পটনা, 9 অগস্ট: মহারাষ্ট্রের পর এবার রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকতে চলেছে বিহার ৷ সেখানে মোদির সঙ্গ ছেড়ে বেরিয়ে এল নীতীশ কুমারের জেডিইউ ! রবিবার নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও ছিলেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ বিহারে এনডিএ জোট-সঙ্গীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে না-থাকা নিয়েউ শুরু হয় জল্পনা ৷ সূত্রের খবর, দিনকয়েক আগে কোভিড হয়েছিল নীতীশ কুমারের ৷ বর্তমানে তিনি সেরে উঠলেও শারীরিক কারণেই নীতি আয়োগের বৈঠকে আসেননি ৷ মঙ্গলের সকালে স্পষ্ট হল, মোদীর সঙ্গে নীতীশের দূরত্ব ৷ রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করতে চেয়েছে জেডিইউ প্রধান (Speculation rift over Mahagathbandhan Government as CM Nitish Kumar BJP split in air) ৷
মঙ্গলবার সকালে বিহারের দুই প্রধান বিরোধী পক্ষ জনতা দল (ইউনাইটেড) এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) আলাদা আলাদা করে বৈঠক সারে ৷ সকাল এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়িতে পৌঁছেছেন দলের সাংসদ, বিধায়ক এবং অন্যান্য নেতা-নেত্রীরা ৷ অন্যদিকে সার্কুলার রোডে লালুপ্রসাদ যাদবের বাড়িতে জড়ো হয়েছিলেন আরজেডি-র বিধায়কেরা ৷ সেখানে উপস্থিত ছিলেন বাম-কংগ্রেস বিধায়কেরাও ৷ কংগ্রেস বিধায়ক শাকিল আহমেদ খান জানিয়েও দিয়েছেন, মহাগঠবন্ধন (Mahagathbandhan) সরকার গড়লে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন ৷
সার্কুলার রোডে লালু-পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধনের বৈঠকও শেষ হয়েছে ৷ জানা গিয়েছে, বিহারে নতুন সরকার এলে আরজেডি-কংগ্রেস-বাম দলের বিধায়কেরা বিরোধী দলনেতার পাশে আছেন ৷ তাঁরা তাঁদের সমর্থনপত্র তুলে দিয়েছেন তেজস্বীর হাতে ৷ জেডিইউ বিজেপি ছেড়ে আরজেডি-র সঙ্গে নতুন সরকার গড়লে সেখানে তেজস্বী যাদবকে উপ-মুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছেন কংগ্রেস-বাম বিধায়কেরা ৷ পাশাপাশি স্বরাষ্ট্র দফতরের দায়িত্বও তাঁকে দেওয়া হোক, ইচ্ছে পদ্ম-বিরোধী শিবিরের ৷ এছাড়া বিধানসভায় স্পিকারের পদটিতেও আরজেডি-র কাউকে দেওয়ার কথা জানিয়েছেন মহাগঠবন্ধনের নেতারা ৷
আরও পড়ুন: মোদির নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে হাজির মমতা, নেই নীতীশ; বয়কট কেসিআর-এর
- জেডি(ইউ)-আরজেডি সংঘাত ?
শনিবার জেডি(ইউ)-এর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তথা নীতিশ কুমারের দু'দশকের বিশ্বস্ত আরসিপি সিং দল ছেড়েছেন এবং বিজেপিতে যোগ দেওয়ার হুমকিও দিয়েছেন ৷ এতে উত্তপ্ত পটনা ৷ যদিও তিনি গেলে দল ডুববে না, জানিয়েছেন জেডি(ইউ)-র সভাপতি লালন সিং ৷ দলে এই ফাটল ধরানোর জন্য বিজেপিকেই দায়ী করেছে জেডি(ইউ) ৷
অন্যদিকে রবিবার রাতে অর্থাৎ নীতি আয়োগের বৈঠকের দিনই নীতিশ কুমার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ যদিও ঠিক কী কথা হয়েছে, তা বাইরে আসেনি ৷ তবে সূত্রের কানাঘুষো, বিহারে নতুন সরকার গড়া নিয়েই কথা হয়েছে দুই প্রধানের মধ্যে ৷ বিহারে জেডি(ইউ)-এনডিএ জোট ভাঙার গুঞ্জন উসকে দিয়েছে এই ফোনালাপ ৷ জেডি(ইউ)-কংগ্রেস ফোনাফুনির পরেই আগামী দিনে কংগ্রেসের পদক্ষেপ কী হবে, তা ঠিক করতে পটনা কংগ্রেসের রাজ্য সভাপতি মদন মোহন ঝা এবং দলের পরিষদীয় নেতা অজিত শর্মা সাদাকত আশ্রমে কংগ্রেস বিধায়কদের ডাকেন ৷
- একনজরে বিহার সরকার:
বিহারে ডাবল ইঞ্জিন সরকারে মোট বিধায়ক সংখ্যা 127 ৷
বিজেপির আসন সংখ্যা - 77
জেডি(ইউ) - 45
হাম- 4
নির্দল - 1
- পদ্মকে বাদ দিয়ে সরকার গঠন হলে ?
মোট আসন - 163
আরজেডি - 79
জেডিইউ - 45
কংগ্রেস - 19
মালে - 12
সিপিআই - 2
সিপিএম- 1
নির্দল- 1
হম- 4
আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠকে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে সরব মমতা