ETV Bharat / bharat

Sonu Sood : যাত্রা শুরু পঞ্জাব থেকেই, বোনকে রাজনীতিতে এগিয়ে দিলেন সোনু - PAndemic

অভিনেতা থেকে সমাজকর্মী, দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন সোনু ৷ করোনার সময় মায়ানগরীর অন্য তারকারা যখন ত্রাণ তহবিলে টাকা ঢেলেই দায় সেরেছেন, নিজে দাঁড়িয়ে থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিতে দেখা গিয়েছে সোনুকে ৷ অসহায় মানুষের চিকিৎসা, অক্সিজেন জোগাড় করে দেওয়া থেকে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিতে দেখা গিয়েছে তাঁকে ৷

Sonu Sood announces Sister Malvika Soods entry into politics
সোনু সুদ ।
author img

By

Published : Nov 14, 2021, 12:59 PM IST

Updated : Nov 14, 2021, 1:09 PM IST

মুম্বই, 14 নভেম্বর : তাঁর রাজনীতিতে আসা নিয়ে বিস্তর জল্পনা হয়েছে । এখনও পর্যন্ত নিজে সেদিকে পা না বাড়ালেও, বোন মালবিকা সুদকে এগিয়ে দিলেন সোনু সুদ । আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে ভোটে লড়তে চলেছেন মালবিকা । তবে কোন দলে নাম লেখাতে চলেছেন মালবিকা, ভাই-বোনের কেউই তা খোলসা করেননি ৷

চণ্ডীগড় থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত মোগায় জন্ম সোনুর ৷ সেখান থেকেই রবিবার বোনের রাজনীতিতে পদার্পণের ঘোষণা করেন সোনু ৷ বোনকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘মালবিকা লড়াইয়ের জন্য প্রস্তুত ৷ মানুষের সেবা করতে চায় ও ৷’’

পঞ্জাব কংগ্রেস এবং দিল্লির আম আদমি পার্টি (আপ), দুই দলের সঙ্গই সোনুর হৃদ্যতা রয়েছে ৷ সেখানে কংগ্রেস সরকারের মাদক বিরোধী অভিযানের প্রচারের মুখ তিনি ৷ সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে দেখাও করেন সোনু ৷ আবার দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের স্কুল শিক্ষা দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি ৷ তাই কংগ্রেস বা আপের হাত ধরেই সোনু রাজনীতিতে আসতে পারেন বলে জল্পনা ছিল ৷

আরও পড়ুন: Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান

তবে বোন মালবিকা কোন দলের হাত ধরবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা জিইয়ে রেখেছেন সোনু ৷ এ নিয়ে প্রশ্ন করলে বলেন, ‘‘রাজনীতিতে যোগ দেওয়া সত্যিই জীবনের বড় সিদ্ধান্ত ৷ সাধারণ আলাপচারিতা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আদর্শ ৷ ও কোন দলের সঙ্গে এগোবে, সঠিক সময় এলেই জানতে পারবেন ৷’’

বোনের পর কি তাহলে তিনিও রাজনীতিতে আসবেন, সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি সোনু ৷ তাঁর বক্তব্য, ‘‘আগে মালবিকার পাশে থাকাটা জরুরি ৷ মোগার সঙ্গে ওর শিকড় জড়িয়ে রয়েছে ৷ আমার কী পরিকল্পনা রয়েছে, তা পরে জানাব ৷’’

অভিনেতা থেকে সমাজকর্মী, দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন সোনু ৷ করোনার সময় মায়ানগরীর অন্য তারকারা যখন ত্রাণ তহবিলে টাকা ঢেলেই দায় সেরেছেন, নিজে দাঁড়িয়ে থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিতে দেখা গিয়েছে সোনুকে ৷ অসহায় মানুষের চিকিৎসা, অক্সিজেন জোগাড় করে দেওয়া থেকে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিতে দেখা গিয়েছে তাঁকে ৷

আরও পড়ুন: Independence Special : 80 রাজপুত যোদ্ধার ফাঁসি নাড়িয়ে দিয়েছিল কোম্পানি শাসনের ভিত

তাতে এক দিকে সাধারণ মানুষের কাছে যেমন ‘মসীহা’ হয়ে ওঠেন তিনি, তেমনই কৃষক আন্দোলনেও সমর্থন জানান । তার জেরেই সোনু কেন্দ্রের বিজেপি সরকারের বিরাগভাজন হন বলে অভিযোগ আপ এবং কংগ্রেসের ৷ তাদের দাবি, সেই কারণেই তাঁর বাড়িতে আয়কর দফতর হানা দেয় ।

আয়কর দফতরের অভিযোগ, 20 কোটি টাকার বেশি করফাঁকি দিয়েছেন সোনু । সমাজসেবার নামে স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে চাঁদা তুললেও, সেই টাকা সমাজসেবার কাজে লাগানো হয়নি । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সোনু । তাঁর বিরুদ্ধে আয়কর দফতর গরমিলের কোনও প্রমাণই দেখাতে পারবে না বলে দাবি করেছেন তিনি । এ ব্যাপারে সমাজের বিভিন্ন মহলের সমর্থনও পেয়েছেন সোনু ।

মুম্বই, 14 নভেম্বর : তাঁর রাজনীতিতে আসা নিয়ে বিস্তর জল্পনা হয়েছে । এখনও পর্যন্ত নিজে সেদিকে পা না বাড়ালেও, বোন মালবিকা সুদকে এগিয়ে দিলেন সোনু সুদ । আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে ভোটে লড়তে চলেছেন মালবিকা । তবে কোন দলে নাম লেখাতে চলেছেন মালবিকা, ভাই-বোনের কেউই তা খোলসা করেননি ৷

চণ্ডীগড় থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত মোগায় জন্ম সোনুর ৷ সেখান থেকেই রবিবার বোনের রাজনীতিতে পদার্পণের ঘোষণা করেন সোনু ৷ বোনকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘মালবিকা লড়াইয়ের জন্য প্রস্তুত ৷ মানুষের সেবা করতে চায় ও ৷’’

পঞ্জাব কংগ্রেস এবং দিল্লির আম আদমি পার্টি (আপ), দুই দলের সঙ্গই সোনুর হৃদ্যতা রয়েছে ৷ সেখানে কংগ্রেস সরকারের মাদক বিরোধী অভিযানের প্রচারের মুখ তিনি ৷ সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে দেখাও করেন সোনু ৷ আবার দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের স্কুল শিক্ষা দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি ৷ তাই কংগ্রেস বা আপের হাত ধরেই সোনু রাজনীতিতে আসতে পারেন বলে জল্পনা ছিল ৷

আরও পড়ুন: Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান

তবে বোন মালবিকা কোন দলের হাত ধরবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা জিইয়ে রেখেছেন সোনু ৷ এ নিয়ে প্রশ্ন করলে বলেন, ‘‘রাজনীতিতে যোগ দেওয়া সত্যিই জীবনের বড় সিদ্ধান্ত ৷ সাধারণ আলাপচারিতা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আদর্শ ৷ ও কোন দলের সঙ্গে এগোবে, সঠিক সময় এলেই জানতে পারবেন ৷’’

বোনের পর কি তাহলে তিনিও রাজনীতিতে আসবেন, সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি সোনু ৷ তাঁর বক্তব্য, ‘‘আগে মালবিকার পাশে থাকাটা জরুরি ৷ মোগার সঙ্গে ওর শিকড় জড়িয়ে রয়েছে ৷ আমার কী পরিকল্পনা রয়েছে, তা পরে জানাব ৷’’

অভিনেতা থেকে সমাজকর্মী, দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন সোনু ৷ করোনার সময় মায়ানগরীর অন্য তারকারা যখন ত্রাণ তহবিলে টাকা ঢেলেই দায় সেরেছেন, নিজে দাঁড়িয়ে থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিতে দেখা গিয়েছে সোনুকে ৷ অসহায় মানুষের চিকিৎসা, অক্সিজেন জোগাড় করে দেওয়া থেকে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিতে দেখা গিয়েছে তাঁকে ৷

আরও পড়ুন: Independence Special : 80 রাজপুত যোদ্ধার ফাঁসি নাড়িয়ে দিয়েছিল কোম্পানি শাসনের ভিত

তাতে এক দিকে সাধারণ মানুষের কাছে যেমন ‘মসীহা’ হয়ে ওঠেন তিনি, তেমনই কৃষক আন্দোলনেও সমর্থন জানান । তার জেরেই সোনু কেন্দ্রের বিজেপি সরকারের বিরাগভাজন হন বলে অভিযোগ আপ এবং কংগ্রেসের ৷ তাদের দাবি, সেই কারণেই তাঁর বাড়িতে আয়কর দফতর হানা দেয় ।

আয়কর দফতরের অভিযোগ, 20 কোটি টাকার বেশি করফাঁকি দিয়েছেন সোনু । সমাজসেবার নামে স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে চাঁদা তুললেও, সেই টাকা সমাজসেবার কাজে লাগানো হয়নি । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সোনু । তাঁর বিরুদ্ধে আয়কর দফতর গরমিলের কোনও প্রমাণই দেখাতে পারবে না বলে দাবি করেছেন তিনি । এ ব্যাপারে সমাজের বিভিন্ন মহলের সমর্থনও পেয়েছেন সোনু ।

Last Updated : Nov 14, 2021, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.