ETV Bharat / bharat

Sonia Gandhi : উত্তরপ্রদেশ-সহ 5 রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধি - 2022 বিধানসভা নির্বাচন

আসছে 5 রাজ্যে নির্বাচন ৷ তার মধ্যে কংগ্রেসের বিশেষ নজর উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ৷ তাই নির্বাচনী প্রস্তুতি সারতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷

সোনিয়া গান্ধি
সোনিয়া গান্ধি
author img

By

Published : Oct 26, 2021, 9:30 AM IST

নয়াদিল্লি, 26 অক্টোবর : নির্বাচনী প্রস্তুতি নিতে জরুরি বৈঠক ডাকলেন কংগ্রেসের হাইকম্যান্ড তথা অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) দলের সদর দফতরে ৷ উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarkhand), পঞ্জাব (Punjab), গোয়া (Goa) ও মণিপুর (Manipur), দেশের এই 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন 2022-এ ৷ স্বভাবতই সরগরম দেশের রাজনীতি ৷ বৈঠকে উপস্থিত থাকবেন দলের প্রথম সারির নেতারা ৷

সূত্র মারফত জানা গিয়েছে, সভানেত্রী সোনিয়া গান্ধির সভাপতিত্বে 26 অক্টোবর কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজ্যের দায়িত্বে থাকা নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক হবে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দফতরে ৷ আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতে সদস্যপদ, প্রশিক্ষণ, বিক্ষোভ কর্মসূচি এবং ভোট-কৌশল নিয়ে আলোচনা হবে এখানে ৷ উত্তরপ্রদেশের কংগ্রেস কমিটির সভাপতিরাও এতে উপস্থিত থাকবেন ৷

এর আগে 16 অক্টোবর 'কংগ্রেস ওয়ার্কিং কমিটি'-র (Congress Working Committee, CWC) বৈঠকে আগামী বছর দলীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ তার প্রস্তুতি হিসেবে কংগ্রেসের সদস্যপদ পাওয়ার একটি কর্মসূচি শুরু হচ্ছে 1 নভেম্বর ৷ 2022-এর 6 সেপ্টেম্বর সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ৷

আরও পড়ুন : Sonia Gandhi : আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী, বিক্ষুব্ধদের জবাব সোনিয়ার

সূত্র অনুযায়ী, ভারতের যুব কংগ্রেস (Indian Youth Congress), ভারতের জাতীয় ছাত্র সংগঠন (National Student Union of India), মহিলা কংগ্রেস (Mahila Congress) এবং দলের সোশ্যাল মিডিয়া বিভাগের তরফে রাহুল গান্ধিকে (Rahul Gandhi) কংগ্রেসের পরবর্তী সভাপতি (party president) হিসেবে নির্বাচিত করার একটি প্রস্তাবনা ইতিমধ্যে পাশ করা হয়েছে ৷ আশা করা যায়, আজকের বৈঠকে তারই প্রতিধ্বনি শোনা যাবে ৷

এর আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot), পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi), ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) রাহুল গান্ধিকে সভাপতি করার পক্ষেই মত দিয়েছিলেন ৷ এপ্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা (Randeep Surjewala) নিশ্চিত করেছেন যে রাহুল তাঁদের অনুরোধ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.