নয়াদিল্লি, 19 মার্চ: রাহুল গান্ধির বাড়িতে পৌঁছল পুলিশের একটি বিশেষ দল ৷ এর আগে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল ৷ কিন্তু তিনি সময়মতো উপস্থিত না-হওয়ায় রবিবার সকালে রাজধানীতে তাঁর বাড়ি গেলেন আইন ও শৃঙ্খলার স্পেশাল পুলিশ কমিশনার সাগর প্রীত হুডা নিজেই ৷ 12 নম্বর তুঘলক লেনের বাড়ি পুলিশে ছয়লাপ হয়ে যায় ৷ ভারত জোড়ো যাত্রায় জম্মু-কাশ্মীরে পৌঁছে রাহুলের ধর্ষণ সংক্রান্ত একটি মন্তব্য নিয়ে তাঁকে দিল্লি পুলিশ নোটিশ পাঠিয়েছিল (Delhi Police on Sunday reached the residence of Congress leader Rahul Gandhi) ৷ এদিকে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Congress leader Jairam Ramesh) ৷ তিনি বলেন, "ভারত জোড়ো যাত্রা শেষ হয়েছে 45 দিন আগে ৷ এতদিন পর তারা জিজ্ঞাসা করতে যাচ্ছে কেন ? এতটাই দুশ্চিন্তা হলে ফেব্রুয়ারি মাসে রাহুলের সঙ্গে দেখা করলেন না কেন ? তাঁর আইনজীবীরা আইন অনুযায়ী এর উত্তর দেবে ৷"
পুলিশ আধিকারিক সাগর প্রীত হুডা রাহুলের সঙ্গে দেখা করে বের হলে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন ৷ সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "রাহুল গান্ধির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে ৷ তিনি কিছুটা সময় চেয়েছেন ৷ আমরা যে তথ্য চেয়েছি, তা দেবেন বলে জানিয়েছেন ৷ আমরা আজ তাঁকে একটি নোটিশ পাঠিয়েছি ৷ সেটি তাঁর অফিস গ্রহণ করেছে ৷ যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে তা করা হবে ৷"
-
Delhi | Special CP (L&O) Sagar Preet Hooda arrives at the residence of Congress MP Rahul Gandhi in connection with the notice that was served to him by police to seek information on the 'sexual harassment' victims that he mentioned in his speech during the Bharat Jodo Yatra. pic.twitter.com/WCAKxLdtZJ
— ANI (@ANI) March 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi | Special CP (L&O) Sagar Preet Hooda arrives at the residence of Congress MP Rahul Gandhi in connection with the notice that was served to him by police to seek information on the 'sexual harassment' victims that he mentioned in his speech during the Bharat Jodo Yatra. pic.twitter.com/WCAKxLdtZJ
— ANI (@ANI) March 19, 2023Delhi | Special CP (L&O) Sagar Preet Hooda arrives at the residence of Congress MP Rahul Gandhi in connection with the notice that was served to him by police to seek information on the 'sexual harassment' victims that he mentioned in his speech during the Bharat Jodo Yatra. pic.twitter.com/WCAKxLdtZJ
— ANI (@ANI) March 19, 2023
গত 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুর হয় ৷ এবছরের জানুয়ারি মাসের শেষে জম্মু-কাশ্মীরে কংগ্রেসের এই মহামিছিল শেষ হয় ৷ উপত্যকায় পৌঁছে কংগ্রেস নেতা-সাংসদ জানিয়েছিলেন, সেখানে তাঁর কাছে এক মহিলা এসে জানিয়েছিলেন তাঁকে ধর্ষণ করা হয়েছে ৷ কাশ্মীরে দাঁড়িয়ে রাহুল মন্তব্য করেন, "মহিলাদের উপর এখনও যৌন হেনস্থা চালানো হচ্ছে (“women are still being sexually assaulted”) ৷"
রবিবার সকালে রাজধানীতে তাঁর বাড়িতে (12, Tughlaq Lane residence) পৌঁছন স্পেশাল পুলিশ কমিশনার এসপি হুডা (Special CP (L&O) SP Hooda) ৷ সেখানে সাংবাদিকদের তিনি বলেন, "30 জানুয়ারি শ্রীনগরে রাহুল গান্ধি একটি বিবৃতি দেন ৷ সেখানে তিনি জানান, ভারত জোড়ো যাত্রায় তাঁর সঙ্গে অনেক মহিলার সাক্ষাৎ হয়েছে ৷ এই মহিলারা তাঁকে জানিয়েছেন, তাঁদের ধর্ষণ করা হয়েছে ৷ আমরা রাহুল গান্ধির কাছ থেকে সেই সব নির্যাতিতা মহিলাদের সম্পর্কে বিস্তারিত জানতে চাই ৷ আজ আমরা এখানে তাঁর সঙ্গে কথা বলতে এসেছি ৷ যাতে ওই মহিলারা ন্যায় বিচার পান ৷" সামাজিক মাধ্যমে রাহুলের মহিলাদের ধর্ষণ সম্পর্কিত বক্তব্য ছড়িয়ে পড়ে ৷ এরপর দিল্লি পুলিশ তাঁকে সমন পাঠায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা স্বতঃপ্রণোদিত ভাবে এই পদক্ষেপ করেছে ৷
আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার সাফল্যে খুশি কংগ্রেস, কিন্তু এরপর কী ?