নয়া দিল্লি, 22 অগস্ট : নিজেদের দেশে ফিরতে মরিয়া আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়রা ৷ আফগানিস্তান থেকে দেশে ফেরাতে বিদেশ মন্ত্রকের তরফে বিশেষ সেল খোলা হয়েছিল ৷ সেখানে যুদ্ধ-বিধ্বস্ত দেশটি থেকে 5 দিনে 2000টা ফোন এসেছে, জানাল বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) একটি সূত্র ৷
আফগানিস্তানে শাসনতন্ত্র ভেঙে পড়ার পরে সেখানে ভারতীয় দূতাবাস (Indian Embassy) থেকে রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারি আধিকারিকদের ফিরিয়ে আনা হয়েছিল ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) সেখানে থাকা ভারতীয়দের যোগাযোগের জন্য বিশেষ সেলের কথা জানিয়ে টুইট করেন ৷ দফায় দফায় ভারতীয় বায়ুসেনার বিমানে নাগরিকদের দেশে ফেরানোর কাজ চলছে ৷
আরও পড়ুন : MP Narender Singh Khalsa : সব শেষ হয়ে গিয়েছে, ছলছল চোখে জানালেন আফগান সাংসদ
-
We urge all Indian nationals in Afghanistan requiring assistance to contact our Special Afghanistan Cell immediately, if not done so already.
— Arindam Bagchi (@MEAIndia) August 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Contact details ⬇️ https://t.co/82ytF53WKK
">We urge all Indian nationals in Afghanistan requiring assistance to contact our Special Afghanistan Cell immediately, if not done so already.
— Arindam Bagchi (@MEAIndia) August 19, 2021
Contact details ⬇️ https://t.co/82ytF53WKKWe urge all Indian nationals in Afghanistan requiring assistance to contact our Special Afghanistan Cell immediately, if not done so already.
— Arindam Bagchi (@MEAIndia) August 19, 2021
Contact details ⬇️ https://t.co/82ytF53WKK
সূত্রে জানা গিয়েছে, বিদেশ মন্ত্রকের বিশেষ সেলে গত 5 দিনে 2 হাজার ফোন এসেছে ৷ বিদেশ মন্ত্রকের তরফে হোয়্যাটসঅ্যাপে (WhatsApp) প্রায় 6 হাজার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ৷ আর 1 হাজার 200-রও বেশি সংখ্যক মেলের উত্তর পাঠানো হয়েছে ৷
আজ সকালে কাবুল থেকে গাজিয়াবাদের (Ghaziabad) হিন্ডন এয়ারবেসে (Hindon Airbase) ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) একটি বিমানে 168 জনকে নিয়ে আসা হয়েছে ৷ যাদের মধ্যে 107 জন ভারতীয় নাগরিক ৷ আফগান-ফেরত যাত্রীদের আপাতত কোভিডের আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা করা হবে ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা মানুষদের নিয়ে আসতে প্রতিদিন ভারত থেকে কাবুলে দু'টি বিমান যাচ্ছে ৷