ETV Bharat / bharat

Congress on Telangana polls: তেলেঙ্গানাবাসীকে 6 প্রতিশ্রুতি সোনিয়ার, কেসিআরকে বিঁধলেন রাহুল - তেলেঙ্গানায় নির্বাচনী প্রতিশ্রুতি কংগ্রেসের

হায়দরাবাদে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক থেকেই তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল কংগ্রেস ৷ এখানে কংগ্রেস ক্ষমতায় এলে 6টি প্রতিশ্রুতি পূরণ করবে বলে জানিয়েছেন সোনিয়া গান্ধি ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 10:35 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: সব ঠিক থাকলে বছর শেষে বিধানসভা নির্বাচন হতে চলেছে তেলেঙ্গানায় ৷ হায়দরাবাদে ওয়ার্কিং কমিটির বৈঠক থেকেই কার্যত এই ভোটের প্রচার শুরু করে দিল কংগ্রেস ৷ স্বয়ং সোনিয়া গান্ধি এদিন ভোট প্রচারের ঢাকে কাঠি বাজিয়ে তেলেঙ্গানাবাসীর জন্য 6টি প্রতিশ্রুতি দিয়েছেন ৷ অন্যদিকে, রবিবার দলীয় এক জনসভায় যোগ দিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি আক্রমণ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওকে৷ একইসঙ্গে এদিন রাহুলের নিশানায় ছিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷

এদিন হায়দরাবাদের টুক্কুগুডা কংগ্রেসের এক জনসভায় যোগ দিয়ে দলের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি বলেন, "তেলেঙ্গানায় কংগ্রেস সরকার সমাজের সবক্ষেত্রের মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করবে, এটা আমার স্বপ্ন ৷" এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থনের জন্য তেলেঙ্গানাবাসীর কাছে আবেদন জানিয়েছেন সোনিয়া গান্ধি ৷ এদিন ছটি নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছেন সোনিয়া ৷ জানিয়েছেন, কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতিগুলি পূরণ করা হবে ৷

সোনিয়া গান্ধি এদিন জানিয়েছেন, মহালক্ষ্মী প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে, 500 টাকায় দেওয়া হবে এলপিজি সিলিন্ডার, রাজ্যের মধ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস সফরের ব্যবস্থা করা হবে ৷ কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 2 জমানার সময়েই যে তেলেঙ্গানা পৃথক রাজ্যরূপে আত্মপ্রকাশ করে এদিন তাও মনে করিয়ে দেন সোনিয়া ৷

  • #WATCH | Telangana: "Rs 2,500 per month financial assistance will be given to women in Telangana under the Mahalakshmi scheme, gas cylinders at Rs 500, and free travel for women in TSRC buses across the state, to fulfill the aspirations of the people of Telangana we are… pic.twitter.com/X1NP3keKCa

    — ANI (@ANI) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জন্মদিনে 13 হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন মোদির

অন্যদিকে, এদিনের জনসভায় যোগ দিয়ে রাহুল গান্ধি আক্রমণ করেছেন রাজ্যে ক্ষমতাসীন দল বিআরএস ও মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে ৷ এদিন কেসিআর এর বিআরএস'কে 'বিজেপি রাষ্ট্রীয় সমিতি' বলে কটাক্ষ করেন রাহুল ৷ তাঁর দাবি, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এজেন্সিগুলি দিয়ে অন্যান্য বিরোধী দলগুলিকে আক্রমণ করছে, কিন্তু তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও কেস দেওয়া হয়নি ৷ রাহুলের কথায়, এর থেকেই প্রমাণিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেসিআর-কে নিজের লোক ভাবেন ৷ কৃষি বিল, জিএসটি বিল, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিআরএস বিজেপিকে সমর্থন করেছে বলেও অভিযো রাহুলের ৷ একইভাবে রাহুল এদিন আক্রমণ করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকেও ৷

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: সব ঠিক থাকলে বছর শেষে বিধানসভা নির্বাচন হতে চলেছে তেলেঙ্গানায় ৷ হায়দরাবাদে ওয়ার্কিং কমিটির বৈঠক থেকেই কার্যত এই ভোটের প্রচার শুরু করে দিল কংগ্রেস ৷ স্বয়ং সোনিয়া গান্ধি এদিন ভোট প্রচারের ঢাকে কাঠি বাজিয়ে তেলেঙ্গানাবাসীর জন্য 6টি প্রতিশ্রুতি দিয়েছেন ৷ অন্যদিকে, রবিবার দলীয় এক জনসভায় যোগ দিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি আক্রমণ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওকে৷ একইসঙ্গে এদিন রাহুলের নিশানায় ছিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷

এদিন হায়দরাবাদের টুক্কুগুডা কংগ্রেসের এক জনসভায় যোগ দিয়ে দলের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি বলেন, "তেলেঙ্গানায় কংগ্রেস সরকার সমাজের সবক্ষেত্রের মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করবে, এটা আমার স্বপ্ন ৷" এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থনের জন্য তেলেঙ্গানাবাসীর কাছে আবেদন জানিয়েছেন সোনিয়া গান্ধি ৷ এদিন ছটি নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছেন সোনিয়া ৷ জানিয়েছেন, কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতিগুলি পূরণ করা হবে ৷

সোনিয়া গান্ধি এদিন জানিয়েছেন, মহালক্ষ্মী প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে, 500 টাকায় দেওয়া হবে এলপিজি সিলিন্ডার, রাজ্যের মধ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস সফরের ব্যবস্থা করা হবে ৷ কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 2 জমানার সময়েই যে তেলেঙ্গানা পৃথক রাজ্যরূপে আত্মপ্রকাশ করে এদিন তাও মনে করিয়ে দেন সোনিয়া ৷

  • #WATCH | Telangana: "Rs 2,500 per month financial assistance will be given to women in Telangana under the Mahalakshmi scheme, gas cylinders at Rs 500, and free travel for women in TSRC buses across the state, to fulfill the aspirations of the people of Telangana we are… pic.twitter.com/X1NP3keKCa

    — ANI (@ANI) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জন্মদিনে 13 হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন মোদির

অন্যদিকে, এদিনের জনসভায় যোগ দিয়ে রাহুল গান্ধি আক্রমণ করেছেন রাজ্যে ক্ষমতাসীন দল বিআরএস ও মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে ৷ এদিন কেসিআর এর বিআরএস'কে 'বিজেপি রাষ্ট্রীয় সমিতি' বলে কটাক্ষ করেন রাহুল ৷ তাঁর দাবি, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এজেন্সিগুলি দিয়ে অন্যান্য বিরোধী দলগুলিকে আক্রমণ করছে, কিন্তু তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও কেস দেওয়া হয়নি ৷ রাহুলের কথায়, এর থেকেই প্রমাণিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেসিআর-কে নিজের লোক ভাবেন ৷ কৃষি বিল, জিএসটি বিল, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিআরএস বিজেপিকে সমর্থন করেছে বলেও অভিযো রাহুলের ৷ একইভাবে রাহুল এদিন আক্রমণ করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.