ETV Bharat / bharat

সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ - দিল্লি আদালত

Soumya Vishwanathan Murder Case: সৌম্যা বিশ্বনাথন একটি ইংরেজি নিউজ চ্যানেলে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন ৷ গত 30 সেপ্টেম্বর 2008-এর প্রথম দিকে দক্ষিণ দিল্লির নেলসন ম্যান্ডেলা মার্গে কাজ থেকে বাড়ি ফেরার সময় তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ। পুলিশের দাবি ছিল, মূলত ডাকাতির উদ্দেশ্যই এই খুন হয়েছে। এরপর চলতি বছর 18 অক্টোবর আদালত রবি কাপুর, অমিত শুক্লা, বালজিৎ মালিক এবং অজয় কুমারকে ভারতীয় দণ্ডবিধির ধারা 302 (খুন) এবং মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনের ধারার অধীনে সংগঠিত অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 5:00 PM IST

Updated : Nov 25, 2023, 5:37 PM IST

নয়াদিল্লি, 25 নভেম্বর: শনিবার সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন হত্যায় চার দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল দিল্লি আদালত ৷ একইসঙ্গে, আরও এক দোষীকে তিন বছরের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর ৷

শাস্তির মানদণ্ড নির্ধারণ করে আদালত জানিয়েছে, অপরাধটি বিরলের মধ্যে বিরলতম মামলার মধ্যে পড়ে না। আর সে কারণেই দোষীদের মৃত্যুদণ্ডের যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করা হয়েছে বলে আদালত সূত্রে খবর ৷ ঘটনায় চার মূল দোষী রবি কাপুর, অমিত শুক্লা, বলজিৎ মালিক এবং অজয় কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে আরও এক দোষী অজয় শেঠীকে তিন বছরের জন্য সাধারণ কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷

সৌম্যা বিশ্বনাথন একটি ইংরেজি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন ৷ গত 30 সেপ্টেম্বর 2008 দক্ষিণ দিল্লির নেলসন ম্যান্ডেলা মার্গে কাজ থেকে বাড়ি ফেরার সময় তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে। পুলিশের দাবি ছিল, মূলত ডাকাতির উদ্দেশ্যই এই খুন হয়েছে। এরপর চলতি বছর 18 অক্টোবর আদালত রবি কাপুর, অমিত শুক্লা, বালজিৎ মালিক এবং অজয় কুমারকে ভারতীয় দণ্ডবিধির ধারা 302 (খুন) এবং মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনের ধারার অধীনে সংগঠিত অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করা হয় ৷

অজয় শেঠীকে ভারতীয় দণ্ডবিধির 411 নং ধারা (অসাধুভাবে চুরি করা সম্পত্তি গ্রহণ করা) এবং মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনের ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল ৷ সংগঠিত অপরাধকে সহায়তা করা, সাহায্য করা বা জ্ঞাতসারে সংগঠিত অপরাধের জন্য ষড়যন্ত্র করা এবং সংগঠিত অপরাধের থেকে সুবিধা পাওয়ার জন্য অজয় শেঠীকে বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

সরকারি আইনজীবীর দাবি, রবি কাপুর গত 30 সেপ্টেম্বর 2008 সালে সৌম্যা বিশ্বনাথনকে একটি দেশি পিস্তল থেকে গুলি করা হয় ৷ দক্ষিণ দিল্লির নেলসন ম্যান্ডেলা মার্গে মূলত ছিনতাই করার উদ্দেশেই সৌম্যা বিশ্বনাথনের গাড়ির পিছনে ধাওয়া করে অভিযুক্তরা। রবি কাপুরের সঙ্গে ছিলেন অমিত শুক্লা, অজয় কুমার ও বলজিৎ মালিকও। অন্যদিকে, পঞ্চম অভিযুক্ত অজয় শেঠীর কাছ থেকে খুনে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।(পিটিআই)

আরও পড়ুন

  1. ক্রাউড ফান্ডিংয়ের বিপুল টাকায় জঙ্গিদের অর্থ-সাহায্য! জম্মু-কাশ্মীরে গ্রেফতার এক মহিলা
  2. জন্মদিন-বিবাহ বার্ষিকীতে মেলেনি উপহার, রাগে স্বামীর নাকে ঘুষি মেরে হত্যা স্ত্রীর !
  3. মায়ের সামনেই নাবালিকাদের গণধর্ষণ-হত্যা, হরিয়ানায় 4 দোষীর মৃত্যুদণ্ড

নয়াদিল্লি, 25 নভেম্বর: শনিবার সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন হত্যায় চার দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল দিল্লি আদালত ৷ একইসঙ্গে, আরও এক দোষীকে তিন বছরের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর ৷

শাস্তির মানদণ্ড নির্ধারণ করে আদালত জানিয়েছে, অপরাধটি বিরলের মধ্যে বিরলতম মামলার মধ্যে পড়ে না। আর সে কারণেই দোষীদের মৃত্যুদণ্ডের যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করা হয়েছে বলে আদালত সূত্রে খবর ৷ ঘটনায় চার মূল দোষী রবি কাপুর, অমিত শুক্লা, বলজিৎ মালিক এবং অজয় কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে আরও এক দোষী অজয় শেঠীকে তিন বছরের জন্য সাধারণ কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷

সৌম্যা বিশ্বনাথন একটি ইংরেজি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন ৷ গত 30 সেপ্টেম্বর 2008 দক্ষিণ দিল্লির নেলসন ম্যান্ডেলা মার্গে কাজ থেকে বাড়ি ফেরার সময় তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে। পুলিশের দাবি ছিল, মূলত ডাকাতির উদ্দেশ্যই এই খুন হয়েছে। এরপর চলতি বছর 18 অক্টোবর আদালত রবি কাপুর, অমিত শুক্লা, বালজিৎ মালিক এবং অজয় কুমারকে ভারতীয় দণ্ডবিধির ধারা 302 (খুন) এবং মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনের ধারার অধীনে সংগঠিত অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করা হয় ৷

অজয় শেঠীকে ভারতীয় দণ্ডবিধির 411 নং ধারা (অসাধুভাবে চুরি করা সম্পত্তি গ্রহণ করা) এবং মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনের ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল ৷ সংগঠিত অপরাধকে সহায়তা করা, সাহায্য করা বা জ্ঞাতসারে সংগঠিত অপরাধের জন্য ষড়যন্ত্র করা এবং সংগঠিত অপরাধের থেকে সুবিধা পাওয়ার জন্য অজয় শেঠীকে বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

সরকারি আইনজীবীর দাবি, রবি কাপুর গত 30 সেপ্টেম্বর 2008 সালে সৌম্যা বিশ্বনাথনকে একটি দেশি পিস্তল থেকে গুলি করা হয় ৷ দক্ষিণ দিল্লির নেলসন ম্যান্ডেলা মার্গে মূলত ছিনতাই করার উদ্দেশেই সৌম্যা বিশ্বনাথনের গাড়ির পিছনে ধাওয়া করে অভিযুক্তরা। রবি কাপুরের সঙ্গে ছিলেন অমিত শুক্লা, অজয় কুমার ও বলজিৎ মালিকও। অন্যদিকে, পঞ্চম অভিযুক্ত অজয় শেঠীর কাছ থেকে খুনে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।(পিটিআই)

আরও পড়ুন

  1. ক্রাউড ফান্ডিংয়ের বিপুল টাকায় জঙ্গিদের অর্থ-সাহায্য! জম্মু-কাশ্মীরে গ্রেফতার এক মহিলা
  2. জন্মদিন-বিবাহ বার্ষিকীতে মেলেনি উপহার, রাগে স্বামীর নাকে ঘুষি মেরে হত্যা স্ত্রীর !
  3. মায়ের সামনেই নাবালিকাদের গণধর্ষণ-হত্যা, হরিয়ানায় 4 দোষীর মৃত্যুদণ্ড
Last Updated : Nov 25, 2023, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.