ETV Bharat / bharat

India-China Military Talks : চিনের সঙ্গে সেনা-বৈঠকে ইতিবাচক আলোচনার আশায় ভারত - চিনের সঙ্গে সেনা বৈঠকে ভারত

আগামী বুধবার ভারত-চিন সেনা পর্যায়ের চতুর্দশ রাউন্ডের বৈঠক হবে (India-China Military Talks) ৷ ওই বৈঠকের সঙ্গে ইতিবাচক আলোচনা হবে বলে আশা ভারতের ৷

sources claims that india looking forward to constructive dialogue on military talks with china
India-China Military Talks : চিনের সঙ্গে সেনা-বৈঠকে ইতিবাচক আলোচনার আশায় ভারত
author img

By

Published : Jan 10, 2022, 6:23 PM IST

নয়াদিল্লি, 10 জানুয়ারি : পূর্ব লাদাখের যে অংশগুলি নিয়ে এখনও চিনের সঙ্গে বিবাদ রয়েছে, তা নিয়ে আলোচনায় ইতিবাচক ফল মিলবে ৷ এমনটাই মনে করে ভারত ৷ নয়াদিল্লির একটি সূত্র সোমবার এমনই দাবি করেছে (sources claims that india looking forward to constructive dialogue on military talks with china) ৷

ভারতের এই মনোভাব বর্তমান প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ কারণ, আগামী বুধবার 12 জানুয়ারি ফের আলোচনার টেবিলে বসতে চলেছে ভারত ও চিন (India-China Dialouge) ৷ গত 20 মাস ধরে দুই দেশের সেনা পর্যায়ের যে বৈঠক চলছে, তার চতুর্দশ রাউন্ডের বৈঠক হবে আগামী বুধবার (India-China Military Talks) ৷ ওই দিন সকাল সাড়ে 9টায় বৈঠক শুরু ৷ এবারের বৈঠক হচ্ছে ভারত ও চিনের সিনিয়র হায়েস্ট মিলিটারি কমান্ডার লেভেলে (Senior Highest Military Commander Level Talks) ৷

ওই সূত্রের দাবি, এবার আলোচনার মূল লক্ষ্য থাকবে হট স্প্রিং এরিয়া থেকে সেনা প্রত্যাহার নিয়ে ৷ ভারতের তরফে অবিলম্বে সেনা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হবে ৷ এছাড়া ডেসপাং বুলজ ও ডেমচক নিয়েও আলোচনা হবে ৷ ভারতের আশা সেই আলোচনায় ইতিবাচক ফলই বের হবে ৷

আরও পড়ুন : India-China Relation : সম্পর্কের অবনতিতে চিনকেই দায়ী করলেন জয়শঙ্কর

এর আগে গত বছরের 10 অক্টোবর ভারত-চিন সেনা পর্যায়ের ত্রয়োদশতম বৈঠকটি হয় ৷ কিন্তু সেই বৈঠকে কোনও রফাসূত্র বের হয়নি ৷ ভারতীয় সেনার দাবি, তাদের তরফে যে গঠনমূলক পরামর্শ দেওয়া হয়েছিল, সেগুলি মানতে অস্বীকার করে চিন ৷ এছাড়া আগামিদিনে সমস্যা সমাধানে কোনও প্রস্তাবও দেয়নি চিন ৷

এরপর গত 18 নভেম্বর ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক পর্যায়ে বৈঠক হয় ৷ ওই বৈঠক ভার্চুয়াল মাধ্যমে হয়েছিল ৷ তখনই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার ও পূর্ব লাদাখের বিবাদমান এলাকাগুলি দ্রুত সেনা পর্যায়ের বৈঠক শুরুর বিষয়ে কথা হয় ৷ সেই মতোই বুধবার এই চতুর্দশ রাউন্ডের বৈঠক হতে চলেছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন পূর্ব লাদাখে ভারত ও চিনা সেনার বিবাদ (India-China Standoff) নতুন করে শুরু হয় 2020-র 5 মে ৷ তার পর ক্রমশ তা বেড়েছে ৷ ওই বছর জুনে প্যাংগং লেকের কাছে গালওয়ানে দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হয় ৷ বেশ কয়েকজন ভারতীয় জওয়ান শহিদ হন ৷ বহু জওয়ান আহত হন ৷ চিনের তরফেও প্রচুর হতাহত হয় ৷

এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷ চিনের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে ভারত সরকার ৷ এর পর সমস্যা মেটাতে বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয় ৷ একদিকে আলোচনায় কূটনৈতিক স্তরে ৷ আবার সেনা পর্যায়ে বৈঠক শুরু হয় ৷

আরও পড়ুন : China bridge construction : প্যাংগং লেকে নিজের সীমার মধ্যে সেতু তৈরি করছে চিন

সেই বৈঠকগুলিতে হওয়া রফাসূত্র অনুযায়ী, দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে শুরু করে ৷ বর্তমানে দুই পক্ষেরই 50 থেকে 60 হাজার সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন রয়েছে ৷

নয়াদিল্লি, 10 জানুয়ারি : পূর্ব লাদাখের যে অংশগুলি নিয়ে এখনও চিনের সঙ্গে বিবাদ রয়েছে, তা নিয়ে আলোচনায় ইতিবাচক ফল মিলবে ৷ এমনটাই মনে করে ভারত ৷ নয়াদিল্লির একটি সূত্র সোমবার এমনই দাবি করেছে (sources claims that india looking forward to constructive dialogue on military talks with china) ৷

ভারতের এই মনোভাব বর্তমান প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ কারণ, আগামী বুধবার 12 জানুয়ারি ফের আলোচনার টেবিলে বসতে চলেছে ভারত ও চিন (India-China Dialouge) ৷ গত 20 মাস ধরে দুই দেশের সেনা পর্যায়ের যে বৈঠক চলছে, তার চতুর্দশ রাউন্ডের বৈঠক হবে আগামী বুধবার (India-China Military Talks) ৷ ওই দিন সকাল সাড়ে 9টায় বৈঠক শুরু ৷ এবারের বৈঠক হচ্ছে ভারত ও চিনের সিনিয়র হায়েস্ট মিলিটারি কমান্ডার লেভেলে (Senior Highest Military Commander Level Talks) ৷

ওই সূত্রের দাবি, এবার আলোচনার মূল লক্ষ্য থাকবে হট স্প্রিং এরিয়া থেকে সেনা প্রত্যাহার নিয়ে ৷ ভারতের তরফে অবিলম্বে সেনা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হবে ৷ এছাড়া ডেসপাং বুলজ ও ডেমচক নিয়েও আলোচনা হবে ৷ ভারতের আশা সেই আলোচনায় ইতিবাচক ফলই বের হবে ৷

আরও পড়ুন : India-China Relation : সম্পর্কের অবনতিতে চিনকেই দায়ী করলেন জয়শঙ্কর

এর আগে গত বছরের 10 অক্টোবর ভারত-চিন সেনা পর্যায়ের ত্রয়োদশতম বৈঠকটি হয় ৷ কিন্তু সেই বৈঠকে কোনও রফাসূত্র বের হয়নি ৷ ভারতীয় সেনার দাবি, তাদের তরফে যে গঠনমূলক পরামর্শ দেওয়া হয়েছিল, সেগুলি মানতে অস্বীকার করে চিন ৷ এছাড়া আগামিদিনে সমস্যা সমাধানে কোনও প্রস্তাবও দেয়নি চিন ৷

এরপর গত 18 নভেম্বর ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক পর্যায়ে বৈঠক হয় ৷ ওই বৈঠক ভার্চুয়াল মাধ্যমে হয়েছিল ৷ তখনই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার ও পূর্ব লাদাখের বিবাদমান এলাকাগুলি দ্রুত সেনা পর্যায়ের বৈঠক শুরুর বিষয়ে কথা হয় ৷ সেই মতোই বুধবার এই চতুর্দশ রাউন্ডের বৈঠক হতে চলেছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন পূর্ব লাদাখে ভারত ও চিনা সেনার বিবাদ (India-China Standoff) নতুন করে শুরু হয় 2020-র 5 মে ৷ তার পর ক্রমশ তা বেড়েছে ৷ ওই বছর জুনে প্যাংগং লেকের কাছে গালওয়ানে দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হয় ৷ বেশ কয়েকজন ভারতীয় জওয়ান শহিদ হন ৷ বহু জওয়ান আহত হন ৷ চিনের তরফেও প্রচুর হতাহত হয় ৷

এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷ চিনের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে ভারত সরকার ৷ এর পর সমস্যা মেটাতে বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয় ৷ একদিকে আলোচনায় কূটনৈতিক স্তরে ৷ আবার সেনা পর্যায়ে বৈঠক শুরু হয় ৷

আরও পড়ুন : China bridge construction : প্যাংগং লেকে নিজের সীমার মধ্যে সেতু তৈরি করছে চিন

সেই বৈঠকগুলিতে হওয়া রফাসূত্র অনুযায়ী, দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে শুরু করে ৷ বর্তমানে দুই পক্ষেরই 50 থেকে 60 হাজার সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.