ETV Bharat / bharat

Son Kills Mother: 95 বছরের মাকে খুন করে দেহ জ্বালিয়ে দিল ছেলে ! - বৃদ্ধা মাকে নৃশংস ভাবে হত্যা

Son Kills Mother and Sets Her Body On Fire: কান্ধামালে 95 বছরের মাকে শ্বাসরোধ করে খুন করার পর দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷

Son Kills Mother
মাকে খুন করে দেহ জ্বালিয়ে দিল ছেলে !
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 7:54 PM IST

কান্ধামাল, 2 অক্টোবর: 95 বছরের বৃদ্ধা মাকে নৃশংস ভাবে হত্যা করার অভিযোগ উঠল তাঁর ছেলের বিরুদ্ধে ৷ অভিযোগ, মাকে হত্যা করার পর, তাঁর দেহে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত ৷ সেই আগুনই ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে ৷ পরে পুলিশ বৃদ্ধার প্রায় পুড়ে যাওয়া দেহটি উদ্ধার করে ৷ শনিবার গভীর রাতে কান্ধামাল জেলায় ঘটেছে এই ভয়াবহ ঘটনা ৷

ঘটনাটি ঘটেছে কান্ধামাল জেলার বড়িমুণ্ডা গ্রামের কাছে খাজুরিসহিতে । নিহত বৃদ্ধার নাম মঞ্জুলা নায়ক । জানা গিয়েছে, শনিবার গভীর রাতে অভিযুক্ত ছেলে সমীর নায়ক (45) বাড়িতে ফেরেন । এরপর রবিবার ভোররাতে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন । আগুন আয়ত্তে আনার পর বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় বৃদ্ধার দেহ ৷

জানা গিয়েছে, শনিবার রাতে দু'জনেই বাড়িতে একা থাকাকালীন কিছু ঘরোয়া বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয় । সন্দেহ করা হচ্ছে, সমীর রাগের বশে তাঁর মাকে শ্বাসরোধ করে হত্যা করেন ৷ এরপর প্রমাণ লোপাট করতে তিনি ঘরের ভিতরেই মায়ের দেহে আগুন ধরিয়ে দেন । খবর পেয়ে টিকাবালি থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় ৷ গ্রামে গিয়ে মঞ্জুলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ নিহত বৃদ্ধার ছেলে সমীরকে আটক করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন: ট্রাংকে মিলল 3 বোনের দেহ, অনটনের জেরে খুন করে মদ্যপ বাবা !

পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধা মাকে খুন করে তাঁর দেহে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত ৷ তাঁকে জেরা করে পুলিশ প্রকৃত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে ৷

কান্ধামাল, 2 অক্টোবর: 95 বছরের বৃদ্ধা মাকে নৃশংস ভাবে হত্যা করার অভিযোগ উঠল তাঁর ছেলের বিরুদ্ধে ৷ অভিযোগ, মাকে হত্যা করার পর, তাঁর দেহে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত ৷ সেই আগুনই ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে ৷ পরে পুলিশ বৃদ্ধার প্রায় পুড়ে যাওয়া দেহটি উদ্ধার করে ৷ শনিবার গভীর রাতে কান্ধামাল জেলায় ঘটেছে এই ভয়াবহ ঘটনা ৷

ঘটনাটি ঘটেছে কান্ধামাল জেলার বড়িমুণ্ডা গ্রামের কাছে খাজুরিসহিতে । নিহত বৃদ্ধার নাম মঞ্জুলা নায়ক । জানা গিয়েছে, শনিবার গভীর রাতে অভিযুক্ত ছেলে সমীর নায়ক (45) বাড়িতে ফেরেন । এরপর রবিবার ভোররাতে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন । আগুন আয়ত্তে আনার পর বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় বৃদ্ধার দেহ ৷

জানা গিয়েছে, শনিবার রাতে দু'জনেই বাড়িতে একা থাকাকালীন কিছু ঘরোয়া বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয় । সন্দেহ করা হচ্ছে, সমীর রাগের বশে তাঁর মাকে শ্বাসরোধ করে হত্যা করেন ৷ এরপর প্রমাণ লোপাট করতে তিনি ঘরের ভিতরেই মায়ের দেহে আগুন ধরিয়ে দেন । খবর পেয়ে টিকাবালি থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় ৷ গ্রামে গিয়ে মঞ্জুলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ নিহত বৃদ্ধার ছেলে সমীরকে আটক করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন: ট্রাংকে মিলল 3 বোনের দেহ, অনটনের জেরে খুন করে মদ্যপ বাবা !

পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধা মাকে খুন করে তাঁর দেহে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত ৷ তাঁকে জেরা করে পুলিশ প্রকৃত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.