ETV Bharat / bharat

Temple in Father Memory: বাবার স্মৃতি রক্ষা করতে মূর্তি গড়ে মন্দির তেলেঙ্গানায় - Gangaram Naik

বাবার স্মৃতিতে মন্দির তেলেঙ্গানায় (Temple in Father Memory) ৷ চার ছেলে মিলে উঠোনের মাঝে গড়লেন সেই মন্দির ৷ সেখানে সপরিবারে এখনও বসবাস করে বাবার পুজোও করেন তাঁরা ৷

ETV Bharat
Temple for Father
author img

By

Published : Dec 31, 2022, 2:23 PM IST

নিজামবাদ(তেলেঙ্গানা) 31 ডিসেম্বর: বর্তমান সময়ে দেশের চারিদিক থেকে একের পর এক বাবা-মায়ের উপর অত্যাচারের ঘটনা সামনে আসছে ৷ কখনও সম্পত্তির জন্য গোলমাল তো কখনও সামান্য দু'মুঠো ভাত না দিয়ে তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করার মতো ঘটনা ঘটে ৷ এ নিয়ে জমে রয়েছে হাজার হাজার মামলা । আদালতে বৃদ্ধ বয়সে হাজিরা দিচ্ছেন কত অসহায় বাবা-মা ৷ আর এসবের মাঝেই তেলেঙ্গানায় ধরা পড়ল এক অন্য ছবি ৷

তবে আমরা যে শুধু অত্যাচার কথাই শুনতে পাই তা নয়, ভালো কিছু ঘটনাও জানা হয় আমাদের ৷ যেমন বাবা-মাকে নিয়ে বিশ্ব ভ্রমণ থেকে গাড়ি, বাড়ি কিনে দেওয়া ৷ তেমনই এক ঘটনার সাক্ষী নিজামবাদ জেলার (Nizamabad district) মালকাপুর তাণ্ডা (Malkapur Tanda) ৷ তবে এই ঘটনা একটু আলাদা ৷ বাবা মারা গিয়েছেন 30 ডিসেম্বর 2014 সালে ৷ এর এক বছর বাদে বাবার স্মৃতিতে মন্দির তৈরি করেন ছেলেরা ৷ এখন নিয়মিত উপাসনা হয় সেখানে

ভাবছেন তো বাবা-মার স্মৃতিতে অনেকেই মন্দির করে, এতে নতুনত্ব কী ৷ আসলে এই মন্দিরে যে বাবা নিজেই ভগবানের আসনে অধিষ্ঠিত ৷ হ্যাঁ কোনও দেব-দেবীর নয়, বাবার আদলে মূর্তি করে উঠোনের মাঝখানে মন্দির গড়ে তুললেন ছেলেরা ৷

ETV Bharat
উঠোনের মাঝে বাবার স্মৃতিতে মন্দির তেলেঙ্গানায়

ওই ব্যক্তির নাম গঙ্গারাম নায়েক (Gangaram Naik) ৷ তাঁর দুই ছেলে ও চার মেয়ে । তাঁদের সবার বিয়ে হয়ে গিয়েছে । গঙ্গারাম নায়েক কৃষি কাজ করে তাঁর পরিবার প্রতিপালন করতেন । গঙ্গারাম 70 বছর বয়সে রাওজি এবং সাকরিয়া নায়েকের বিয়ের কয়েক বছর পরে মারা যান । বাবার প্রতি ভালোবাসায় এক বছরের মধ্যে ছেলেরা উঠোনে 5 লক্ষ টাকা খরচ করে একটি মন্দির তৈরি করেন ৷ সেখানে বাবার মূর্তি স্থাপন করেন (Sons built temple for father to keep his memory alive) ।

এই সময়ে দাঁড়িয়ে যখন ভেঙে যাচ্ছে পরিবার ৷ আলাদা থাকতে শুরু করছে ছেলে-মেয়েরা ৷ তখন গঙ্গারামের ছেলেরা এখনও একটি যৌথ পরিবার হিসাবে সেখানে বসবাস করেন ৷ প্রতি বছর 30 ডিসেম্বর বাবার মৃত্যু বার্ষিকীতে একটি অনুষ্ঠান করেন তাঁরা, এতে পরিবারের সকল সদস্য উপস্থিত থাকেন ৷

আরও পড়ুন: হিমাচলে তুষারপাত, পুলিশের সহযোগিতায় গন্তব্যে রওনা 400 গাড়ির

নিজামবাদ(তেলেঙ্গানা) 31 ডিসেম্বর: বর্তমান সময়ে দেশের চারিদিক থেকে একের পর এক বাবা-মায়ের উপর অত্যাচারের ঘটনা সামনে আসছে ৷ কখনও সম্পত্তির জন্য গোলমাল তো কখনও সামান্য দু'মুঠো ভাত না দিয়ে তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করার মতো ঘটনা ঘটে ৷ এ নিয়ে জমে রয়েছে হাজার হাজার মামলা । আদালতে বৃদ্ধ বয়সে হাজিরা দিচ্ছেন কত অসহায় বাবা-মা ৷ আর এসবের মাঝেই তেলেঙ্গানায় ধরা পড়ল এক অন্য ছবি ৷

তবে আমরা যে শুধু অত্যাচার কথাই শুনতে পাই তা নয়, ভালো কিছু ঘটনাও জানা হয় আমাদের ৷ যেমন বাবা-মাকে নিয়ে বিশ্ব ভ্রমণ থেকে গাড়ি, বাড়ি কিনে দেওয়া ৷ তেমনই এক ঘটনার সাক্ষী নিজামবাদ জেলার (Nizamabad district) মালকাপুর তাণ্ডা (Malkapur Tanda) ৷ তবে এই ঘটনা একটু আলাদা ৷ বাবা মারা গিয়েছেন 30 ডিসেম্বর 2014 সালে ৷ এর এক বছর বাদে বাবার স্মৃতিতে মন্দির তৈরি করেন ছেলেরা ৷ এখন নিয়মিত উপাসনা হয় সেখানে

ভাবছেন তো বাবা-মার স্মৃতিতে অনেকেই মন্দির করে, এতে নতুনত্ব কী ৷ আসলে এই মন্দিরে যে বাবা নিজেই ভগবানের আসনে অধিষ্ঠিত ৷ হ্যাঁ কোনও দেব-দেবীর নয়, বাবার আদলে মূর্তি করে উঠোনের মাঝখানে মন্দির গড়ে তুললেন ছেলেরা ৷

ETV Bharat
উঠোনের মাঝে বাবার স্মৃতিতে মন্দির তেলেঙ্গানায়

ওই ব্যক্তির নাম গঙ্গারাম নায়েক (Gangaram Naik) ৷ তাঁর দুই ছেলে ও চার মেয়ে । তাঁদের সবার বিয়ে হয়ে গিয়েছে । গঙ্গারাম নায়েক কৃষি কাজ করে তাঁর পরিবার প্রতিপালন করতেন । গঙ্গারাম 70 বছর বয়সে রাওজি এবং সাকরিয়া নায়েকের বিয়ের কয়েক বছর পরে মারা যান । বাবার প্রতি ভালোবাসায় এক বছরের মধ্যে ছেলেরা উঠোনে 5 লক্ষ টাকা খরচ করে একটি মন্দির তৈরি করেন ৷ সেখানে বাবার মূর্তি স্থাপন করেন (Sons built temple for father to keep his memory alive) ।

এই সময়ে দাঁড়িয়ে যখন ভেঙে যাচ্ছে পরিবার ৷ আলাদা থাকতে শুরু করছে ছেলে-মেয়েরা ৷ তখন গঙ্গারামের ছেলেরা এখনও একটি যৌথ পরিবার হিসাবে সেখানে বসবাস করেন ৷ প্রতি বছর 30 ডিসেম্বর বাবার মৃত্যু বার্ষিকীতে একটি অনুষ্ঠান করেন তাঁরা, এতে পরিবারের সকল সদস্য উপস্থিত থাকেন ৷

আরও পড়ুন: হিমাচলে তুষারপাত, পুলিশের সহযোগিতায় গন্তব্যে রওনা 400 গাড়ির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.