ETV Bharat / bharat

MoU Signed to Translocate Cheetahs: ফেব্রুয়ারিতে কুনোয় আসছে আরও 12 চিতা, মউ স্বাক্ষর ভারত-দক্ষিণ আফ্রিকার - ভারত এবং দক্ষিণ আফ্রিকার মউ চুক্তি স্বাক্ষর

ফেব্রুয়ারিতে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) আসছে আরও 12টি চিতা (MoU Signed to Translocate Cheetahs)৷ এই নিয়ে মউ স্বাক্ষরিত হল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৷

Cheetah ETV bharat
চিতা
author img

By

Published : Jan 27, 2023, 7:59 PM IST

জোহানেসবার্গ/নয়াদিল্লি, 27 জানুয়ারি: আফ্রিকান দেশ থেকে এক ডজন চিতা ভারতে আনার জন্য মউ চুক্তি স্বাক্ষর (MoU Signed to Translocate Cheetahs) করল ভারত এবং দক্ষিণ আফ্রিকা ৷ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানেই (Kuno National Park) তাদের আগমন ঘটবে ৷ এই ধরনের আটটি চিতাকে আগেই নামিবিয়া থেকে সেখানে আনা হয়েছিল ৷

চিতা শেষ ভারতে দেখা যায় 1948 সালে: বিশ্বের 7,000 চিতার বেশিরভাগই দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং বতসোয়ানায় বাস করে । নামিবিয়াতে চিতার সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি । চিতাই একমাত্র বড় মাংসাশী যা ভারত থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মূলত অতিরিক্ত শিকার এবং আবাসস্থলের ক্ষতির কারণে । 1948 সালে ছত্তীসগড়ের কোরিয়া জেলার শাল বনে শেষ দেখা যাওয়া চিতার মৃত্যু হয় ৷

ফেব্রুয়ারিতে কুনোয় আসছে আরও 12 চিতা: দুই দেশের মধ্যে মউ চুক্তিতে বলা হয়েছে, 12টি চিতাকে প্রাথমিক ব্যাচে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে উড়িয়ে আনার কথা রয়েছে । 2022 সালে দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী নামিবিয়া থেকে ভারতে আনা আটটি চিতার সঙ্গে থাকবে সেই চিতাগুলি ৷ ভারতের পরিবেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, "ফেব্রুয়ারিতে 12টি চিতা আমদানির পর আগামী আট থেকে 10 বছর ধরে বার্ষিক আরও 12টি করে চিতা স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে ৷ মউ চুক্তির শর্তাবলী প্রতি পাঁচ বছর পর পর পর্যালোচনা করা হবে যাতে এটি প্রাসঙ্গিক থাকে ৷"

আরও পড়ুন: মাত্র চার মাস ! কুনোয় অসুস্থ নামিবিয়ার মেয়ে চিতা 'শাসা'

দক্ষিণ আফ্রিকার বনবিদ্যা, মৎস্য ও পরিবেশ বিভাগ (ডিএফএফই) দ্বারা জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে, গত শতাব্দীতে অতি শিকার এবং আবাসস্থল হারানোর কারণে এই প্রজাতির স্থানীয় বিলুপ্তির পরে একটি প্রাক্তন পরিসরের রাজ্যে চিতাকে পুনরায় প্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে । ভারত সরকারের কাছ থেকে প্রাপ্ত অনুরোধ অনুসরণ করে এই কাজ করা হচ্ছে বলে জানানো হয় ।

আসছে সাতটি পুরুষ ও পাঁচটি মহিলা চিতা: চুক্তিটি গত সপ্তাহে স্বাক্ষরিত হয়েছিল এবং সাতটি পুরুষ ও পাঁচটি মহিলা চিতা 15 ফেব্রুয়ারির মধ্যে কুনোতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে ৷ শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের একজন শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন । চিতা পুনঃপ্রবর্তন কর্মসূচির অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের 17 সেপ্টেম্বর তাঁর 72তম জন্মদিনে নামিবিয়া থেকে আটটি চিতাকে আনিয়ে কুনোতে একটি কোয়ারেন্টাইন এনক্লোজারে ছেড়ে দেন ৷ সেই ব্যাচে ছিল পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ চিতা ৷

জোহানেসবার্গ/নয়াদিল্লি, 27 জানুয়ারি: আফ্রিকান দেশ থেকে এক ডজন চিতা ভারতে আনার জন্য মউ চুক্তি স্বাক্ষর (MoU Signed to Translocate Cheetahs) করল ভারত এবং দক্ষিণ আফ্রিকা ৷ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানেই (Kuno National Park) তাদের আগমন ঘটবে ৷ এই ধরনের আটটি চিতাকে আগেই নামিবিয়া থেকে সেখানে আনা হয়েছিল ৷

চিতা শেষ ভারতে দেখা যায় 1948 সালে: বিশ্বের 7,000 চিতার বেশিরভাগই দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং বতসোয়ানায় বাস করে । নামিবিয়াতে চিতার সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি । চিতাই একমাত্র বড় মাংসাশী যা ভারত থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মূলত অতিরিক্ত শিকার এবং আবাসস্থলের ক্ষতির কারণে । 1948 সালে ছত্তীসগড়ের কোরিয়া জেলার শাল বনে শেষ দেখা যাওয়া চিতার মৃত্যু হয় ৷

ফেব্রুয়ারিতে কুনোয় আসছে আরও 12 চিতা: দুই দেশের মধ্যে মউ চুক্তিতে বলা হয়েছে, 12টি চিতাকে প্রাথমিক ব্যাচে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে উড়িয়ে আনার কথা রয়েছে । 2022 সালে দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী নামিবিয়া থেকে ভারতে আনা আটটি চিতার সঙ্গে থাকবে সেই চিতাগুলি ৷ ভারতের পরিবেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, "ফেব্রুয়ারিতে 12টি চিতা আমদানির পর আগামী আট থেকে 10 বছর ধরে বার্ষিক আরও 12টি করে চিতা স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে ৷ মউ চুক্তির শর্তাবলী প্রতি পাঁচ বছর পর পর পর্যালোচনা করা হবে যাতে এটি প্রাসঙ্গিক থাকে ৷"

আরও পড়ুন: মাত্র চার মাস ! কুনোয় অসুস্থ নামিবিয়ার মেয়ে চিতা 'শাসা'

দক্ষিণ আফ্রিকার বনবিদ্যা, মৎস্য ও পরিবেশ বিভাগ (ডিএফএফই) দ্বারা জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে, গত শতাব্দীতে অতি শিকার এবং আবাসস্থল হারানোর কারণে এই প্রজাতির স্থানীয় বিলুপ্তির পরে একটি প্রাক্তন পরিসরের রাজ্যে চিতাকে পুনরায় প্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে । ভারত সরকারের কাছ থেকে প্রাপ্ত অনুরোধ অনুসরণ করে এই কাজ করা হচ্ছে বলে জানানো হয় ।

আসছে সাতটি পুরুষ ও পাঁচটি মহিলা চিতা: চুক্তিটি গত সপ্তাহে স্বাক্ষরিত হয়েছিল এবং সাতটি পুরুষ ও পাঁচটি মহিলা চিতা 15 ফেব্রুয়ারির মধ্যে কুনোতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে ৷ শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের একজন শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন । চিতা পুনঃপ্রবর্তন কর্মসূচির অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের 17 সেপ্টেম্বর তাঁর 72তম জন্মদিনে নামিবিয়া থেকে আটটি চিতাকে আনিয়ে কুনোতে একটি কোয়ারেন্টাইন এনক্লোজারে ছেড়ে দেন ৷ সেই ব্যাচে ছিল পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ চিতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.