নয়াদিল্লি, 16 মার্চ: হাইকম্যান্ডে আঁচ পড়েনি ৷ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে লজ্জাজনক ফল হওয়ায় কংগ্রেসে প্রথম কোপ পড়ল সংশ্লিষ্ট রাজ্যগুলির দলীয় প্রধানদের উপর ৷ দল পুনর্গঠনের প্রক্রিয়ার শুরুতেই ওই পাঁচ রাজ্যের দলীয় প্রধানকে বরখাস্ত করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi sacks 5 State Chiefs)৷ মাত্র আট মাস আগে পঞ্জাব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া নভজ্যোত সিং সিধু-সহ বাকি 4 রাজ্যের দলীয় প্রধানদের ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷
কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে জানিয়েছেন, কংগ্রেসের প্রদেশ শাখাগুলির পুনর্গঠনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তিনি লিখেছেন, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতিদের পদত্যাগ করতে বলেছেন ৷ প্রদেশ কংগ্রেসের পুনর্গঠন প্রক্রিয়া চালাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে ৷"
-
Congress President, Smt. Sonia Gandhi has asked the PCC Presidents of Uttar Pradesh, Uttarakhand, Punjab, Goa & Manipur to put in their resignations in order to facilitate reorganisation of PCC’s.
— Randeep Singh Surjewala (@rssurjewala) March 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congress President, Smt. Sonia Gandhi has asked the PCC Presidents of Uttar Pradesh, Uttarakhand, Punjab, Goa & Manipur to put in their resignations in order to facilitate reorganisation of PCC’s.
— Randeep Singh Surjewala (@rssurjewala) March 15, 2022Congress President, Smt. Sonia Gandhi has asked the PCC Presidents of Uttar Pradesh, Uttarakhand, Punjab, Goa & Manipur to put in their resignations in order to facilitate reorganisation of PCC’s.
— Randeep Singh Surjewala (@rssurjewala) March 15, 2022
আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury on CWC: পদ ছাড়তে চাইলেও ওয়ার্কিং কমিটির বাধায় সোনিয়ারা ফের স্বপদে: অধীর
পঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে পর্যুদস্ত হয়ে ক্ষমতা হারিয়েছে কংগ্রেস (Sonia Gandhi fires 5 State Chiefs)৷ নভজ্যোত সিং সিধুর সঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা অমরিন্দর সিং ও চরণজিৎ সিং চান্নির মধ্যে গত কয়েক মাস ধরে যে তীব্র দ্বন্দ্ব চলছিল, তাকেই কাজে লাগিয়েছে আপ ৷ বাকি চার রাজ্যেও কংগ্রেস কোনও লড়াই দিতে পারেনি ৷ কয়েকটি জায়গায় বিজেপি-কে হারিয়ে ফের ক্ষমতায় আসা অথবা বিজেপি-র ঘাড়ে নিঃশ্বাস ফেলার প্রত্যাশা থাকলেও কংগ্রেসের সেই স্বপ্ন বাস্তবের মুখ দেখেনি ৷ সর্বত্র জারি থেকেছে কংগ্রেসের রক্তক্ষরণ ৷ তাই ফলপ্রকাশের পরই দলের পারফরম্যান্সের ময়নাতদন্ত শুরু করেছে হাইকম্যান্ড ৷
রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে পুত্র-কন্যা-সহ ইস্তফা দিতে চেয়েছিলেন সোনিয়া (Sonia Gandhi news)৷ তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেছিলেন, দলের স্বার্থে তিনি যাবতীয় ত্যাগ করতে প্রস্তুত ৷ তবে তাঁর এই প্রস্তাব সর্বসম্মতভাবে খারিজ করে দেওয়া হয় ৷ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury on Gandhis) জানান, "কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi in CWC) বলেছিলেন যে, তিনি ও তাঁর পরিবারের সদস্য রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি সব দলীয় পদ ত্যাগ করার জন্য প্রস্তুত আছেন ৷ তবে আমরা সবাই সেই প্রস্তাব খারিজ করে দিই ৷"
আরও পড়ুন: Congress Working Committee : কংগ্রেস সভানেত্রী সোনিয়াই, আস্থা ওয়ার্কিং কমিটির