ETV Bharat / bharat

Woman Assaulted in Ahmedabad: চুলের মুঠি ধরে মার! মহিলাকে নির্মম অত্যাচার স্পা ম্যানেজারের; ভিডিয়ো ভাইরাল - spa managers savage assault on woman

আহমেদাবাদ মহিলাকে নির্মমভাবে মারধর স্পা ম্যানেজারের ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই তদন্তে নেমেছে পুলিশ ৷

Woman Assaulted in Ahmedabad
মহিলাকে বেধড়ক মারধর স্পা ম্যানেজারে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 11:01 AM IST

Updated : Sep 28, 2023, 11:19 AM IST

আহমেদাবাদ, 28 সেপ্টেম্বর: প্রথমে চুলের মুঠি ধরে টান ৷ তারপর ছিঁড়ে দেওয়া হল পোশাক ৷ আরও পরে একটা জুতো পর্যন্ত ছুড়ে ফেলে দেওয়া হল রাস্তায় ৷ আমেদাবাদে স্পা-এর বাইরে মহিলাকে এমনই নির্মমভাবে মারধর করতে দেখা গেল ম্যানেজারকে ৷ সম্পূর্ণ ঘটনাটি দাঁড়িয়ে দেখলেন নিরাপত্তারক্ষী ৷ চার মিনিটের এই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ তা দেখে রাগে ফেটে পড়ছে নেটিজেনেরা ৷ পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরই তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনাটি আমেদাবাদের ৷ চার মিনিটের ভিডিয়োতে স্পা ম্যানেজারকে এক মহিলার উপর এভাবেই নির্বিচারে অত্যাচার করতে দেখা গিয়েছে । আহমেদাবাদের সিন্ধু ভবন রোডে একটি স্পা-এর বাইরের সিসিডটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়ে । ওই ফুটেজে দেখা যাচ্ছে, ম্যানেজার মহসিন এক মহিলার চুল ধরে টেনে তাঁকে বেধড়ক মারধর করছেন ৷ এমনকী তাঁর জামাকাপড় ছিঁড়ে দিচ্ছেন। এই ভিডিয়ো সামনে আসার পর বোদকদেব থানার পুলিশ ঘটনার তদন্ত নামে ।

জানা গিয়েছে, স্পা ম্যানেজারের সঙ্গে প্রথমে মহিলার ঝগড়া বাঁধে ৷ এরপর মহিলার হাত ধরে তাঁকে বেদম মারতে দেখা যায় অভিযুক্তকে । ওই ক্ষুব্ধ মহিলা এর প্রতিবাদ করেন এবং তাড়াহুড়ো করে ওই জায়গা থেকে চলে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু মহসিন তাঁকে সেখান থেকে যেতে দেন না ৷ তিনি সেসময় একাধিকবার ওই মহিলাকে তাড়া করেন। তাতেও ক্ষান্ত না হয়ে মহিলাকে আবারও মারধর করেন মহসিন ৷ এতেও সন্তুষ্ট হয়নি অভিযুক্ত, এরপর তিনি মহিলার একটি জুতো রাস্তার একপাশে ফেলে দেন এবং তাঁকে চুল ধরে টেনে নিয়ে এসে আবার মারতে থাকেন ৷

আরও পড়ুন: টাকা পাইয়ে দেওয়ার নামে যৌন নিগ্রহ ! মহিলার অভিযোগে ‘ক্লোজ’ পুলিশকর্তা

ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন নিরাপত্তারক্ষী ৷ তিনি মহিলাকে সাহায্য করতে এগিয়ে তো আসেননি। বরং দূর থেকেই দাঁড়িয়ে তিনি মহিলাকে মারধর করতে দেখছিলেন । এই সমস্ত ঘটনাই ধরা পড়েছে স্পায়ের বাইরে থাকা সিসিটিভিতে ৷ বোদকদেব থানার অফিসার এআর ধাওয়ান জানিয়েছেন, পুলিশ ভিডিয়োটি হাতে পেয়েছে এবং অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে ।

আহমেদাবাদ, 28 সেপ্টেম্বর: প্রথমে চুলের মুঠি ধরে টান ৷ তারপর ছিঁড়ে দেওয়া হল পোশাক ৷ আরও পরে একটা জুতো পর্যন্ত ছুড়ে ফেলে দেওয়া হল রাস্তায় ৷ আমেদাবাদে স্পা-এর বাইরে মহিলাকে এমনই নির্মমভাবে মারধর করতে দেখা গেল ম্যানেজারকে ৷ সম্পূর্ণ ঘটনাটি দাঁড়িয়ে দেখলেন নিরাপত্তারক্ষী ৷ চার মিনিটের এই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ তা দেখে রাগে ফেটে পড়ছে নেটিজেনেরা ৷ পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরই তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনাটি আমেদাবাদের ৷ চার মিনিটের ভিডিয়োতে স্পা ম্যানেজারকে এক মহিলার উপর এভাবেই নির্বিচারে অত্যাচার করতে দেখা গিয়েছে । আহমেদাবাদের সিন্ধু ভবন রোডে একটি স্পা-এর বাইরের সিসিডটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়ে । ওই ফুটেজে দেখা যাচ্ছে, ম্যানেজার মহসিন এক মহিলার চুল ধরে টেনে তাঁকে বেধড়ক মারধর করছেন ৷ এমনকী তাঁর জামাকাপড় ছিঁড়ে দিচ্ছেন। এই ভিডিয়ো সামনে আসার পর বোদকদেব থানার পুলিশ ঘটনার তদন্ত নামে ।

জানা গিয়েছে, স্পা ম্যানেজারের সঙ্গে প্রথমে মহিলার ঝগড়া বাঁধে ৷ এরপর মহিলার হাত ধরে তাঁকে বেদম মারতে দেখা যায় অভিযুক্তকে । ওই ক্ষুব্ধ মহিলা এর প্রতিবাদ করেন এবং তাড়াহুড়ো করে ওই জায়গা থেকে চলে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু মহসিন তাঁকে সেখান থেকে যেতে দেন না ৷ তিনি সেসময় একাধিকবার ওই মহিলাকে তাড়া করেন। তাতেও ক্ষান্ত না হয়ে মহিলাকে আবারও মারধর করেন মহসিন ৷ এতেও সন্তুষ্ট হয়নি অভিযুক্ত, এরপর তিনি মহিলার একটি জুতো রাস্তার একপাশে ফেলে দেন এবং তাঁকে চুল ধরে টেনে নিয়ে এসে আবার মারতে থাকেন ৷

আরও পড়ুন: টাকা পাইয়ে দেওয়ার নামে যৌন নিগ্রহ ! মহিলার অভিযোগে ‘ক্লোজ’ পুলিশকর্তা

ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন নিরাপত্তারক্ষী ৷ তিনি মহিলাকে সাহায্য করতে এগিয়ে তো আসেননি। বরং দূর থেকেই দাঁড়িয়ে তিনি মহিলাকে মারধর করতে দেখছিলেন । এই সমস্ত ঘটনাই ধরা পড়েছে স্পায়ের বাইরে থাকা সিসিটিভিতে ৷ বোদকদেব থানার অফিসার এআর ধাওয়ান জানিয়েছেন, পুলিশ ভিডিয়োটি হাতে পেয়েছে এবং অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে ।

Last Updated : Sep 28, 2023, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.