ETV Bharat / bharat

Car ploughs into Procession: বিয়ের মিছিলে ঢুকে গেল দ্রুতগামী স্করপিও ! হরিদ্বারে মৃত 1, আহত 31 - বিয়ের মিছিলে ঢুকে গেল দ্রুতগামী স্করপিও

বিয়ের অনুষ্ঠান চলছিল । আনন্দে ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে মিছিল করে যাচ্ছিলেন বরযাত্রীরা । আচমকাই সেই মিছিলে ঢুকে গেল দ্রুতগামী স্করপিও গাড়ি । ঘটনায় প্রাণ হারালেন 1 জন । আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 31 (Car ploughs into Wedding Procession)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 11, 2023, 9:57 PM IST

বিয়ের মিছিলে ঢুকে গেল দ্রুতগামী স্করপিও

হরিদ্বার, 11 ফেব্রুয়ারি: স্করপিও নিয়ে মিছিলে ঢুকে পড়লেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সম্পাদক । ভয়াবহ দুর্ঘটনায় এক লহমায় আনন্দের মুুহূর্ত বদলে গেল বিষাদে । ঘটনায় প্রাণ হারিয়েছেন 1 জন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 31 । ঘটনাটি ঘটেছে হরিদ্বারের বহাদরাবাদ থানা এলাকায় (Speeding Car ploughs into Wedding Procession) ।

ঠিক কী হয়েছিল ?

জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান চলছিল । ব্যান্ড পার্টি নিয়ে রাস্তায় নাচতে নাচতে যাচ্ছিলেন বরপক্ষ । আনন্দে মশগুল প্রত্যেকে । ঠিক সেসময়েই সজোরে মিছিলে ঢুকে পড়ে একটি স্করপিও গাড়ি (Scorpio ploughs into Procession) । গাড়ির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়েন অনেকে । শুক্রবার গভীর রাতে বহাদরাবাদ থানা এলাকায় ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যান্ড সদস্যের মৃত্যু হয় । আহত হন 31 জন । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে (Horrible incident in Haridwar) ।

গাড়ি চালাচ্ছিলেন কিষাণ ইউনিয়নের সম্পাদক:

স্করপিও গাড়িটি চালাচ্ছিলেন সাহারানপুর জেলার ভারতীয় কিষাণ ইউনিয়নের সম্পাদক (Secretory of Bharatiya Kishan Union) । বিজনৌরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সাহারানপুরে ফিরে যাচ্ছিলেন তাঁরা । চালককে নিয়ে গাড়িতে ছিলেন 5 জন । পুলিশ সূত্রে খবর, 5 জনই মদ্যপ ছিলেন । গাড়িটি তীব্র গতিতে ব্যান্ডের সদস্য ও বরযাত্রীদের ধাক্কা দেয় । কিছুদূর গিয়ে থামে গাড়িটি । সঙ্গে সঙ্গেই সেটিকে ঘিরে ফেলে লোকজন । বেধড়ক মারধর করা হয় চালক ও আরোহীদের ।চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে । তাঁকে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ।

মিছিলের অনুমতি ছিল না, বলছে পুলিশ: তদন্তকারীরা জানিয়েছে, রাস্তায় মিছিল বের করার সময় রাত সাড়ে 10টা পর্যন্ত । শুক্রবার মিছিল বের হয়েছিল রাত 12টার দিকে । বেলনা গ্রাম থেকে মিছিলটি বহাদরাবাদ ধনোরি রোডের সরদার ফার্ম হাউসে পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে ।

বহাদরাবাদ থানার অফিসার নীতেশ শর্মা জানিয়েছেন, সাগরের বাসিন্দা রাইসি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান । দুর্ঘটনায় 31 জন আহত হয়েছেন । স্করপিও গাড়ির চালককেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিযোগ ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে ।

আরও পড়ুন: হেমতাবাদে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে 20

বিয়ের মিছিলে ঢুকে গেল দ্রুতগামী স্করপিও

হরিদ্বার, 11 ফেব্রুয়ারি: স্করপিও নিয়ে মিছিলে ঢুকে পড়লেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সম্পাদক । ভয়াবহ দুর্ঘটনায় এক লহমায় আনন্দের মুুহূর্ত বদলে গেল বিষাদে । ঘটনায় প্রাণ হারিয়েছেন 1 জন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 31 । ঘটনাটি ঘটেছে হরিদ্বারের বহাদরাবাদ থানা এলাকায় (Speeding Car ploughs into Wedding Procession) ।

ঠিক কী হয়েছিল ?

জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান চলছিল । ব্যান্ড পার্টি নিয়ে রাস্তায় নাচতে নাচতে যাচ্ছিলেন বরপক্ষ । আনন্দে মশগুল প্রত্যেকে । ঠিক সেসময়েই সজোরে মিছিলে ঢুকে পড়ে একটি স্করপিও গাড়ি (Scorpio ploughs into Procession) । গাড়ির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়েন অনেকে । শুক্রবার গভীর রাতে বহাদরাবাদ থানা এলাকায় ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যান্ড সদস্যের মৃত্যু হয় । আহত হন 31 জন । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে (Horrible incident in Haridwar) ।

গাড়ি চালাচ্ছিলেন কিষাণ ইউনিয়নের সম্পাদক:

স্করপিও গাড়িটি চালাচ্ছিলেন সাহারানপুর জেলার ভারতীয় কিষাণ ইউনিয়নের সম্পাদক (Secretory of Bharatiya Kishan Union) । বিজনৌরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সাহারানপুরে ফিরে যাচ্ছিলেন তাঁরা । চালককে নিয়ে গাড়িতে ছিলেন 5 জন । পুলিশ সূত্রে খবর, 5 জনই মদ্যপ ছিলেন । গাড়িটি তীব্র গতিতে ব্যান্ডের সদস্য ও বরযাত্রীদের ধাক্কা দেয় । কিছুদূর গিয়ে থামে গাড়িটি । সঙ্গে সঙ্গেই সেটিকে ঘিরে ফেলে লোকজন । বেধড়ক মারধর করা হয় চালক ও আরোহীদের ।চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে । তাঁকে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ।

মিছিলের অনুমতি ছিল না, বলছে পুলিশ: তদন্তকারীরা জানিয়েছে, রাস্তায় মিছিল বের করার সময় রাত সাড়ে 10টা পর্যন্ত । শুক্রবার মিছিল বের হয়েছিল রাত 12টার দিকে । বেলনা গ্রাম থেকে মিছিলটি বহাদরাবাদ ধনোরি রোডের সরদার ফার্ম হাউসে পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে ।

বহাদরাবাদ থানার অফিসার নীতেশ শর্মা জানিয়েছেন, সাগরের বাসিন্দা রাইসি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান । দুর্ঘটনায় 31 জন আহত হয়েছেন । স্করপিও গাড়ির চালককেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিযোগ ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে ।

আরও পড়ুন: হেমতাবাদে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে 20

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.