ETV Bharat / bharat

Karnataka CM Turmoil: কর্ণাটকে মিলল সমাধান সূত্র, উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার ? - প্রাক্তন মুখ্য়মন্ত্রী সিদ্ধারামাইয়া

13 মে বিজেপির সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েছে কংগ্রেস ৷ তবে যুদ্ধ যেন শেষ হয়েও শেষ হয়নি ৷ এখন যুদ্ধ দলের অন্দরে ৷ প্রদেশ সভাপতি শিবকুমার এবং প্রাক্তন মুখ্য়মন্ত্রী সিদ্ধারামাইয়ার মধ্যে কে মুখ্যমন্ত্রী হবেন, আর কে উপ-মুখ্যমন্ত্রী ? এ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।

Karnataka CM
কর্ণাটকের মুখ্যমন্ত্রী
author img

By

Published : May 18, 2023, 8:22 AM IST

Updated : May 18, 2023, 9:00 AM IST

নয়াদিল্লি, 18 মে: কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে ? দেশের রাজনীতিতে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷ কংগ্রেসের বিপুল জয়ের পর চারদিন কেটে গিয়েছে ৷ তবু মুখ্যমন্ত্রীর নাম সামনে আসেনি ৷ তবে এবার বোধহয় সমাধান সূত্র মিলেছে ৷ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাত পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে নিয়ে বৈঠক হয়েছে ৷ তাতে শেষমেশ ডিকে শিবকুমারকে রাজি করানো গিয়েছে ৷ প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী হতে পারেন ৷ আর কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি শিবকুমার, উপ-মুখ্যমন্ত্রী ৷

20 মে শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলেও জানা গিয়েছে ৷ আজ সন্ধ্যা 7টায় বেঙ্গালুরুতে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা ৷ হয়ত তারপরই আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করবে কর্ণাটক কংগ্রেস ৷ 13 মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে কংগ্রেস 135টি আসনে জয়ী হয় ৷ শোনা গিয়েছিল 18 মে, বৃহস্পতিবার রাজ্যে সরকার গড়বে কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ৷ তা আর হয়ে ওঠেনি ৷ সিদ্ধারামাইয়া না শিবকুমার- এ নিয়ে দলের অন্দরের মতানৈক্য চলতে থাকে ৷

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করার দায় বর্তায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপর ৷ এরপর রাহুল গান্ধি-সহ দলের অন্য শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদানের মাধ্যমে মুখ্যমন্ত্রী বাছাই হবে ৷ সেই অনুযায়ী কর্ণাটকের বিধায়করা তাঁদের পছন্দের প্রার্থীর জন্য গোপন ব্যালটে ভোট দেন ৷ ফলাফল অবশ্য সামনে আসেনি ৷ বলা ভালো, এই ভোটের ফলাফলের কোনও প্রভাব মুখ্যমন্ত্রী নির্বাচনে পড়েনি ৷

ডি কে শিবকুমার ও সিদ্ধারামাইয়ার মধ্যে কে মুখ্যমন্ত্রী হবেন- সেই টানাপোড়েন চলতেই থাকে ৷ কর্ণাটকের দুই হেভিওয়েট নেতা দিল্লি যান ৷ সেখানে দফায় দফায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধির সঙ্গে দেখা করেন ৷ দলের শীর্ষ নেতৃত্বরা বৈঠক করেন ৷ চারদিনে অনিশ্চয়তা আরও বাড়তে থাকে ৷ এর সুযোগ নিতে ছাড়েনি বিরোধী বিজেপি শিবির ৷

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হয়নি ৷ তবে মুখ্যমন্ত্রিত্বের তালিকায় প্রথম নাম ছিল ডি কে শিবকুমারের ৷ এদিকে প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াও কর্ণাটকের মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি নন ৷ তিনি বলেই দিয়েছেন, এটাই তাঁর শেষবার নির্বাচনে অংশগ্রহণ ৷ তাই জয় মিললেও পাশাপাশি দোলাচল তৈরি হয় দক্ষিণের এই রাজ্যে ৷ উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া লিঙ্গায়ত সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় ৷ এদিকে কর্ণাটকের প্রদেশ কংগ্রেসের গঠন ও দলের জয়ের নেপথ্যে ডিকে শিবকুমারের ভূমিকাও গুরুত্বপূর্ণ ৷ তিনি ভোক্কালিগা সম্প্রদায়ের নেতা ৷ শেষমেশ হয়ত বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রিত্ব নিয়ে চলা এই নাটকে যবনিকা পতন হতে চলেছে ।

আরও পড়ুন: কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সিদ্দারামাইয়া, বৃহস্পতিতে বেঙ্গালুরুতে শপথ

নয়াদিল্লি, 18 মে: কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে ? দেশের রাজনীতিতে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷ কংগ্রেসের বিপুল জয়ের পর চারদিন কেটে গিয়েছে ৷ তবু মুখ্যমন্ত্রীর নাম সামনে আসেনি ৷ তবে এবার বোধহয় সমাধান সূত্র মিলেছে ৷ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাত পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে নিয়ে বৈঠক হয়েছে ৷ তাতে শেষমেশ ডিকে শিবকুমারকে রাজি করানো গিয়েছে ৷ প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী হতে পারেন ৷ আর কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি শিবকুমার, উপ-মুখ্যমন্ত্রী ৷

20 মে শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলেও জানা গিয়েছে ৷ আজ সন্ধ্যা 7টায় বেঙ্গালুরুতে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা ৷ হয়ত তারপরই আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করবে কর্ণাটক কংগ্রেস ৷ 13 মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে কংগ্রেস 135টি আসনে জয়ী হয় ৷ শোনা গিয়েছিল 18 মে, বৃহস্পতিবার রাজ্যে সরকার গড়বে কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ৷ তা আর হয়ে ওঠেনি ৷ সিদ্ধারামাইয়া না শিবকুমার- এ নিয়ে দলের অন্দরের মতানৈক্য চলতে থাকে ৷

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করার দায় বর্তায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপর ৷ এরপর রাহুল গান্ধি-সহ দলের অন্য শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদানের মাধ্যমে মুখ্যমন্ত্রী বাছাই হবে ৷ সেই অনুযায়ী কর্ণাটকের বিধায়করা তাঁদের পছন্দের প্রার্থীর জন্য গোপন ব্যালটে ভোট দেন ৷ ফলাফল অবশ্য সামনে আসেনি ৷ বলা ভালো, এই ভোটের ফলাফলের কোনও প্রভাব মুখ্যমন্ত্রী নির্বাচনে পড়েনি ৷

ডি কে শিবকুমার ও সিদ্ধারামাইয়ার মধ্যে কে মুখ্যমন্ত্রী হবেন- সেই টানাপোড়েন চলতেই থাকে ৷ কর্ণাটকের দুই হেভিওয়েট নেতা দিল্লি যান ৷ সেখানে দফায় দফায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধির সঙ্গে দেখা করেন ৷ দলের শীর্ষ নেতৃত্বরা বৈঠক করেন ৷ চারদিনে অনিশ্চয়তা আরও বাড়তে থাকে ৷ এর সুযোগ নিতে ছাড়েনি বিরোধী বিজেপি শিবির ৷

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হয়নি ৷ তবে মুখ্যমন্ত্রিত্বের তালিকায় প্রথম নাম ছিল ডি কে শিবকুমারের ৷ এদিকে প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াও কর্ণাটকের মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি নন ৷ তিনি বলেই দিয়েছেন, এটাই তাঁর শেষবার নির্বাচনে অংশগ্রহণ ৷ তাই জয় মিললেও পাশাপাশি দোলাচল তৈরি হয় দক্ষিণের এই রাজ্যে ৷ উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া লিঙ্গায়ত সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় ৷ এদিকে কর্ণাটকের প্রদেশ কংগ্রেসের গঠন ও দলের জয়ের নেপথ্যে ডিকে শিবকুমারের ভূমিকাও গুরুত্বপূর্ণ ৷ তিনি ভোক্কালিগা সম্প্রদায়ের নেতা ৷ শেষমেশ হয়ত বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রিত্ব নিয়ে চলা এই নাটকে যবনিকা পতন হতে চলেছে ।

আরও পড়ুন: কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সিদ্দারামাইয়া, বৃহস্পতিতে বেঙ্গালুরুতে শপথ

Last Updated : May 18, 2023, 9:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.