ETV Bharat / bharat

BJP Leader Murder: বিজেপি নেতা খুন, ছত্তিশগড়-নির্বাচন ঘিরে মাওবাদী হামলার আশঙ্কা! - মাওবাদী

Maoist Violence Hangs over Chhattisgarh Polls: নির্বাচনী ইস্তেহার প্রকাশের পরই ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে খুন হলেন বিজেপি নেতা ৷ মঙ্গলবার এ রাজ্যে ভোট ৷ তার আগে ফের প্রশাসনের ঘুম উড়িয়ে নির্বাচনকে কেন্দ্র করে মাওবাদী হামলার আশঙ্কা ৷

BJP Leader Murder
বিজেপি নেতা খুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 1:55 PM IST

নারায়ণপুর (ছত্তিশগড়), 5 নভেম্বর: 7 নভেম্বর বিধানসভা নির্বাচন ৷ তার আগে মাওবাদী হামলার আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে ছত্তিশগড়কে ৷ এরই মধ্যে শনিবার রাজ্যে রক্ত ​​ঝরেছে । মাওবাদীদের হাতে নিহত হয়েছেন এক বিজেপি নেতা ৷ কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই মাওবাদী দমনে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ৷ তবে তা সত্ত্বেও উদ্বেগ বাড়াচ্ছে 2 কোটি 3 লক্ষ 93 হাজার 160 জন ভোটারের নিরাপত্তার বিষয়টি ৷ যারা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ৷ মাওবাদীরা ভোটমুখী রাজ্যে বিশেষ করে এর পশ্চিমাঞ্চলে জনগণ এবং রাজনীতিবিদদের ভয় দেখাচ্ছে বলে খবর ।

মাওবাদীরা এর আগে নির্বাচন বয়কট করার জন্য স্থানীয়দের কাছে আবেদন শুধু নয় , 'জনতানা সরকার' কে শক্তিশালী করছে ৷ এটি একটি স্ব-শাসিত সমান্তরাল সরকার, যা মাওবাদীরা নির্দিষ্ট কিছু জায়গায় প্রতিষ্ঠা করেছে । ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রতন দুবে শনিবার মাওবাদীদের হাতে খুন হন ৷ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় তাঁকে হত্যা করা হয় ৷ কেন্দ্রের মাওবাদী দমন করার প্রচেষ্টার উপর এই ঘটনাটি একটি আঘাত বলে মনে করা হচ্ছে ৷ মাওবাদীকে দমন করার বিশাল পরিকল্পনা থাকা সত্ত্বেও কেন্দ্র যেভাবে দাবি করেছিল, তা করতে ব্যর্থ হয়েছে বলে রাজনৈতিকমহলের মত ৷

3 নভেম্বর বিজেপি 'মোদি কি গ্যারান্টি 2023' শিরোনামে ভোটের ইস্তেহার প্রকাশ করেছে ৷ তার একদিন পরে এই হত্যাকাণ্ড ৷ ওই ইস্তেহারের মধ্যে বিবাহিত মহিলাদের বার্ষিক আর্থিক সহায়তা এবং দরিদ্র পরিবারকে 500 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া-সহ বেশ কয়েকটি প্রতিশ্রুতি রয়েছে । এই ইশতেহার প্রকাশ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বারবার আশ্বাস দিয়েছেন যে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে দেশে মাওবাদী সম্পূর্ণরূপে নির্মূল করা হবে । শাহ তাঁর দাবিকে প্রমাণ করার জন্য পরিসংখ্যানও তুলে ধরেন ।

আরও পড়ুন: নির্বাচনের 72 ঘণ্টা আগে ছত্তিশগড়ে বিজেপি নেতাকে খুন করল মাওবাদীরা

তিনি বলেন, "দেশে 2009 সালে মাওবাদী সংক্রান্ত 2 হাজার 258টি ঘটনা ঘটেছিল, যা 2021 সালে কমে 519-এ দাঁড়িয়েছে ।" তিনি মাওবাদীদের নিয়ন্ত্রণে বিজেপি 'সফল' বলে দাবি করেন এবং এর জন্য মোদি সরকারের দ্বৈত কৌশলকে কৃতিত্ব দেন তিনি । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কৌশলের কথা বলেছেন তার মধ্যে একটি হল, মাওবাদী-সংক্রমিত এলাকায় উন্নয়নমূলক কাজ করা ৷ এর পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ করা ।

নারায়ণপুর (ছত্তিশগড়), 5 নভেম্বর: 7 নভেম্বর বিধানসভা নির্বাচন ৷ তার আগে মাওবাদী হামলার আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে ছত্তিশগড়কে ৷ এরই মধ্যে শনিবার রাজ্যে রক্ত ​​ঝরেছে । মাওবাদীদের হাতে নিহত হয়েছেন এক বিজেপি নেতা ৷ কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই মাওবাদী দমনে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ৷ তবে তা সত্ত্বেও উদ্বেগ বাড়াচ্ছে 2 কোটি 3 লক্ষ 93 হাজার 160 জন ভোটারের নিরাপত্তার বিষয়টি ৷ যারা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ৷ মাওবাদীরা ভোটমুখী রাজ্যে বিশেষ করে এর পশ্চিমাঞ্চলে জনগণ এবং রাজনীতিবিদদের ভয় দেখাচ্ছে বলে খবর ।

মাওবাদীরা এর আগে নির্বাচন বয়কট করার জন্য স্থানীয়দের কাছে আবেদন শুধু নয় , 'জনতানা সরকার' কে শক্তিশালী করছে ৷ এটি একটি স্ব-শাসিত সমান্তরাল সরকার, যা মাওবাদীরা নির্দিষ্ট কিছু জায়গায় প্রতিষ্ঠা করেছে । ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রতন দুবে শনিবার মাওবাদীদের হাতে খুন হন ৷ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় তাঁকে হত্যা করা হয় ৷ কেন্দ্রের মাওবাদী দমন করার প্রচেষ্টার উপর এই ঘটনাটি একটি আঘাত বলে মনে করা হচ্ছে ৷ মাওবাদীকে দমন করার বিশাল পরিকল্পনা থাকা সত্ত্বেও কেন্দ্র যেভাবে দাবি করেছিল, তা করতে ব্যর্থ হয়েছে বলে রাজনৈতিকমহলের মত ৷

3 নভেম্বর বিজেপি 'মোদি কি গ্যারান্টি 2023' শিরোনামে ভোটের ইস্তেহার প্রকাশ করেছে ৷ তার একদিন পরে এই হত্যাকাণ্ড ৷ ওই ইস্তেহারের মধ্যে বিবাহিত মহিলাদের বার্ষিক আর্থিক সহায়তা এবং দরিদ্র পরিবারকে 500 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া-সহ বেশ কয়েকটি প্রতিশ্রুতি রয়েছে । এই ইশতেহার প্রকাশ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বারবার আশ্বাস দিয়েছেন যে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে দেশে মাওবাদী সম্পূর্ণরূপে নির্মূল করা হবে । শাহ তাঁর দাবিকে প্রমাণ করার জন্য পরিসংখ্যানও তুলে ধরেন ।

আরও পড়ুন: নির্বাচনের 72 ঘণ্টা আগে ছত্তিশগড়ে বিজেপি নেতাকে খুন করল মাওবাদীরা

তিনি বলেন, "দেশে 2009 সালে মাওবাদী সংক্রান্ত 2 হাজার 258টি ঘটনা ঘটেছিল, যা 2021 সালে কমে 519-এ দাঁড়িয়েছে ।" তিনি মাওবাদীদের নিয়ন্ত্রণে বিজেপি 'সফল' বলে দাবি করেন এবং এর জন্য মোদি সরকারের দ্বৈত কৌশলকে কৃতিত্ব দেন তিনি । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কৌশলের কথা বলেছেন তার মধ্যে একটি হল, মাওবাদী-সংক্রমিত এলাকায় উন্নয়নমূলক কাজ করা ৷ এর পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ করা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.