নয়াদিল্লি, 19 অক্টোবর: দলের পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ায় প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) অভিনন্দন জানালেন তাঁর পূর্বসূরি সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ মল্লিকার্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন গান্ধি পরিবারের অপর দুই সদস্য রাহুল গান্ধি (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Priyanka Gandhi Vadra) ৷
বুধবার কংগ্রেসের সভাপতি নির্বাচনের (Congress President Election) ফল ঘোষণা করা হয় ৷ প্রত্যাশা মতোই শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন মল্লিকার্জুন খাড়গে ৷ তারপরই এদিন মল্লিকার্জুনের বাড়িতে পৌঁছে যান সোনিয়া এবং প্রিয়াঙ্কা ৷ সেখানেই নতুন সভাপতিকে অভিনন্দন জানান দলের দুই শীর্ষ নেত্রী ৷ মল্লিকার্জুনের স্ত্রী রাধাভাই খারগের সঙ্গেও দেখা করেন তাঁরা ৷
আরও পড়ুন: 'কংগ্রেসের মল্লিকা বনে...', দলিত-রাজেই আস্থা হাতের
অন্যদিকে, ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে ব্যস্ত রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বর্তমানে তিনি রয়েছেন অন্ধ্রপ্রদেশে ৷ তবে, দূরে থাকলেও মল্লিকার্জুনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি রাহুল ৷ তাঁর অভিনন্দন বার্তার মাধ্যম হয় টুইটার ৷ নতুন সভাপতির উদ্দেশে তিনি লেখেন, কংগ্রেসের এই পদ 'ভারতের গণতান্ত্রিক ভাবনাকেই প্রতিফলিত করে' ৷
রাহুল মনে করেন, আগামিদিনে মল্লিকার্জুনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কংগ্রেসকে সঠিক পথে নেতৃত্ব দেবে ৷ এদিন একটি টুইটে রাহুল লেখেন, "কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় মল্লিকার্জুন খাড়গেজিকে অভিনন্দন ৷ কংগ্রেসের সভাপতি আদতে ভারতের গণতান্ত্রিক ভাবনাকেই প্রতিফলিত করেন ৷ তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং আদর্শগত প্রতিশ্রুতি দলের অনেক কাজে আসবে ৷ কারণ, তিনি এক ঐতিহাসিক দায়িত্ব নিয়েছেন ৷"
-
Congratulations to Mallikarjun Kharge ji on being elected as the President of @INCIndia.
— Rahul Gandhi (@RahulGandhi) October 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Congress President represents a democratic vision of India.
His vast experience and ideological commitment will serve the party well as he takes on this historic responsibility.
">Congratulations to Mallikarjun Kharge ji on being elected as the President of @INCIndia.
— Rahul Gandhi (@RahulGandhi) October 19, 2022
The Congress President represents a democratic vision of India.
His vast experience and ideological commitment will serve the party well as he takes on this historic responsibility.Congratulations to Mallikarjun Kharge ji on being elected as the President of @INCIndia.
— Rahul Gandhi (@RahulGandhi) October 19, 2022
The Congress President represents a democratic vision of India.
His vast experience and ideological commitment will serve the party well as he takes on this historic responsibility.
প্রসঙ্গত, এদিন নির্দিষ্ট নির্ঘণ্ট মেনেই কংগ্রেস সভাপতি পদে জয়ী হিসাবে মল্লিকার্জুন খাড়গের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্য়ান মধুসূদন মিস্ত্রী ৷ তিনি জানান, "সব মিলিয়ে মোট 9 হাজার 385টি ভোট পড়েছে ৷ এর মধ্যে মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন 7 হাজার 897টি ভোট এবং শশী থারুর পেয়েছেন 1 হাজার 72টি ভোট ৷ 416টি ভোট বাতিল হয়েছে ৷"