ETV Bharat / bharat

মহামারিতে অনাথ শিশুদের শিক্ষার ভার নিক সরকার, মোদিকে চিঠি সোনিয়ার - 30 তম মৃত্যুবার্ষিকী

মহামারির জন্য যে বিপর্যয় দেখা দিয়েছে, তার মধ্যে যে শিশুরা তাদের বাবা-মা দু‘জনকেই হারিয়েছে তা সব থেকে বেশি ভয়ঙ্কর ৷ এই সব শিশুরা এখন মানসিক ভাবে বিপর্যস্ত এবং ভবিষ্যতে পড়াশোনার জন্য সাহায্য করার মতো তাদের পাশে কেউ নেই ৷ এই সব শিশুদের শিক্ষার দায়িত্ব নেওয়ার অনুরোধ করে সোনিয়ার চিঠি মোদিকে ৷

মোদিকে চিঠি সোনিয়ার
মোদিকে চিঠি সোনিয়ার
author img

By

Published : May 20, 2021, 6:48 PM IST

Updated : May 20, 2021, 7:00 PM IST

নয়া দিল্লি , 20 মে : বৃহস্পতিবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন ৷ চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, নবোদয় বিদ্যালয়ের যেসব পড়ুয়ারা প্যানডেমিকে বাবা-মাকে হারিয়েছে তাদের পড়াশোনার দায়িত্ব যেন সরকার নেয় ৷

21 মে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির 30 তম মৃত্যুবার্ষিকীর প্রেক্ষিতে এই চিঠি লেখেন সোনিয়া ৷

চিঠিতে সোনিয়া লিখেছেন, " মহামারির জন্য যে বিপর্যয় দেখা দিয়েছে, তার মধ্যে যে শিশুরা তাদের বাবা-মা দুজনকেই হারিয়েছে তা সব থেকে বেশি ভয়ঙ্কর ৷ এই সব শিশুরা এখন মানসিক ভাবে বিপর্যস্ত এবং ভবিষ্যতে পড়াশোনার জন্য সাহায্য করার মতো তাদের পাশে কেউ নেই ৷"

তিনি আরও লিখেছেন, " আমার স্বামী রাজীর গান্ধির উন্নয়নের লক্ষে পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হল নবোদয় বিদ্যালয় নেটওয়ার্ক ৷ গ্রামাঞ্চলের মেধাবী পড়ুয়াদের জন্য সাধ্যের মধ্যে আধুনিক শিক্ষা সহজলভ্য করে তোলা তাঁর স্বপ্ন ছিল ৷"

এরপরই সোনিয়া নরেন্দ্র মোদিকে কোভিড-19 এর কারণে অনাথ হওয়া নবোদয় বিদ্যালয়ের পড়ুয়াদের শিক্ষার দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন ৷

এদিন সোনিয়া পুত্র রাহুল গান্ধি মায়ের চিঠিকে সমর্থন জানিয়ে 'গুরুত্বপূর্ণ উপদেশ' বলে একটি টুইট করেন ৷

  • Children are amongst the worst hit by Covid trauma, many having lost their parents to the dreadful situation.

    Congress President makes an important suggestion to safeguard their future & provide them free education at NVs.

    It’s high time GOI listened! pic.twitter.com/vc6MaysIVc

    — Rahul Gandhi (@RahulGandhi) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দ্বিতীয়বার কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়নের, শুভেচ্ছা মোদির

রাজীব গান্ধির মৃত্যুবার্ষিকীর দিন কংগ্রেসের পক্ষ থেকে করোনা আক্রান্তদের চিকিৎসা সামগ্রী দেওয়ার আয়োজন করা হয়েছে ৷ এদিন কংগ্রেসের কর্মসূচি, হাসপাতালে খাবার দেওয়া, মাস্ক পড়া নিয়ে মানুষকে সতর্ক করা, ওষুধ বিলি করা এবং ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করতে সাহায্য করা ৷

নয়া দিল্লি , 20 মে : বৃহস্পতিবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন ৷ চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, নবোদয় বিদ্যালয়ের যেসব পড়ুয়ারা প্যানডেমিকে বাবা-মাকে হারিয়েছে তাদের পড়াশোনার দায়িত্ব যেন সরকার নেয় ৷

21 মে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির 30 তম মৃত্যুবার্ষিকীর প্রেক্ষিতে এই চিঠি লেখেন সোনিয়া ৷

চিঠিতে সোনিয়া লিখেছেন, " মহামারির জন্য যে বিপর্যয় দেখা দিয়েছে, তার মধ্যে যে শিশুরা তাদের বাবা-মা দুজনকেই হারিয়েছে তা সব থেকে বেশি ভয়ঙ্কর ৷ এই সব শিশুরা এখন মানসিক ভাবে বিপর্যস্ত এবং ভবিষ্যতে পড়াশোনার জন্য সাহায্য করার মতো তাদের পাশে কেউ নেই ৷"

তিনি আরও লিখেছেন, " আমার স্বামী রাজীর গান্ধির উন্নয়নের লক্ষে পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হল নবোদয় বিদ্যালয় নেটওয়ার্ক ৷ গ্রামাঞ্চলের মেধাবী পড়ুয়াদের জন্য সাধ্যের মধ্যে আধুনিক শিক্ষা সহজলভ্য করে তোলা তাঁর স্বপ্ন ছিল ৷"

এরপরই সোনিয়া নরেন্দ্র মোদিকে কোভিড-19 এর কারণে অনাথ হওয়া নবোদয় বিদ্যালয়ের পড়ুয়াদের শিক্ষার দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন ৷

এদিন সোনিয়া পুত্র রাহুল গান্ধি মায়ের চিঠিকে সমর্থন জানিয়ে 'গুরুত্বপূর্ণ উপদেশ' বলে একটি টুইট করেন ৷

  • Children are amongst the worst hit by Covid trauma, many having lost their parents to the dreadful situation.

    Congress President makes an important suggestion to safeguard their future & provide them free education at NVs.

    It’s high time GOI listened! pic.twitter.com/vc6MaysIVc

    — Rahul Gandhi (@RahulGandhi) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দ্বিতীয়বার কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়নের, শুভেচ্ছা মোদির

রাজীব গান্ধির মৃত্যুবার্ষিকীর দিন কংগ্রেসের পক্ষ থেকে করোনা আক্রান্তদের চিকিৎসা সামগ্রী দেওয়ার আয়োজন করা হয়েছে ৷ এদিন কংগ্রেসের কর্মসূচি, হাসপাতালে খাবার দেওয়া, মাস্ক পড়া নিয়ে মানুষকে সতর্ক করা, ওষুধ বিলি করা এবং ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করতে সাহায্য করা ৷

Last Updated : May 20, 2021, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.