিধেজনক নয় স্পাইসজেট, তথ্য তেমনটাই বলছে (SpiceJet Incidents) ৷ উড়ান কোম্পানিটিকে কড়া নজরদারিতে রেখেছে ডিজিসিএ ৷

SpiceJet
স্পাইসজেট বিমান
author img

By

Published : Aug 9, 2022, 8:28 AM IST

নয়াদিল্লি, 9 অগস্ট: নিরাপত্তাজনিত কারণে গত তিন বছরে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয়েছে স্পাইসজেট বিমান সংস্থা ৷ যান্ত্রিক সমস্যায় পাকিস্তানেও জরুরি অবতরণ করেছে তাদের বিমান । সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-এর (Directorate General of Civil Aviation) কোপেও পড়েছে সংস্থাটি ৷ 8 সপ্তাহের জন্য স্পাইসজেট 50 শতাংশ কম বিমান ওড়াবে, গত মাসে নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷ উড়ান কোম্পানিটিকে কড়া নজরদারিতে রেখেছে ডিজিসিএ (SpiceJet reported highest 14 safety related incidents in 3 years) ৷

সোমবার রাজ্যসভায় অসামরিক বিমান মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, 2020 থেকে এখনও পর্যন্ত মোট 14 বার সুরক্ষা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছে স্পাইসজেটের উড়ান । এর মধ্যে গুরুতর বিমান দুর্ঘটনাও রয়েছে ৷ ইন্ডিগোর এধরণের মোট 12টি সমস্যা হয়েছে ৷ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ডিজিসিএ-র নিরাপত্তাজনিত যাবতীয় নিয়ম বিমান সংস্থাকে মেনে চলতে হবে ৷

আরও পড়ুন: বিমানের কেবিনে ধোঁয়া, 5 হাজার ফুট থেকে নামল স্পাইসজেট এয়ারক্রাফ্ট

রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের উত্তরে মন্ত্রক জানায়, গত এক বছরে (1 জুলাই, 2021 থেকে 30 জুন, 2022) ডিজিসিএ ইঞ্জিনিয়ারিং এবং রক্ষণাবেক্ষণের উপর মোট 177টি সার্ভেল্যান্স, 497টি স্পট চেক, রাতে 169টি সার্ভেল্যান্স চালিয়েছে ৷ ডিএমকে সাংসদ তিরুচি শিবাকে অসামরিক বিমান মন্ত্রক জানায়, এই এক বছরে 478টি প্রযুক্তিগত সমস্যার খবর মিলেছে ৷

নয়াদিল্লি, 9 অগস্ট: নিরাপত্তাজনিত কারণে গত তিন বছরে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয়েছে স্পাইসজেট বিমান সংস্থা ৷ যান্ত্রিক সমস্যায় পাকিস্তানেও জরুরি অবতরণ করেছে তাদের বিমান । সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-এর (Directorate General of Civil Aviation) কোপেও পড়েছে সংস্থাটি ৷ 8 সপ্তাহের জন্য স্পাইসজেট 50 শতাংশ কম বিমান ওড়াবে, গত মাসে নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷ উড়ান কোম্পানিটিকে কড়া নজরদারিতে রেখেছে ডিজিসিএ (SpiceJet reported highest 14 safety related incidents in 3 years) ৷

সোমবার রাজ্যসভায় অসামরিক বিমান মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, 2020 থেকে এখনও পর্যন্ত মোট 14 বার সুরক্ষা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছে স্পাইসজেটের উড়ান । এর মধ্যে গুরুতর বিমান দুর্ঘটনাও রয়েছে ৷ ইন্ডিগোর এধরণের মোট 12টি সমস্যা হয়েছে ৷ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ডিজিসিএ-র নিরাপত্তাজনিত যাবতীয় নিয়ম বিমান সংস্থাকে মেনে চলতে হবে ৷

আরও পড়ুন: বিমানের কেবিনে ধোঁয়া, 5 হাজার ফুট থেকে নামল স্পাইসজেট এয়ারক্রাফ্ট

রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের উত্তরে মন্ত্রক জানায়, গত এক বছরে (1 জুলাই, 2021 থেকে 30 জুন, 2022) ডিজিসিএ ইঞ্জিনিয়ারিং এবং রক্ষণাবেক্ষণের উপর মোট 177টি সার্ভেল্যান্স, 497টি স্পট চেক, রাতে 169টি সার্ভেল্যান্স চালিয়েছে ৷ ডিএমকে সাংসদ তিরুচি শিবাকে অসামরিক বিমান মন্ত্রক জানায়, এই এক বছরে 478টি প্রযুক্তিগত সমস্যার খবর মিলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.