নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর : মহারাষ্ট্রের গড়চিরৌলিতে নরখাদক বাঘের খোঁজে অভিযানে স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্স এবং ব়্যাপিড রেসকিউ টিম ৷ জানা গিয়েছে, 15 জনকে ওই বাঘটি মেরে ফেলেছে ৷ তাই ওই বাঘের খোঁজে প্রায় রোজই জঙ্গলের মধ্যে 40 কিলোমিটার করে এলাকায় ঘুরতে হচ্ছে স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্সের সদস্যদের ৷
গড়চিরৌলির স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্সের সদস্য দিলীপ কৌশিক জানিয়েছেন, ‘‘এই অঞ্চলে অসংখ্য বাঘ রয়েছে ৷ আর তার মধ্যে নির্দিষ্ট একটি বাঘকে খুঁজে বের করা খুবই কঠিন ৷’’ পাশাপাশি ওই নরখাদক বাঘটিকে চিহ্নিত করতে প্রায় 150টি ক্যামেরা বসানো হয়েছে জঙ্গলে ৷ প্রসঙ্গত, বাঘ হত্যায় সম্প্রতি দেশের মধ্যে শীর্ষে থাকা রাজ্যগুলির মধ্যে অন্যতম মহারাষ্ট্র ৷ যেখানে দাবি করা হয়েছে বাঘের হানায় মানুষের মৃত্যু হয়েছে ৷
আরও পড়ুন : Tiger widows : বাঘ বিধবাদের পাশে বাউল শিল্পী
তবে, এ নিয়ে নানান বিতর্ক রয়েছে ৷ বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে, ব্যবসায়ীক স্বার্থে মহারাষ্ট্রের জঙ্গলে মানুষের উপর হামলার দাবি করে বাঘের হত্যা করা হচ্ছে ৷ প্রসঙ্গত, শেষ ন’মাসে মহারাষ্ট্রে নাকি 57 জনের মৃত্যু হয়েছে বাঘ এবং চিতা বাঘের হানায় ৷ যার মধ্যে 41 জনের মৃত্যু হয়েছে বাঘের হানায়, 11 জনের মৃত্যু হয়েছে চিতা বাঘের হানায়, 4 জনের মৃত্যু হয়েছে বন্য শূকরের হামলায় এবং একজন হাতির হানায় মারা গিয়েছে বলে দাবি করা হয়েছে ৷ আর এর অধিকাংশ অভিযোগই এসেছে মহারাষ্ট্রের চন্দ্রপুর এবং গড়চিরৌলি জেলা থেকে ৷
আরও পড়ুন : মাছ ধরতে গিয়ে বাঘের হানা, মৃত 1 মৎস্যজীবী