নয়াদিল্লি, 29 ডিসেম্বর: অযোধ্যায় রামলালার মূর্তি অভিষেকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধিকে ৷ কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত হবেন কি না, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি ৷ তবে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যে তিনি উপস্থিত থাকতে পারেন ৷ এই নিয়ে জানতে খোঁজ করা হলে, কংগ্রেসের একটি সূত্র থেকে জানানো হয়েছে যে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি সোনিয়া গান্ধি ৷
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাজোসাজো রব উত্তরপ্রদেশে ৷ আগামী 16 জানুয়ারি থেকে শুরু হবে অনুষ্ঠান ৷ আগামী 22 জানুয়ারি রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে নবনির্মিত রামমন্দিরে ৷ তা প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুষ্ঠানে দেশের সমস্ত রাজনৈতিক দল ও রাজনীতির ক্ষেত্রে বিশিষ্টদের আমন্ত্রণ জানাচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট৷ সেই তালিকায় সোনিয়া গান্ধিও রয়েছেন ৷
দিনকয়েক আগে ওই ট্রাস্টের শীর্ষ প্রতিনিধিরা দেখা করেন সোনিয়া গান্ধির সঙ্গে ৷ তাঁরা সেখানে সোনিয়া গান্ধির হাতে রামলালার মূর্তি অভিষেকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র তুলে দেন ৷ একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও ৷
তাঁদের উপস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা চলছে ৷ শোনা যাচ্ছে যে সোনিয়া-খাড়গে উপস্থিত না হতে পারলেও কংগ্রেসের এক প্রতিনিধি দল যাবে ৷ যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, এই নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে কংগ্রেস ৷
সামনেই লোকসভা নির্বাচন ৷ বিরোধীরা অভিযোগ করছে যে এই মন্দির উদ্বোধনকে সামনে রেখে ভোটে মেরুকরণ করতে চায় বিজেপি ৷ তাই ইতিমধ্যে একাধিক রাজনৈতিক নিজেদের অনুপস্থিতির কথা জানিয়ে দিয়েছে ৷ কিন্তু কোনও কোনও মহল থেকে আশঙ্কা করা হচ্ছে, যারা উপস্থিত থাকবে না, সেই দলগুলিকে হিন্দুবিরোধী তকমা দিয়ে ভোটে প্রচার করতে পারে বিজেপি ৷ তাই শেষ পর্যন্ত কংগ্রেস কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার !
আরও পড়ুন: