ETV Bharat / bharat

লোকসভার কংগ্রেস দলনেতা অধীরই, সংসদীয় দলের পুনর্গঠন সোনিয়ার

author img

By

Published : Jul 18, 2021, 2:14 PM IST

লোকসভায় কংগ্রেসের দলনেতা পদে ফিরিয়ে আনা হল অধীর রঞ্জন চৌধুরীকে ৷ 19 জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হবে ৷ যেখানে লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের নেতৃত্বে অধীরকে ফিরিয়ে এনেছেন কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷

sonia gandhi-sets-up-parliament-groups-adhir ranjan chowdhuri-to-stay-as-floor-leader
কংগ্রেসের সংসদীয় দলের পুনর্গঠন করলেন সোনিয়া গান্ধি, ফিরলেন অধীর

নয়াদিল্লি, 18 জুলাই : সোমবার, 19 জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন বসতে চলেছে ৷ আর সেখানে করোনা, ভ্যাকসিনেশন, জ্বালানি মূল্যবৃদ্ধি, এমনকি সম্প্রতি ফের একবার মাথাচাড়া দিয়ে ওঠা রাফাল দুর্নীতির তদন্তের দাবিতে বিজেপিকে কোণঠাসা করতে কংগ্রেস যে কোমর বেঁধে নামবে, তা খুবই স্বাভাবিক ৷ এই সমস্যাগুলি নিয়ে লোকসভা এবং রাজ্যসভা, সংসদের দুই কক্ষই সোমবার থেকে উত্তাল গয়ে উঠবে বলেই মত রাজনীতির কারবারিদের ৷ আর এই পরিস্থিতিতে সংসদে কংগ্রেস শিবিরকে নেতৃত্ব দিতে, একটি দল গঠন করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ যেখানে লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসেবে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে দায়িত্বে ফিরিয়ে আনলেন তিনি ৷

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ সেই সময় তাঁকে লোকসভায় কংগ্রেসের নেতার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ৷ কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে গত 15 জুলাই সোনিয়া গান্ধি একটি চিঠি দেন নেতৃত্বকে উদ্দেশ্য করে ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘সংসদের উভয়কক্ষে আমাদের দলের সংক্রিয় ভূমিকাকে সুনিশ্চিত করতে, আমি উল্লেখিত পদগুলিকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছি ৷’’ যেখানে তিনি লোকসভা এবং রাজ্যসভায় কংগ্রেস প্রতিনিধিদের নাম উল্লেখ করেছেন ৷ যাঁরা অধিবেশনে কংগ্রেসের হয়ে কেন্দ্রের উপর চাপ তৈপি করবেন ৷

সেখানে সরকারের বিরুদ্ধে লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দেবেন অধীর রঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, মণীশ তিওয়ারি, কে সুরেশ, মণিক্কম ঠাকুর, শশী থারুর এবং রভনীত বিট্টু ৷ রাজ্যসভা কংগ্রেসকে নেতৃত্ব দেবেন মল্লিকার্জুন খার্গে, আনন্দ শর্মা, জয়রাম রমেশ, অম্বিকা সোনি, দিগ্বিজয় সিং, পি চিদম্বরম এবং কে সি ভেনুগোপাল রাও ৷

ওই চিঠিতে সোনিয়া গান্ধি উল্লেখ করেছেন, লোকসভা এবং রাজ্যসভার এই নেতৃত্ব প্রত্যেক সেশনের মাঝে নিয়মিত নিজেদের মধ্যে সাক্ষাৎ করবে ৷ আর প্রয়োজন পড়লে রাজ্যসভার নেতা তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে সংসদের উভয়কক্ষের যৌথ বৈঠক করবেন ৷ জ্বালানির বাড়তে থাকা দাম, করোনা নিয়ে চূড়ান্ত অব্যবস্থা এবং চিনের সঙ্গে সীমান্ত সমস্যার মত বিষয়গুলিকে বাদল অধিবেশনে কংগ্রেস তুলে ধরবে ৷

প্রসঙ্গত, গত বুধবার দলের প্রধান সোনিয়া গান্ধির নেতৃত্বে কংগ্রেসের সংসদীয় পরিকল্পনা কমিটি বৈঠকে বসে ৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সম্প্রতি ভারতের সঙ্গে রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগে ফ্রান্সে যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে ৷ সেই ইস্যু নিয়ে সংসদে নরেন্দ্র মোদি সরকারকে ফের একবার চাপে ফেলার পরিকল্পনা নিয়েছে কংগ্রেসের সংসদীয় কমিটি ৷ অন্যদিকে, সংসদে অধিবেশন চলাকালীন অন্য বিরোধী দলগুলির সঙ্গে যোগসূত্রের কাজ করবেন কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খার্গে ৷

নয়াদিল্লি, 18 জুলাই : সোমবার, 19 জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন বসতে চলেছে ৷ আর সেখানে করোনা, ভ্যাকসিনেশন, জ্বালানি মূল্যবৃদ্ধি, এমনকি সম্প্রতি ফের একবার মাথাচাড়া দিয়ে ওঠা রাফাল দুর্নীতির তদন্তের দাবিতে বিজেপিকে কোণঠাসা করতে কংগ্রেস যে কোমর বেঁধে নামবে, তা খুবই স্বাভাবিক ৷ এই সমস্যাগুলি নিয়ে লোকসভা এবং রাজ্যসভা, সংসদের দুই কক্ষই সোমবার থেকে উত্তাল গয়ে উঠবে বলেই মত রাজনীতির কারবারিদের ৷ আর এই পরিস্থিতিতে সংসদে কংগ্রেস শিবিরকে নেতৃত্ব দিতে, একটি দল গঠন করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ যেখানে লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসেবে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে দায়িত্বে ফিরিয়ে আনলেন তিনি ৷

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ সেই সময় তাঁকে লোকসভায় কংগ্রেসের নেতার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ৷ কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে গত 15 জুলাই সোনিয়া গান্ধি একটি চিঠি দেন নেতৃত্বকে উদ্দেশ্য করে ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘সংসদের উভয়কক্ষে আমাদের দলের সংক্রিয় ভূমিকাকে সুনিশ্চিত করতে, আমি উল্লেখিত পদগুলিকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছি ৷’’ যেখানে তিনি লোকসভা এবং রাজ্যসভায় কংগ্রেস প্রতিনিধিদের নাম উল্লেখ করেছেন ৷ যাঁরা অধিবেশনে কংগ্রেসের হয়ে কেন্দ্রের উপর চাপ তৈপি করবেন ৷

সেখানে সরকারের বিরুদ্ধে লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দেবেন অধীর রঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, মণীশ তিওয়ারি, কে সুরেশ, মণিক্কম ঠাকুর, শশী থারুর এবং রভনীত বিট্টু ৷ রাজ্যসভা কংগ্রেসকে নেতৃত্ব দেবেন মল্লিকার্জুন খার্গে, আনন্দ শর্মা, জয়রাম রমেশ, অম্বিকা সোনি, দিগ্বিজয় সিং, পি চিদম্বরম এবং কে সি ভেনুগোপাল রাও ৷

ওই চিঠিতে সোনিয়া গান্ধি উল্লেখ করেছেন, লোকসভা এবং রাজ্যসভার এই নেতৃত্ব প্রত্যেক সেশনের মাঝে নিয়মিত নিজেদের মধ্যে সাক্ষাৎ করবে ৷ আর প্রয়োজন পড়লে রাজ্যসভার নেতা তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে সংসদের উভয়কক্ষের যৌথ বৈঠক করবেন ৷ জ্বালানির বাড়তে থাকা দাম, করোনা নিয়ে চূড়ান্ত অব্যবস্থা এবং চিনের সঙ্গে সীমান্ত সমস্যার মত বিষয়গুলিকে বাদল অধিবেশনে কংগ্রেস তুলে ধরবে ৷

প্রসঙ্গত, গত বুধবার দলের প্রধান সোনিয়া গান্ধির নেতৃত্বে কংগ্রেসের সংসদীয় পরিকল্পনা কমিটি বৈঠকে বসে ৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সম্প্রতি ভারতের সঙ্গে রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগে ফ্রান্সে যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে ৷ সেই ইস্যু নিয়ে সংসদে নরেন্দ্র মোদি সরকারকে ফের একবার চাপে ফেলার পরিকল্পনা নিয়েছে কংগ্রেসের সংসদীয় কমিটি ৷ অন্যদিকে, সংসদে অধিবেশন চলাকালীন অন্য বিরোধী দলগুলির সঙ্গে যোগসূত্রের কাজ করবেন কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খার্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.