ETV Bharat / bharat

Sonia on Women's Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল রাজীব গান্ধির স্বপ্ন ছিল, লোকসভায় বললেন সোনিয়া - সোনিয়া গান্ধি

Sonia Gandhi on Women's Reservation Bill: সোমবার থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে মহিলা সংরক্ষণ বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার ৷ নতুন সংসদ ভবনের লোকসভায় এটাই ছিল পেশ হওয়া প্রথম বিল ৷ বুধবার এই বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে সোনিয়া গান্ধি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধির স্বপ্নের কথা তুলে ধরেছেন ৷

Sonia Gandhi/ Photo Courtesy - Sansand TV YT
Sonia Gandhi/ Photo Courtesy - Sansand TV YT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 12:10 PM IST

Updated : Sep 20, 2023, 12:44 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: রাজীব গান্ধির স্বপ্ন ছিল মহিলা সংরক্ষণ বিল, বুধবার লোকসভায় এই কথাই জানিয়েছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷ মঙ্গলবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার ৷ বুধবার সেই নিয়েই আলোচনা হচ্ছে সংসদের নিম্নকক্ষে ৷ সেই আলোচনায় অংশ নিয়েই বর্ষীয়ান এই কংগ্রেস নেত্রী এই কথা বলেছেন ৷

উল্লেখ্য, গত সোমবার সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন ৷ চলবে আগামী শুক্রবার পর্যন্ত ৷ অধিবেশনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় নতুন সংসদ ভবনে ৷ সেখানে লোকসভায় প্রথম বিল হিসেবে পেশ করা হয় ‘নারী শক্তি বিধান অধিনিয়ম 2023’ ৷ আদতে যা লোকসভা ও বিধানসভায় মহিলাদের 33 শতাংশ আসন সংরক্ষণের নিশ্চিয়তা দেবে ৷ বুধবার এই বিল নিয়ে আলোচনা চলছে লোকসভায় ৷

কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধি এই বিল নিয়ে প্রথম ভাষণ দেন ৷ তিনি বিলের সমর্থনেই বলেছেন ৷ আর দাবি তুলেছেন যে এই বিল যেন আইন করে অবিলম্বে কার্যকর করা হয় ৷ তাঁর বক্তব্য, বিল কার্যকরে দেরি হলে তা মহিলাদের উপর অবিচার করার সমান হবে ৷

সোনিয়া গান্ধি বলেন, “আমি নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2023 এর সমর্থনে দাঁড়িয়েছি । মহিলাদের বলা হচ্ছে যে এই বিলটি আইনে পরিণত হওয়ার জন্য তাঁদের আরও অপেক্ষা করতে হবে । আমরা অবিলম্বে বিলটিকে আইনে পরিণত করার দাবি জানাই । বিলটি বাস্তবায়নে বিলম্ব দেশের নারীদের প্রতি চরম অন্যায় । আমি অবিলম্বে এটি বলবৎ করার জন্য সরকারের কাছে আবেদন করছি ।”

এই বিল নিয়ে বলতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধির প্রসঙ্গ তোলেন তিনি ৷ সোনিয়া গান্ধি বলেন, ‘‘এটা (বিল) রাজীবজি (গান্ধি)র স্বপ্ন ছিল ৷’’ এর পর তিনি যোগ করেন, "এটি আমার নিজের জীবনেরও একটি আবেগময় মুহূর্ত । প্রথমবারের মতো, স্থানীয়স্তরের নির্বাচনে মহিলাদের প্রতিনিধিত্ব নির্ধারণের জন্য সাংবিধানিক সংশোধনী এনেছিলেন আমার জীবনসঙ্গী রাজীব গান্ধি । এটি রাজ্যসভায় সাত ভোটে পরাজিত হয়েছিল । পরে প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও-এর নেতৃত্বে কংগ্রেসের সরকার এটি রাজ্যসভায় পাস করে । ফলস্বরূপ, স্থানীয়স্তরের মাধ্যমে সারা দেশে আমাদের 15 লক্ষ নির্বাচিত মহিলা নেত্রী রয়েছেন । রাজীব গান্ধীর স্বপ্ন আংশিকভাবে সম্পূর্ণ হয়েছিল । এই বিল সেই স্বপ্নকে পূরণ করল ৷"

আরও পড়ুন: 'মহিলা সংরক্ষণ বিল আমাদের', কেন বললেন সোনিয়া গান্ধি!

তাঁর আরও দাবি, দ্রুত জাতিসুমারি করা হোক দেশে ৷ তার ভিত্তিতে অন্যান্য অনগ্রসর শ্রেণি বা তফসিলি জাতি থেকে মহিলাদের অংশগ্রহণ আরও সুনিশ্চিত করা হোক ৷

তিনি বলেন, "আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই ৷ ভারতীয় মহিলারা গত 13 বছর ধরে তাঁদের রাজনৈতিক দায়িত্বের জন্য অপেক্ষা করছেন । এখন তাঁদের আরও কয়েক বছর অপেক্ষা করতে বলা হচ্ছে । কত বছর ? ভারতীয় মহিলাদের সঙ্গে এই আচরণ কি যুক্তিযুক্ত ? কংগ্রেস দাবি করেছে যে বিলটি অবিলম্বে কার্যকর করা হোক তবে জাতিশুমারিও করা উচিত ও এসসি, এসটি ও ওবিসি মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করা উচিত... ৷"

প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার পর এ দিনই তা লোকসভায় পাশ হয়ে যাওয়ার কথা ৷ তার পর আগামিকাল বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিল পেশ হবে ৷ আলোচনার পর ওই দিনই সম্ভবত বিল পাশ হয়ে যাবে ৷

আরও পড়ুন: মুলতুবি লোকসভা, সর্বসম্মতিতে মহিলা সংরক্ষণ বিল পাশে সাংসদদের কাছে আর্জি মোদির

কলকাতা, 20 সেপ্টেম্বর: রাজীব গান্ধির স্বপ্ন ছিল মহিলা সংরক্ষণ বিল, বুধবার লোকসভায় এই কথাই জানিয়েছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷ মঙ্গলবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার ৷ বুধবার সেই নিয়েই আলোচনা হচ্ছে সংসদের নিম্নকক্ষে ৷ সেই আলোচনায় অংশ নিয়েই বর্ষীয়ান এই কংগ্রেস নেত্রী এই কথা বলেছেন ৷

উল্লেখ্য, গত সোমবার সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন ৷ চলবে আগামী শুক্রবার পর্যন্ত ৷ অধিবেশনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় নতুন সংসদ ভবনে ৷ সেখানে লোকসভায় প্রথম বিল হিসেবে পেশ করা হয় ‘নারী শক্তি বিধান অধিনিয়ম 2023’ ৷ আদতে যা লোকসভা ও বিধানসভায় মহিলাদের 33 শতাংশ আসন সংরক্ষণের নিশ্চিয়তা দেবে ৷ বুধবার এই বিল নিয়ে আলোচনা চলছে লোকসভায় ৷

কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধি এই বিল নিয়ে প্রথম ভাষণ দেন ৷ তিনি বিলের সমর্থনেই বলেছেন ৷ আর দাবি তুলেছেন যে এই বিল যেন আইন করে অবিলম্বে কার্যকর করা হয় ৷ তাঁর বক্তব্য, বিল কার্যকরে দেরি হলে তা মহিলাদের উপর অবিচার করার সমান হবে ৷

সোনিয়া গান্ধি বলেন, “আমি নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2023 এর সমর্থনে দাঁড়িয়েছি । মহিলাদের বলা হচ্ছে যে এই বিলটি আইনে পরিণত হওয়ার জন্য তাঁদের আরও অপেক্ষা করতে হবে । আমরা অবিলম্বে বিলটিকে আইনে পরিণত করার দাবি জানাই । বিলটি বাস্তবায়নে বিলম্ব দেশের নারীদের প্রতি চরম অন্যায় । আমি অবিলম্বে এটি বলবৎ করার জন্য সরকারের কাছে আবেদন করছি ।”

এই বিল নিয়ে বলতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধির প্রসঙ্গ তোলেন তিনি ৷ সোনিয়া গান্ধি বলেন, ‘‘এটা (বিল) রাজীবজি (গান্ধি)র স্বপ্ন ছিল ৷’’ এর পর তিনি যোগ করেন, "এটি আমার নিজের জীবনেরও একটি আবেগময় মুহূর্ত । প্রথমবারের মতো, স্থানীয়স্তরের নির্বাচনে মহিলাদের প্রতিনিধিত্ব নির্ধারণের জন্য সাংবিধানিক সংশোধনী এনেছিলেন আমার জীবনসঙ্গী রাজীব গান্ধি । এটি রাজ্যসভায় সাত ভোটে পরাজিত হয়েছিল । পরে প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও-এর নেতৃত্বে কংগ্রেসের সরকার এটি রাজ্যসভায় পাস করে । ফলস্বরূপ, স্থানীয়স্তরের মাধ্যমে সারা দেশে আমাদের 15 লক্ষ নির্বাচিত মহিলা নেত্রী রয়েছেন । রাজীব গান্ধীর স্বপ্ন আংশিকভাবে সম্পূর্ণ হয়েছিল । এই বিল সেই স্বপ্নকে পূরণ করল ৷"

আরও পড়ুন: 'মহিলা সংরক্ষণ বিল আমাদের', কেন বললেন সোনিয়া গান্ধি!

তাঁর আরও দাবি, দ্রুত জাতিসুমারি করা হোক দেশে ৷ তার ভিত্তিতে অন্যান্য অনগ্রসর শ্রেণি বা তফসিলি জাতি থেকে মহিলাদের অংশগ্রহণ আরও সুনিশ্চিত করা হোক ৷

তিনি বলেন, "আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই ৷ ভারতীয় মহিলারা গত 13 বছর ধরে তাঁদের রাজনৈতিক দায়িত্বের জন্য অপেক্ষা করছেন । এখন তাঁদের আরও কয়েক বছর অপেক্ষা করতে বলা হচ্ছে । কত বছর ? ভারতীয় মহিলাদের সঙ্গে এই আচরণ কি যুক্তিযুক্ত ? কংগ্রেস দাবি করেছে যে বিলটি অবিলম্বে কার্যকর করা হোক তবে জাতিশুমারিও করা উচিত ও এসসি, এসটি ও ওবিসি মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করা উচিত... ৷"

প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার পর এ দিনই তা লোকসভায় পাশ হয়ে যাওয়ার কথা ৷ তার পর আগামিকাল বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিল পেশ হবে ৷ আলোচনার পর ওই দিনই সম্ভবত বিল পাশ হয়ে যাবে ৷

আরও পড়ুন: মুলতুবি লোকসভা, সর্বসম্মতিতে মহিলা সংরক্ষণ বিল পাশে সাংসদদের কাছে আর্জি মোদির

Last Updated : Sep 20, 2023, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.