ETV Bharat / bharat

Rajasthan Chief Minister: গেহলতের উত্তরসূরি পাইলট ? কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের আগে তুঙ্গে জল্পনা

অশোক গেহলত (Ashok Gehlot) কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচিত হলে রাজস্থানের মুখ্যমন্ত্রী (Rajasthan Chief Minister) হতে পারেন সচিন পাইলট (Sachin Pilot) ৷ উঠে আসছে আরও একজনের নাম ৷ কে তিনি ?

sources claim Sachin Pilot can replace Ashok Gehlot as Rajasthan Chief Minister
Rajasthan Chief Minister: গেহলতের উত্তরসূরি পাইলট ? কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের আগে জল্পনা তুঙ্গে
author img

By

Published : Sep 25, 2022, 1:10 PM IST

নয়াদিল্লি ও জয়পুর, 25 সেপ্টেম্বর: কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের জেরে রাজস্থানের মুখ্যমন্ত্রী (Rajasthan Chief Minister) পদেও কি বদল আসন্ন ? এমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল ৷ কারণ, ইতিমধ্যেই হাইকম্যান্ডের তরফে ঘোষণা করা হয়েছে, দলে 'এক ব্যক্তি এক পদ' নীতি মেনে চলা হবে ৷ সেক্ষেত্রে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Ashok Gehlot) কংগ্রেসের সাংগঠনিক শীর্ষ পদে লড়াইয়ের জন্য নিজের মনোনয়ন পেশ করার কথা ঘোষণা করলে রাজস্থানের মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবেন, তাও ঘোষণা করা হতে পারে ৷ এই প্রেক্ষাপটে অশোকের উত্তরসূরি হিসাবে যাঁর নাম শোনা যাচ্ছে, তিনি সচিন পাইলট (Sachin Pilot) ৷ সূত্রের দাবি, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই রবিবার সন্ধে 7টায় একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের জয়পুরের (Jaipur) বাসভবনে এই বৈঠক করা হবে ৷ রাজস্থান প্রদেশ কংগ্রেসের পরিষদীয় দল (Congress Legislature Party) বা সিএলপি (CLP)-এর প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন ৷

ইতিমধ্যেই রাজস্থানে দলের সংগঠন সামলাতে দায়িত্বপ্রাপ্ত দুই সাধারণ সম্পাদক মল্লিকার্জুন খাড়গে এবং অজয় মাকেনকে পর্যবেক্ষক পদে বসিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ রবিবারের বৈঠকে তাঁরাও উপস্থিত থাকতে পারেন ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করে রাজস্থান প্রদেশ কংগ্রেসের হালহকিকত তুলে ধরেছেন অজয় ৷ সম্প্রতি পশ্চিমের এই রাজ্যে কংগ্রেস পরিষদীয় দলের দু'টি বৈঠক হয়েছে ৷ এর মধ্য়ে শেষ বৈঠকটি হয় গত 20 সেপ্টেম্বর ৷

আরও পড়ুন: সভাপতি নির্বাচনের প্রার্থীদের উদ্দেশে মন্তব্য বন্ধ হোক, অভিষেকের গলায় জয়রামের সুর

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সভাপতি পদের জন্য নির্বাচন হলেও অশোক গেহলতের সঙ্গে হাইকম্য়ান্ডের সমর্থন রয়েছে ৷ তাই দলের একাংশ ধরে নিচ্ছেন, তিনিই পরবর্তী কংগ্রেস সভাপতি হতে চলেছেন ৷ এই সম্ভাবনা সত্যি হলে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদটি ফাঁকা হয়ে যাবে ৷ সেক্ষেত্রে সেই ফাঁকা আসনে কাকে বসানো হবে, সেটাই রবিবারের বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে ৷ আর এখানে দৌড়ে বাকি সকলের থেকে এগিয়ে রয়েছেন সচিন পাইলট ৷ প্রসঙ্গত, রাজস্থানের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলেও মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল ৷ অশোক গেহলত বনাম সচিন পাইলটের প্রতিদ্বন্দ্বিতার জেরে প্রকাশ্যে চলে আসে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ৷ তাই অশোক গেহলত কংগ্রেসের পরবর্তী সভাপতি এবং সচিন পাইলট রাজস্থানের মুখ্যমন্ত্রী হলে বহু দ্বন্দ্বের আপাতত একটা সমাধানসূত্র হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

গত 23 সেপ্টেম্বরই স্পষ্ট হয়ে গিয়েছিল, কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের দৌড়ে সামিল হচ্ছেন অশোক গেহলত ৷ তিনি দাবি করেছিলেন, দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi) তাঁকে জানিয়েছেন, গান্ধি পরিবারের কোনও সদস্যই দলের শীর্ষ সাংগঠনিক পদে বসবেন না ৷ একইসঙ্গে, অশোক এও জানান, রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধি ৷ আর তারপর থেকেই সচিন পাইলটের নাম নিয়ে জল্পনা শুরু হয় ৷ ইতিমধ্যেই (23 সেপ্টেম্বর, 2022) রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সি পি জোশির সঙ্গে দেখা করেন সচিন ৷ জোশির ঘরে দীর্ঘক্ষণ বৈঠক হয় তাঁদের মধ্যে ৷ সেই বৈঠকে কংগ্রেসের অন্য বিধায়করাও উপস্থিত ছিলেন ৷ কংগ্রেসেরই একটি সূত্র বলছে, অশোক গেহলত দলের সভাপতি হলে সচিন পাইলটের পাশাপাশি সি পি জোশিকেও রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের জন্য ভাবা হতে পারে ৷

নয়াদিল্লি ও জয়পুর, 25 সেপ্টেম্বর: কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের জেরে রাজস্থানের মুখ্যমন্ত্রী (Rajasthan Chief Minister) পদেও কি বদল আসন্ন ? এমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল ৷ কারণ, ইতিমধ্যেই হাইকম্যান্ডের তরফে ঘোষণা করা হয়েছে, দলে 'এক ব্যক্তি এক পদ' নীতি মেনে চলা হবে ৷ সেক্ষেত্রে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Ashok Gehlot) কংগ্রেসের সাংগঠনিক শীর্ষ পদে লড়াইয়ের জন্য নিজের মনোনয়ন পেশ করার কথা ঘোষণা করলে রাজস্থানের মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবেন, তাও ঘোষণা করা হতে পারে ৷ এই প্রেক্ষাপটে অশোকের উত্তরসূরি হিসাবে যাঁর নাম শোনা যাচ্ছে, তিনি সচিন পাইলট (Sachin Pilot) ৷ সূত্রের দাবি, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই রবিবার সন্ধে 7টায় একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের জয়পুরের (Jaipur) বাসভবনে এই বৈঠক করা হবে ৷ রাজস্থান প্রদেশ কংগ্রেসের পরিষদীয় দল (Congress Legislature Party) বা সিএলপি (CLP)-এর প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন ৷

ইতিমধ্যেই রাজস্থানে দলের সংগঠন সামলাতে দায়িত্বপ্রাপ্ত দুই সাধারণ সম্পাদক মল্লিকার্জুন খাড়গে এবং অজয় মাকেনকে পর্যবেক্ষক পদে বসিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ রবিবারের বৈঠকে তাঁরাও উপস্থিত থাকতে পারেন ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করে রাজস্থান প্রদেশ কংগ্রেসের হালহকিকত তুলে ধরেছেন অজয় ৷ সম্প্রতি পশ্চিমের এই রাজ্যে কংগ্রেস পরিষদীয় দলের দু'টি বৈঠক হয়েছে ৷ এর মধ্য়ে শেষ বৈঠকটি হয় গত 20 সেপ্টেম্বর ৷

আরও পড়ুন: সভাপতি নির্বাচনের প্রার্থীদের উদ্দেশে মন্তব্য বন্ধ হোক, অভিষেকের গলায় জয়রামের সুর

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সভাপতি পদের জন্য নির্বাচন হলেও অশোক গেহলতের সঙ্গে হাইকম্য়ান্ডের সমর্থন রয়েছে ৷ তাই দলের একাংশ ধরে নিচ্ছেন, তিনিই পরবর্তী কংগ্রেস সভাপতি হতে চলেছেন ৷ এই সম্ভাবনা সত্যি হলে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদটি ফাঁকা হয়ে যাবে ৷ সেক্ষেত্রে সেই ফাঁকা আসনে কাকে বসানো হবে, সেটাই রবিবারের বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে ৷ আর এখানে দৌড়ে বাকি সকলের থেকে এগিয়ে রয়েছেন সচিন পাইলট ৷ প্রসঙ্গত, রাজস্থানের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলেও মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল ৷ অশোক গেহলত বনাম সচিন পাইলটের প্রতিদ্বন্দ্বিতার জেরে প্রকাশ্যে চলে আসে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ৷ তাই অশোক গেহলত কংগ্রেসের পরবর্তী সভাপতি এবং সচিন পাইলট রাজস্থানের মুখ্যমন্ত্রী হলে বহু দ্বন্দ্বের আপাতত একটা সমাধানসূত্র হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

গত 23 সেপ্টেম্বরই স্পষ্ট হয়ে গিয়েছিল, কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের দৌড়ে সামিল হচ্ছেন অশোক গেহলত ৷ তিনি দাবি করেছিলেন, দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi) তাঁকে জানিয়েছেন, গান্ধি পরিবারের কোনও সদস্যই দলের শীর্ষ সাংগঠনিক পদে বসবেন না ৷ একইসঙ্গে, অশোক এও জানান, রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধি ৷ আর তারপর থেকেই সচিন পাইলটের নাম নিয়ে জল্পনা শুরু হয় ৷ ইতিমধ্যেই (23 সেপ্টেম্বর, 2022) রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সি পি জোশির সঙ্গে দেখা করেন সচিন ৷ জোশির ঘরে দীর্ঘক্ষণ বৈঠক হয় তাঁদের মধ্যে ৷ সেই বৈঠকে কংগ্রেসের অন্য বিধায়করাও উপস্থিত ছিলেন ৷ কংগ্রেসেরই একটি সূত্র বলছে, অশোক গেহলত দলের সভাপতি হলে সচিন পাইলটের পাশাপাশি সি পি জোশিকেও রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের জন্য ভাবা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.