ETV Bharat / bharat

রামলালার অভিষেকে যোগদান নিয়ে সিদ্ধান্ত নেননি সোনিয়া, দাবি কংগ্রেস সূত্রের - Ram Lalla Consecration

Sonia Gandhi: আগামী 22 জানুয়ারি রামলালার মূর্তি অভিষেক হবে ৷ সেই অনুষ্ঠান আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকেও ৷ তিনি উপস্থিত থাকবেন কি না, সেই সিদ্ধান্ত নেননি কংগ্রেস সূত্র থেকে জানা গিয়েছে ৷

Sonia Gandhi
Sonia Gandhi
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 4:14 PM IST

Updated : Dec 29, 2023, 4:35 PM IST

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: অযোধ্যায় রামলালার মূর্তি অভিষেকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধিকে ৷ কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত হবেন কি না, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি ৷ তবে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যে তিনি উপস্থিত থাকতে পারেন ৷ এই নিয়ে জানতে খোঁজ করা হলে, কংগ্রেসের একটি সূত্র থেকে জানানো হয়েছে যে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি সোনিয়া গান্ধি ৷

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাজোসাজো রব উত্তরপ্রদেশে ৷ আগামী 16 জানুয়ারি থেকে শুরু হবে অনুষ্ঠান ৷ আগামী 22 জানুয়ারি রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে নবনির্মিত রামমন্দিরে ৷ তা প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুষ্ঠানে দেশের সমস্ত রাজনৈতিক দল ও রাজনীতির ক্ষেত্রে বিশিষ্টদের আমন্ত্রণ জানাচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট৷ সেই তালিকায় সোনিয়া গান্ধিও রয়েছেন ৷

দিনকয়েক আগে ওই ট্রাস্টের শীর্ষ প্রতিনিধিরা দেখা করেন সোনিয়া গান্ধির সঙ্গে ৷ তাঁরা সেখানে সোনিয়া গান্ধির হাতে রামলালার মূর্তি অভিষেকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র তুলে দেন ৷ একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও ৷

তাঁদের উপস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা চলছে ৷ শোনা যাচ্ছে যে সোনিয়া-খাড়গে উপস্থিত না হতে পারলেও কংগ্রেসের এক প্রতিনিধি দল যাবে ৷ যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, এই নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে কংগ্রেস ৷

সামনেই লোকসভা নির্বাচন ৷ বিরোধীরা অভিযোগ করছে যে এই মন্দির উদ্বোধনকে সামনে রেখে ভোটে মেরুকরণ করতে চায় বিজেপি ৷ তাই ইতিমধ্যে একাধিক রাজনৈতিক নিজেদের অনুপস্থিতির কথা জানিয়ে দিয়েছে ৷ কিন্তু কোনও কোনও মহল থেকে আশঙ্কা করা হচ্ছে, যারা উপস্থিত থাকবে না, সেই দলগুলিকে হিন্দুবিরোধী তকমা দিয়ে ভোটে প্রচার করতে পারে বিজেপি ৷ তাই শেষ পর্যন্ত কংগ্রেস কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার !

আরও পড়ুন:

  1. মন্দিরে প্রতিষ্ঠার জন্য রামলালার মূর্তি বাছাইয়ে আজ অযোধ্যায় ভোটগ্রহণ
  2. অযোধ্যার নতুন বিমানবন্দরের নাম 'মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর', উদ্বোধন করবেন মোদি
  3. রামলালাকে ‘অপহরণ’ করেছে বিজেপি, প্রতিবাদে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত উদ্ধবের শিবসেনার

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: অযোধ্যায় রামলালার মূর্তি অভিষেকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধিকে ৷ কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত হবেন কি না, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি ৷ তবে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যে তিনি উপস্থিত থাকতে পারেন ৷ এই নিয়ে জানতে খোঁজ করা হলে, কংগ্রেসের একটি সূত্র থেকে জানানো হয়েছে যে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি সোনিয়া গান্ধি ৷

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাজোসাজো রব উত্তরপ্রদেশে ৷ আগামী 16 জানুয়ারি থেকে শুরু হবে অনুষ্ঠান ৷ আগামী 22 জানুয়ারি রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে নবনির্মিত রামমন্দিরে ৷ তা প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুষ্ঠানে দেশের সমস্ত রাজনৈতিক দল ও রাজনীতির ক্ষেত্রে বিশিষ্টদের আমন্ত্রণ জানাচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট৷ সেই তালিকায় সোনিয়া গান্ধিও রয়েছেন ৷

দিনকয়েক আগে ওই ট্রাস্টের শীর্ষ প্রতিনিধিরা দেখা করেন সোনিয়া গান্ধির সঙ্গে ৷ তাঁরা সেখানে সোনিয়া গান্ধির হাতে রামলালার মূর্তি অভিষেকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র তুলে দেন ৷ একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও ৷

তাঁদের উপস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা চলছে ৷ শোনা যাচ্ছে যে সোনিয়া-খাড়গে উপস্থিত না হতে পারলেও কংগ্রেসের এক প্রতিনিধি দল যাবে ৷ যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, এই নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে কংগ্রেস ৷

সামনেই লোকসভা নির্বাচন ৷ বিরোধীরা অভিযোগ করছে যে এই মন্দির উদ্বোধনকে সামনে রেখে ভোটে মেরুকরণ করতে চায় বিজেপি ৷ তাই ইতিমধ্যে একাধিক রাজনৈতিক নিজেদের অনুপস্থিতির কথা জানিয়ে দিয়েছে ৷ কিন্তু কোনও কোনও মহল থেকে আশঙ্কা করা হচ্ছে, যারা উপস্থিত থাকবে না, সেই দলগুলিকে হিন্দুবিরোধী তকমা দিয়ে ভোটে প্রচার করতে পারে বিজেপি ৷ তাই শেষ পর্যন্ত কংগ্রেস কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার !

আরও পড়ুন:

  1. মন্দিরে প্রতিষ্ঠার জন্য রামলালার মূর্তি বাছাইয়ে আজ অযোধ্যায় ভোটগ্রহণ
  2. অযোধ্যার নতুন বিমানবন্দরের নাম 'মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর', উদ্বোধন করবেন মোদি
  3. রামলালাকে ‘অপহরণ’ করেছে বিজেপি, প্রতিবাদে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত উদ্ধবের শিবসেনার
Last Updated : Dec 29, 2023, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.