ETV Bharat / bharat

Afghanistan Crisis : আফগানিস্তান থেকে ফিরতে বিদেশ মন্ত্রকের বিশেষ সেলে 5 দিনে 2000 ফোন ! - Arindam Bagchi

কাবুল দখলের পর সমগ্র আফগানিস্তানের পরিস্থিতি দিনে দিনে আরও খারাপ হচ্ছে ৷ আফগানবাসীরা দেশ ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছেন ৷ একই অবস্থা অন্য দেশের নাগরিকদেরও ৷ তারই প্রমাণ মিলল বিদেশ মন্ত্রকের বিশেষ সেলে আসা ফোনকলের সংখ্যায় ৷

তালিবানের দখলে আফগানিস্তান
তালিবানের দখলে আফগানিস্তান
author img

By

Published : Aug 22, 2021, 1:58 PM IST

নয়া দিল্লি, 22 অগস্ট : নিজেদের দেশে ফিরতে মরিয়া আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়রা ৷ আফগানিস্তান থেকে দেশে ফেরাতে বিদেশ মন্ত্রকের তরফে বিশেষ সেল খোলা হয়েছিল ৷ সেখানে যুদ্ধ-বিধ্বস্ত দেশটি থেকে 5 দিনে 2000টা ফোন এসেছে, জানাল বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) একটি সূত্র ৷

আফগানিস্তানে শাসনতন্ত্র ভেঙে পড়ার পরে সেখানে ভারতীয় দূতাবাস (Indian Embassy) থেকে রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারি আধিকারিকদের ফিরিয়ে আনা হয়েছিল ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) সেখানে থাকা ভারতীয়দের যোগাযোগের জন্য বিশেষ সেলের কথা জানিয়ে টুইট করেন ৷ দফায় দফায় ভারতীয় বায়ুসেনার বিমানে নাগরিকদের দেশে ফেরানোর কাজ চলছে ৷

আরও পড়ুন : MP Narender Singh Khalsa : সব শেষ হয়ে গিয়েছে, ছলছল চোখে জানালেন আফগান সাংসদ

সূত্রে জানা গিয়েছে, বিদেশ মন্ত্রকের বিশেষ সেলে গত 5 দিনে 2 হাজার ফোন এসেছে ৷ বিদেশ মন্ত্রকের তরফে হোয়্যাটসঅ্যাপে (WhatsApp) প্রায় 6 হাজার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ৷ আর 1 হাজার 200-রও বেশি সংখ্যক মেলের উত্তর পাঠানো হয়েছে ৷

আজ সকালে কাবুল থেকে গাজিয়াবাদের (Ghaziabad) হিন্ডন এয়ারবেসে (Hindon Airbase) ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) একটি বিমানে 168 জনকে নিয়ে আসা হয়েছে ৷ যাদের মধ্যে 107 জন ভারতীয় নাগরিক ৷ আফগান-ফেরত যাত্রীদের আপাতত কোভিডের আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা করা হবে ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা মানুষদের নিয়ে আসতে প্রতিদিন ভারত থেকে কাবুলে দু'টি বিমান যাচ্ছে ৷

নয়া দিল্লি, 22 অগস্ট : নিজেদের দেশে ফিরতে মরিয়া আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়রা ৷ আফগানিস্তান থেকে দেশে ফেরাতে বিদেশ মন্ত্রকের তরফে বিশেষ সেল খোলা হয়েছিল ৷ সেখানে যুদ্ধ-বিধ্বস্ত দেশটি থেকে 5 দিনে 2000টা ফোন এসেছে, জানাল বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) একটি সূত্র ৷

আফগানিস্তানে শাসনতন্ত্র ভেঙে পড়ার পরে সেখানে ভারতীয় দূতাবাস (Indian Embassy) থেকে রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারি আধিকারিকদের ফিরিয়ে আনা হয়েছিল ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) সেখানে থাকা ভারতীয়দের যোগাযোগের জন্য বিশেষ সেলের কথা জানিয়ে টুইট করেন ৷ দফায় দফায় ভারতীয় বায়ুসেনার বিমানে নাগরিকদের দেশে ফেরানোর কাজ চলছে ৷

আরও পড়ুন : MP Narender Singh Khalsa : সব শেষ হয়ে গিয়েছে, ছলছল চোখে জানালেন আফগান সাংসদ

সূত্রে জানা গিয়েছে, বিদেশ মন্ত্রকের বিশেষ সেলে গত 5 দিনে 2 হাজার ফোন এসেছে ৷ বিদেশ মন্ত্রকের তরফে হোয়্যাটসঅ্যাপে (WhatsApp) প্রায় 6 হাজার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ৷ আর 1 হাজার 200-রও বেশি সংখ্যক মেলের উত্তর পাঠানো হয়েছে ৷

আজ সকালে কাবুল থেকে গাজিয়াবাদের (Ghaziabad) হিন্ডন এয়ারবেসে (Hindon Airbase) ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) একটি বিমানে 168 জনকে নিয়ে আসা হয়েছে ৷ যাদের মধ্যে 107 জন ভারতীয় নাগরিক ৷ আফগান-ফেরত যাত্রীদের আপাতত কোভিডের আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা করা হবে ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা মানুষদের নিয়ে আসতে প্রতিদিন ভারত থেকে কাবুলে দু'টি বিমান যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.