রায়পুর, 3 জানুয়ারি: প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় বুধবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন । মুখ্যমন্ত্রীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন সৌরভ । মুখ্যমন্ত্রীও সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন বলে খবর। ক্রিকেট, ছত্তিশগড়ের উন্নয়ন এবং অন্যান্য বিষয়ে দু'জনের মধ্য়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সৌরভ রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেরও প্রশংসা করেছেন এদিন।
আলোচনা চলাকালীন, সৌরভ মুখ্যমন্ত্রীকে ক্রিকেটে তাঁর আগ্রহের বিষয়ে জিজ্ঞাসা করেছেন বলে জানা গিয়েছে। যা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ক্রিকেটের প্রতি তাঁর এত আগ্রহ ছিল যে, ছোটবেলায় গ্রামে ক্রিকেট খেলার জন্য কাঠ দিয়ে নিজের ব্যাট তৈরি করতেন তিনি। যশপুর জেলার কথা বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেন, "এখানে হকি খেলা হয়। এখানে পাহাড়ি কোরওয়া উপজাতি অত্যন্ত দক্ষতার সঙ্গে তীরন্দাজিও করে। আর এর জেরেই একানকার খেলোয়াড়দের তীরন্দাজিতেও অনেক আগ্রহ।"
সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, তিনি প্রথমবার ছত্তিশগড়ে এসেছেন। তিনি বলেন, "এখানে নাভা রায়পুরের স্টেডিয়ামটি খুবই ভালো। আমি শুনেছি এখানে আন্তর্জাতিক ম্যাচও হয়েছে । শচীনের মতো বিখ্যাত খেলোয়াড়ও এখানে খেলেছেন।" তিনি মুখ্যমন্ত্রীর কাছেও জানতে চান, তিনি কলকাতায় এসেছেন কি না। যার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে ইস্পাত মন্ত্রকের দেখাশোনা করতে গিয়ে তাঁকে অনেক বার কলকাতা যেতে হয়েছে।"
মুখ্যমন্ত্রীকে ছত্তিশগড় নিয়েও বিস্তারিত জানতে চান সৌরভ । মুখ্যমন্ত্রী বলেন, "ছত্তিশগড় বন সম্পদে সমৃদ্ধ। প্রাকৃতিকভাবে খুবই সুন্দর এবং খনিজ পদার্থেও সমৃদ্ধ।" সৌরভ জিজ্ঞাসা করেছেন, "আমি মোদিজির একটি বাঘের ছবি তুলতে দেখেছি। মোদিজি কি এখানে বাঘের ছবি তুলেছিলেন ? কানহাও ছত্তিশগড়ে ?" মুখ্যমন্ত্রী বলেন, "না, কানহা মধ্যপ্রদেশে। আমরা রায়পুর জঙ্গল সাফারি করেছি। প্রধানমন্ত্রী মোদিজিও এখানে এসেছেন । এখানেও বাঘের ছবি তোলা হয়েছিল।"
মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সৌরভকে জানিয়েছেন, অযোধ্যায় নবনির্মিত শ্রীরাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য ছত্তিশগড় থেকে 3000 কুইন্টাল সুগন্ধি চাল পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ছত্তিশগড় সরকার রামলালা দর্শন প্রকল্পের অধীনে রাজ্যের নাগরিকদের বিনামূল্যে অযোধ্যা দর্শন করানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, রাজ্যের অর্থমন্ত্রী ওপি চৌধুরী সৌরভকে বলেন, "আপনি যখন ক্রিজে খেলতেন আমরা সকলেই উৎসাহ নিয়ে দেখতাম । বিশেষ করে আপনার অফসাইড শট আমাদের সবাইকে মোহিত করত।"
মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সৌরভকে এদিন ধাতুর তৈরি 'রাজ্য পশু' বন মহিষের মূর্তি এবং একটি শাল উপহার দিয়ে স্বাগত জানান। সৌরভও মুখ্যমন্ত্রীকে তাঁর স্বাক্ষরিত একটি ব্যাট উপহার দেন।
আরও পড়ুন