ETV Bharat / bharat

আবারও ফোনে আড়ি পাতার অভিযোগ, ফাটল রাজস্থান কংগ্রেসে - অশোক গেহলত

পাইলট ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ক বেদপ্রকাশ সোলাঙ্কি অভিযোগ করেছেন, দলের বেশ কিছু বিধায়কের সঙ্গে তাঁর কথা হয়েছে । ওই বিধাযকদের প্রত্যেকেই নাকি তাঁকে জানিয়েছেন, তাঁদের ফোন ট্যাপ করা হচ্ছে । যদিও ঠিক কোন কোন বিধায়কের কথা তিনি বলতে চাইছেন, তা স্পষ্ট করেননি সোলাঙ্কি ।

রাজস্থানে ফোন ট্যাপের অভিযোগ
রাজস্থানে ফোন ট্যাপের অভিযোগ
author img

By

Published : Jun 13, 2021, 10:58 PM IST

জয়পুর, 13 জুন : ফের কি অস্বস্তি বাড়ছে অশোক গেহলতের (Ashok Gehlot) সংসারে ? কিছুদিন আগেই দলের বিরুদ্ধে আবারও সুর চড়িয়েছিলেন সচিন পাইলট (Sachin Pilot) । গতবছর যখন গেহলতের সরকার অস্তিত্ব সঙ্কটে পড়েছিল, সেই সময় পাইলটের মানভঞ্জনের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লির হাইকমান্ড । গেহলত-পাইলট দূরত্ব কমাতে কমিটিও গড়ে দেওয়ার কথা হয়েছিল । পাইলটের সব শর্ত নিয়ে আলোচনার কথা হয়েছিল । কিন্তু তিনি বলছেন, তাঁর সমস্যাগুলি নিয়ে কোনও ব্যবস্থাই এখনও পর্যন্ত নেয়নি কংগ্রেস । আর এরই মধ্যে আবারও উঠে আসছে ফোন ট্যাপিংয়ের অভিযোগ ।

পাইলট ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ক বেদপ্রকাশ সোলাঙ্কি অভিযোগ করেছেন, দলের বেশ কিছু বিধায়কের সঙ্গে তাঁর কথা হয়েছে । ওই বিধাযকদের প্রত্যেকেই নাকি তাঁকে জানিয়েছেন, তাঁদের ফোন ট্যাপ করা হচ্ছে । যদিও ঠিক কোন কোন বিধায়কের কথা তিনি বলতে চাইছেন, তা স্পষ্ট করেননি সোলাঙ্কি ।

এমনকি তাঁর নিজের ফোনও ট্যাপ হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন পাইলট শিবিরের ওই বিধায়ক । বলছেন, আমার ফোন ট্যাপ হচ্ছে কিনা তা আমি জানি না । কিছু বিধায়ক আমাকে জানিয়েছেন যে তাঁদের ফোন ট্যাপ করা হচ্ছে । রাজ্য সরকার ফোন ট্যাপিংয়ের সঙ্গে জড়িত কিনা তাও আমি জানি না । বেশ কয়েকজন আধিকারিক বিধায়কদের বলেছিলেন, যে তাঁদের ফাঁদে ফেলার চেষ্টা চলছে ।"

কেউ কেউ বিষয়টি মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে জানিয়েছেন বলেও দাবি করেন বেদপ্রকাশ সোলাঙ্কি । তিনি আরও বলেন, এমন কিছু অ্যাপ রয়েছে যার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি জানতে পারেন তাঁর ফোন ট্যাপ হয়েছে কিনা । কিন্তু বিধায়করা সেই প্রযুক্তিগত দিকটি সম্পর্কে ততটা ওয়াকিবহাল নন বলেই মনে করছেন সোলাঙ্কি ।

আরও পড়ুন : নেতাদের ফোন ট্যাপের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি বিজেপির

কংগ্রেসের মধ্যে ফের যখন একবার এই ধরনের ফোন ট্যাপিং নিয়ে জল্পনা তুঙ্গে, তখন সেই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না রাজস্থান বিজেপির সভাপতি সতীশ পুনিয়া । সরাসরি অভিযোগ তুলে বসেছেন, কংগ্রেস তার বিধায়কদের ভয় দেখাচ্ছে । কংগ্রেসের উচিত এই বিধায়করা কারা, তা স্পষ্ট করা ।

রাজস্থান বিধানসভার বিরোধী ডেপুটি লিডার রাজেন্দ্র রাঠোরও একই অভিযোগ করছেন । অশোক গেহলতের সরকার আবারও নির্বাচিত জনপ্রতিনিধিদের ভয় দেখানোর চেষ্টা করছে ।

এমন সুবর্ণ সুযোগ পেয়ে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও । তাঁর আবার বক্তব্য, "শুনেছি কিছু কংগ্রেস বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন তাঁদের ফোন ট্যাপ করা হয়েছে । আমার মনে হয় কংগ্রেস সরকার এবং তাদের দলীয় নেতৃত্বের উচিত বিষয়টি পরিষ্কার করা ।"

আরও পড়ুন : রাজস্থান সরকার ভাঙার চক্রান্তে গ্রেফতার সঞ্জয় জৈন

শুধু এইটুকু বলেই ছেড়ে দেননি কেন্দ্রীয় মন্ত্রী । অতীতেও যে গেহলত সরকারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে, সেই কথাও স্মরণ করিয়ে দেন । বলেন, "বর্তমান সরকারের বিরুদ্ধে বিধায়কদের ফোন ট্যাপ করা ও সেটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ আগেও উঠেছিল । গতবছর মুখ্যমন্ত্রী গেহলত বলেছিলেন এমন কোনও ফোন ট্যাপ হয়নি । কিন্তু পরে তাঁর মন্ত্রীই বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, আইন মেনে ফোন ট্যাপ করা হয়েছিল ।"

এদিকে বিষয়টি এত দূর পর্যন্ত গড়াতেই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে গেহলত শিবির । অশোক গেহলতের মন্ত্রিসভার সদস্য প্রতাপ সিং বলছেন, রাজস্থান সরকার কারও ফোন ট্যাপ করে না । এটা আমাদের চরিত্র নয় । যদি কোনও বিধায়ক বলেন যে তাঁর ফোন ট্যাপ হয়নি অথচ বাকিদের ফোন ট্যাপের কথা বলেন, তাহলে সেই বিধায়কের উচিত অবশ্যই সেই নামগুলি প্রকাশ্যে আনা । বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা ।

গতবছরের জুলাই মাসে সচিন পাইলট এবং তাঁর ঘনিষ্ঠ 18 জন কংগ্রেস বিধায়ক মুখ্যমন্ত্রী অশোক গেহলতের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন । তাঁদের অন্যতম অভিযোগ ছিল, বেআইনিভাবে ফোন ট্যাপ । এই সংক্রান্ত বেশ কিছু অডিও ক্লিপ ও ফোনালাপও প্রকাশ্যে এসেছিল ।

জয়পুর, 13 জুন : ফের কি অস্বস্তি বাড়ছে অশোক গেহলতের (Ashok Gehlot) সংসারে ? কিছুদিন আগেই দলের বিরুদ্ধে আবারও সুর চড়িয়েছিলেন সচিন পাইলট (Sachin Pilot) । গতবছর যখন গেহলতের সরকার অস্তিত্ব সঙ্কটে পড়েছিল, সেই সময় পাইলটের মানভঞ্জনের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লির হাইকমান্ড । গেহলত-পাইলট দূরত্ব কমাতে কমিটিও গড়ে দেওয়ার কথা হয়েছিল । পাইলটের সব শর্ত নিয়ে আলোচনার কথা হয়েছিল । কিন্তু তিনি বলছেন, তাঁর সমস্যাগুলি নিয়ে কোনও ব্যবস্থাই এখনও পর্যন্ত নেয়নি কংগ্রেস । আর এরই মধ্যে আবারও উঠে আসছে ফোন ট্যাপিংয়ের অভিযোগ ।

পাইলট ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ক বেদপ্রকাশ সোলাঙ্কি অভিযোগ করেছেন, দলের বেশ কিছু বিধায়কের সঙ্গে তাঁর কথা হয়েছে । ওই বিধাযকদের প্রত্যেকেই নাকি তাঁকে জানিয়েছেন, তাঁদের ফোন ট্যাপ করা হচ্ছে । যদিও ঠিক কোন কোন বিধায়কের কথা তিনি বলতে চাইছেন, তা স্পষ্ট করেননি সোলাঙ্কি ।

এমনকি তাঁর নিজের ফোনও ট্যাপ হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন পাইলট শিবিরের ওই বিধায়ক । বলছেন, আমার ফোন ট্যাপ হচ্ছে কিনা তা আমি জানি না । কিছু বিধায়ক আমাকে জানিয়েছেন যে তাঁদের ফোন ট্যাপ করা হচ্ছে । রাজ্য সরকার ফোন ট্যাপিংয়ের সঙ্গে জড়িত কিনা তাও আমি জানি না । বেশ কয়েকজন আধিকারিক বিধায়কদের বলেছিলেন, যে তাঁদের ফাঁদে ফেলার চেষ্টা চলছে ।"

কেউ কেউ বিষয়টি মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে জানিয়েছেন বলেও দাবি করেন বেদপ্রকাশ সোলাঙ্কি । তিনি আরও বলেন, এমন কিছু অ্যাপ রয়েছে যার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি জানতে পারেন তাঁর ফোন ট্যাপ হয়েছে কিনা । কিন্তু বিধায়করা সেই প্রযুক্তিগত দিকটি সম্পর্কে ততটা ওয়াকিবহাল নন বলেই মনে করছেন সোলাঙ্কি ।

আরও পড়ুন : নেতাদের ফোন ট্যাপের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি বিজেপির

কংগ্রেসের মধ্যে ফের যখন একবার এই ধরনের ফোন ট্যাপিং নিয়ে জল্পনা তুঙ্গে, তখন সেই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না রাজস্থান বিজেপির সভাপতি সতীশ পুনিয়া । সরাসরি অভিযোগ তুলে বসেছেন, কংগ্রেস তার বিধায়কদের ভয় দেখাচ্ছে । কংগ্রেসের উচিত এই বিধায়করা কারা, তা স্পষ্ট করা ।

রাজস্থান বিধানসভার বিরোধী ডেপুটি লিডার রাজেন্দ্র রাঠোরও একই অভিযোগ করছেন । অশোক গেহলতের সরকার আবারও নির্বাচিত জনপ্রতিনিধিদের ভয় দেখানোর চেষ্টা করছে ।

এমন সুবর্ণ সুযোগ পেয়ে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও । তাঁর আবার বক্তব্য, "শুনেছি কিছু কংগ্রেস বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন তাঁদের ফোন ট্যাপ করা হয়েছে । আমার মনে হয় কংগ্রেস সরকার এবং তাদের দলীয় নেতৃত্বের উচিত বিষয়টি পরিষ্কার করা ।"

আরও পড়ুন : রাজস্থান সরকার ভাঙার চক্রান্তে গ্রেফতার সঞ্জয় জৈন

শুধু এইটুকু বলেই ছেড়ে দেননি কেন্দ্রীয় মন্ত্রী । অতীতেও যে গেহলত সরকারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে, সেই কথাও স্মরণ করিয়ে দেন । বলেন, "বর্তমান সরকারের বিরুদ্ধে বিধায়কদের ফোন ট্যাপ করা ও সেটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ আগেও উঠেছিল । গতবছর মুখ্যমন্ত্রী গেহলত বলেছিলেন এমন কোনও ফোন ট্যাপ হয়নি । কিন্তু পরে তাঁর মন্ত্রীই বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, আইন মেনে ফোন ট্যাপ করা হয়েছিল ।"

এদিকে বিষয়টি এত দূর পর্যন্ত গড়াতেই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছে গেহলত শিবির । অশোক গেহলতের মন্ত্রিসভার সদস্য প্রতাপ সিং বলছেন, রাজস্থান সরকার কারও ফোন ট্যাপ করে না । এটা আমাদের চরিত্র নয় । যদি কোনও বিধায়ক বলেন যে তাঁর ফোন ট্যাপ হয়নি অথচ বাকিদের ফোন ট্যাপের কথা বলেন, তাহলে সেই বিধায়কের উচিত অবশ্যই সেই নামগুলি প্রকাশ্যে আনা । বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা ।

গতবছরের জুলাই মাসে সচিন পাইলট এবং তাঁর ঘনিষ্ঠ 18 জন কংগ্রেস বিধায়ক মুখ্যমন্ত্রী অশোক গেহলতের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন । তাঁদের অন্যতম অভিযোগ ছিল, বেআইনিভাবে ফোন ট্যাপ । এই সংক্রান্ত বেশ কিছু অডিও ক্লিপ ও ফোনালাপও প্রকাশ্যে এসেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.