ETV Bharat / bharat

Rahul Gandhi Close Associate to join TMC : তৃণমূলে যোগ দিতে পারেন রাহুল ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস সাংসদ - তৃণমূল কংগ্রেস

কংগ্রেস নেতা কীর্তি আজাদের তৃণমূলে যোগ দেওয়ার খবর পাওয়া গিয়েছে (Kirti Azad to join TMC) ৷ তার সঙ্গে জানা যাচ্ছে, কংগ্রেসের প্রাক্তন সাংসদ অশোক তানওয়ারও (Former Congress MP Ashok Tanwar) যোগ দিতে চলেছেন তৃণমূলে ৷

sources claims rahul gandhi close aid ashok tanwar to join TMC
Rahul Gandhi Close aid to join TMC : তৃণমূলে যোগ দিতে পারেন রাহুল ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস সাংসদ
author img

By

Published : Nov 23, 2021, 12:32 PM IST

Updated : Nov 23, 2021, 7:03 PM IST

নয়াদিল্লি, 23 নভেম্বর : ফের কংগ্রেসে ভাঙন ধরাতে চলেছে তৃণমূল ৷ কীর্তি আজাদের তৃণমূলে যোগ দেওয়ার খবর আগেই পাওয়া গিয়েছে (Kirti Azad to join TMC) ৷ এবার জানা যাচ্ছে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অশোক তানওয়ারও (Former Congress MP Ashok Tanwar) যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে ৷ অন্তত সংবাদসংস্থা এএনআই-এর তরফে এমনটাই জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Kirti Azad to join TMC : তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ

কে অশোক তানওয়ার ?

হরিয়ানায় কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি ছিলেন অশোক তানওয়ার ৷ তিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত সিরসার সাংসদ ছিলেন ৷ যুব কংগ্রেস ও এনএসইউআই-এর সভাপতি পদেও ছিলেন তিনি ৷ যুব কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন তিনি ৷ রাজনীতির বাইরে তাঁর আরও একটি পরিচয় হল, তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত শঙ্করদয়াল শর্মার নাতজামাই ৷

রাজনীতিতে তাঁর গুরুত্ব

অশোক তানওয়ার কংগ্রেসের অন্দরে রাহুল গান্ধির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ৷ 2014 সালে তাঁকে হরিয়ানার রাজনীতির সামনের সারিতে নিয়ে চলে আসেন রাহুল গান্ধি ৷ মূলত, দলিতদের মন জয় করতেই তাঁকে সামনের সারিতে নিয়ে আসা হয় ৷ কিন্তু 2019 সালে লোকসভায় লড়ার টিকিট না পেয়ে তাঁর সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয় ৷

আরও পড়ুন : Saayoni Ghosh Gets bail : জামিন পেলেন সায়নী ঘোষ

পরে তিনি কিছুদিন দুষ্মন্ত চৌতালার জননায়ক পার্টির সঙ্গে কাজ করেন ৷ 2021 এর গোড়ায় নিজের দল তৈরির ঘোষণা করেন ৷ কংগ্রেস ও বিজেপি দুই দলের বিরুদ্ধে বিষোদগার করে তিনি নতুন তৈরির কথা বলেছিলেন ৷

তৃণমূলে যোগদান কবে ?

সূত্রের খবর, আজই তিনি তৃণমূলে যোগদান করতে পারেন ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নয়াদিল্লিতে রয়েছেন ৷ তাই তাঁর উপস্থিতিতেই কীর্তি আজাদের সঙ্গে এই অশোক তানওয়ারও ঘাসফুল শিবিরে নাম লেখান কি না, এখন সেটাই দেখার ৷

কংগ্রেস ছেড়ে তৃণমূলে

এর আগে উত্তরপ্রদেশের ললিতেশপতি ত্রিপাঠি ও রাজেশপতি ত্রিপাঠি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন ৷ এই দুই নেতা প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ঘনিষ্ঠ ছিলেন ৷ তার আগে সুস্মিতা দেব, লুইজিনহো ফেলেইরো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ৷ সুস্মিতা ও ফেলেইরোকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল ৷ তাঁদের ত্রিপুরা ও গোয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Abhishek in Tripura : মুখ্যমন্ত্রীর মদতে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা, বিপ্লব দেবকে আক্রমণ অভিষেকের

নয়াদিল্লি, 23 নভেম্বর : ফের কংগ্রেসে ভাঙন ধরাতে চলেছে তৃণমূল ৷ কীর্তি আজাদের তৃণমূলে যোগ দেওয়ার খবর আগেই পাওয়া গিয়েছে (Kirti Azad to join TMC) ৷ এবার জানা যাচ্ছে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অশোক তানওয়ারও (Former Congress MP Ashok Tanwar) যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে ৷ অন্তত সংবাদসংস্থা এএনআই-এর তরফে এমনটাই জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Kirti Azad to join TMC : তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ

কে অশোক তানওয়ার ?

হরিয়ানায় কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি ছিলেন অশোক তানওয়ার ৷ তিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত সিরসার সাংসদ ছিলেন ৷ যুব কংগ্রেস ও এনএসইউআই-এর সভাপতি পদেও ছিলেন তিনি ৷ যুব কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন তিনি ৷ রাজনীতির বাইরে তাঁর আরও একটি পরিচয় হল, তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত শঙ্করদয়াল শর্মার নাতজামাই ৷

রাজনীতিতে তাঁর গুরুত্ব

অশোক তানওয়ার কংগ্রেসের অন্দরে রাহুল গান্ধির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ৷ 2014 সালে তাঁকে হরিয়ানার রাজনীতির সামনের সারিতে নিয়ে চলে আসেন রাহুল গান্ধি ৷ মূলত, দলিতদের মন জয় করতেই তাঁকে সামনের সারিতে নিয়ে আসা হয় ৷ কিন্তু 2019 সালে লোকসভায় লড়ার টিকিট না পেয়ে তাঁর সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয় ৷

আরও পড়ুন : Saayoni Ghosh Gets bail : জামিন পেলেন সায়নী ঘোষ

পরে তিনি কিছুদিন দুষ্মন্ত চৌতালার জননায়ক পার্টির সঙ্গে কাজ করেন ৷ 2021 এর গোড়ায় নিজের দল তৈরির ঘোষণা করেন ৷ কংগ্রেস ও বিজেপি দুই দলের বিরুদ্ধে বিষোদগার করে তিনি নতুন তৈরির কথা বলেছিলেন ৷

তৃণমূলে যোগদান কবে ?

সূত্রের খবর, আজই তিনি তৃণমূলে যোগদান করতে পারেন ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নয়াদিল্লিতে রয়েছেন ৷ তাই তাঁর উপস্থিতিতেই কীর্তি আজাদের সঙ্গে এই অশোক তানওয়ারও ঘাসফুল শিবিরে নাম লেখান কি না, এখন সেটাই দেখার ৷

কংগ্রেস ছেড়ে তৃণমূলে

এর আগে উত্তরপ্রদেশের ললিতেশপতি ত্রিপাঠি ও রাজেশপতি ত্রিপাঠি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন ৷ এই দুই নেতা প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ঘনিষ্ঠ ছিলেন ৷ তার আগে সুস্মিতা দেব, লুইজিনহো ফেলেইরো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ৷ সুস্মিতা ও ফেলেইরোকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল ৷ তাঁদের ত্রিপুরা ও গোয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Abhishek in Tripura : মুখ্যমন্ত্রীর মদতে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা, বিপ্লব দেবকে আক্রমণ অভিষেকের

Last Updated : Nov 23, 2021, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.