ETV Bharat / bharat

Sashi Tharoor: শশীকে সভাপতি পদে লড়ার সম্মতি সোনিয়ার, খবর কংগ্রেস সূত্রে - সোনিয়া গান্ধি

কংগ্রেসের (Congress) পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনা চলছে ৷ সূত্রের খবর, সোনিয়া গান্ধি (Sonia Gandhi)) শশী থারুরকে (Sashi Tharoor) ওই পদে লড়াইয়ের অনুমতি দিয়েছেন ৷

Sources Claims Sashi Tharoor gets a nod from Sonia Gandhi to Contest in Congress President Post
Sashi Tharoor: শশীকে সভাপতি পদে লড়ার সম্মতি সোনিয়ার, খবর কংগ্রেস সূত্রে
author img

By

Published : Sep 19, 2022, 9:17 PM IST

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর : আগামী মাসে কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress President Election) ৷ কিন্তু কে হবেন কংগ্রেসের (Congress) পরবর্তী সভাপতি, তা বিস্তর আলোচনা চলছে জাতীয় রাজনীতিতে ৷ সেই জল্পনা সোমবার অনেকটাই বাড়িয়ে দিল শশী থারুর (Sashi Tharoor) ও সোনিয়া গান্ধির (Sonia Gandhi) বৈঠক ৷

কংগ্রেসের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কেরালার কংগ্রেস সাংসদ শশী থারুরকে সভাপতি পদে লড়াই করার জন্য অনুমতি দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তার কারণ, বর্ষীয়ান এই কংগ্রেস নেতা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রকে শক্তিশালী করবে বলে মনে করেন সোনিয়া ৷

সোমবার নয়াদিল্লিতে সোনিয়া গান্ধির বাসভবনে যান শশী থারুর ৷ সেখানেই তিনি বৈঠক করেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীর সঙ্গে ৷ সেখানেই এই বিষয়টি ঠিক হয় বলে খবর ৷

যদিও এই নিয়ে কংগ্রেসের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷ তবে এদিনই জানা গিয়েছে যে গুজরাত, তামিলনাড়ু-সহ ছ’টি রাজ্য়ের প্রদেশ কংগ্রেস রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ফের সভাপতি চেয়ে প্রস্তাব পাস করেছে ৷ তাই প্রশ্ন উঠছে যে সোনিয়া যদি শশীকে এই নির্দেশ দিয়ে থাকেন, তাহলে কেন দিলেন ?

Sources Claims Sashi Tharoor gets a nod from Sonia Gandhi to Contest in Congress President Post
সংবাদসংস্থার টুইট

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2017 সালের শেষে কংগ্রেসের সভাপতি পদে বসেছিলেন রাহুল গান্ধি ৷ তাঁর নেতৃত্বেই 2019 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019) লড়াই করে কংগ্রেস ৷ কিন্তু ভোটে ভরাডুবি হয় জাতীয় ক্ষেত্রে বিজেপির প্রধান প্রতিপক্ষের ৷ তার পর হারের দায় স্বীকার করে সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল ৷

তার পর থেকে দলের দায়িত্ব নিতে নারাজ রাহুল, কংগ্রেসের বিভিন্ন সূত্র থেকে এই খবর বারবার মিলেছে ৷ এবারও যে তিনি সভাপতি পদে লড়াই করবেন, সেই নিশ্চিয়তা নেই ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাহুল গান্ধি সম্ভবত সভাপতি পদে লড়াই করবেন না ৷ সেটা টের পেয়েই শশী থারুরের মতো বর্ষীয়ান নেতা, যাঁর রাষ্ট্রসংঘে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাঁর হাতেই দলের দায়িত্ব দিতে চান রাহুলের মা ৷ সেই কারণে শশীকে সভাপতি পদে লড়াই করার অনুমতি দিয়েছেন তিনি ৷

কিন্তু শেষ পর্যন্ত কী হবে, সেই উত্তর রয়েছে সময়ের গর্ভে ৷ সেই উত্তরের অপেক্ষায় রয়েছে সারা দেশের রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : রাহুলকেই সভাপতি চেয়ে ছয় রাজ্যের কংগ্রেস কমিটিতে প্রস্তাব পাস

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর : আগামী মাসে কংগ্রেসের সভাপতি নির্বাচন (Congress President Election) ৷ কিন্তু কে হবেন কংগ্রেসের (Congress) পরবর্তী সভাপতি, তা বিস্তর আলোচনা চলছে জাতীয় রাজনীতিতে ৷ সেই জল্পনা সোমবার অনেকটাই বাড়িয়ে দিল শশী থারুর (Sashi Tharoor) ও সোনিয়া গান্ধির (Sonia Gandhi) বৈঠক ৷

কংগ্রেসের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কেরালার কংগ্রেস সাংসদ শশী থারুরকে সভাপতি পদে লড়াই করার জন্য অনুমতি দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তার কারণ, বর্ষীয়ান এই কংগ্রেস নেতা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রকে শক্তিশালী করবে বলে মনে করেন সোনিয়া ৷

সোমবার নয়াদিল্লিতে সোনিয়া গান্ধির বাসভবনে যান শশী থারুর ৷ সেখানেই তিনি বৈঠক করেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীর সঙ্গে ৷ সেখানেই এই বিষয়টি ঠিক হয় বলে খবর ৷

যদিও এই নিয়ে কংগ্রেসের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷ তবে এদিনই জানা গিয়েছে যে গুজরাত, তামিলনাড়ু-সহ ছ’টি রাজ্য়ের প্রদেশ কংগ্রেস রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ফের সভাপতি চেয়ে প্রস্তাব পাস করেছে ৷ তাই প্রশ্ন উঠছে যে সোনিয়া যদি শশীকে এই নির্দেশ দিয়ে থাকেন, তাহলে কেন দিলেন ?

Sources Claims Sashi Tharoor gets a nod from Sonia Gandhi to Contest in Congress President Post
সংবাদসংস্থার টুইট

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2017 সালের শেষে কংগ্রেসের সভাপতি পদে বসেছিলেন রাহুল গান্ধি ৷ তাঁর নেতৃত্বেই 2019 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019) লড়াই করে কংগ্রেস ৷ কিন্তু ভোটে ভরাডুবি হয় জাতীয় ক্ষেত্রে বিজেপির প্রধান প্রতিপক্ষের ৷ তার পর হারের দায় স্বীকার করে সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল ৷

তার পর থেকে দলের দায়িত্ব নিতে নারাজ রাহুল, কংগ্রেসের বিভিন্ন সূত্র থেকে এই খবর বারবার মিলেছে ৷ এবারও যে তিনি সভাপতি পদে লড়াই করবেন, সেই নিশ্চিয়তা নেই ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাহুল গান্ধি সম্ভবত সভাপতি পদে লড়াই করবেন না ৷ সেটা টের পেয়েই শশী থারুরের মতো বর্ষীয়ান নেতা, যাঁর রাষ্ট্রসংঘে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাঁর হাতেই দলের দায়িত্ব দিতে চান রাহুলের মা ৷ সেই কারণে শশীকে সভাপতি পদে লড়াই করার অনুমতি দিয়েছেন তিনি ৷

কিন্তু শেষ পর্যন্ত কী হবে, সেই উত্তর রয়েছে সময়ের গর্ভে ৷ সেই উত্তরের অপেক্ষায় রয়েছে সারা দেশের রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : রাহুলকেই সভাপতি চেয়ে ছয় রাজ্যের কংগ্রেস কমিটিতে প্রস্তাব পাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.