ETV Bharat / bharat

জমি লিখে না দেওয়ায় মায়ের গলা কাটল ছেলে! কাটা মুণ্ডু-সহ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ - ছেলের হাতে খুন মা

Son Killed Mother : জমি লিখে দেওয়া নিয়ে নিত্য অশান্তি ৷ এরপরেও মা জমি লিখে না দেওয়ায় তাকে গলা কেটে খুন করল ছেলে ৷ উত্তরপ্রদেশের সীতাপুরের ঘটনা ৷

Etv Bharat
ঘটনাস্থলে পুলিশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 9:54 AM IST

সীতাপুর, 10 ডিসেম্বর: ছাগল চড়াতে গিয়েছিলেন মা ৷ সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মুণ্ডু কেটে নিয়ে পালাল ছেলে ৷ ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় থানার সিও যাদবেন্দ্র যাদব ও প্রধান তালগাঁও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ৷ প্রায় চার ঘণ্টার চেষ্টায় তাঁরা অভিযুক্তকে তার মায়ের কাটা মুণ্ডু-সহ গ্রেফতার করেন ৷

জানা গিয়েছে, শনিবার সকালে মির্জাপুর থানা এলাকার বাসিন্দা হারদ্বারীর স্ত্রী কমলা দেবী (65) ছাগল চরাতে গিয়েছিলেন । এদিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে তাঁর প্রথম স্বামীর ছেলে দীনেশ তরোয়াল দিয়ে মায়ের গলা কেটে দেয় । শুধু তাই নয়, মায়ের কাটা মাথা নিয়ে পালিয়ে যায় সে । ঘটনার খবর পাওয়া মাত্রই দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার এনপি সিং, সিও লাহারপুর যাদবেন্দ্র যাদব, এসএসআই তালগাঁও সতীশ চন্দ্র তাদের বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন । তদন্ত শেষে টিম গঠন করে আসামিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় ।

পুলিশের অনেক চেষ্টার পর গ্রামের বাইরে একটি বাগান থেকে কাটা মাথা-সহ অভিযুক্তকে গ্রেফতার করা হয় । সিও যাদবেন্দ্র যাদব জানিয়েছেন, মৃতের দ্বিতীয় ছেলে কমলেশের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করা হয়েছে । মৃত কমলা দেবীর বিয়ে হয়েছিল হরদ্বারীর সঙ্গে । হারদ্বারীর মৃত্যুর পর জমিটি দীনেশ ও কমলা দেবীর নামে হয়ে যায় । এরপর কমলা দেবী তাঁর দেওর ছত্রপালকে বিয়ে করেন । তারপর থেকে বাবার ছয় বিঘা জমি ফেরত দেওয়ার জন্য দীনেশ তার মাকে বেশ কয়েকবার বলেছিল । কিন্তু জমি দেননি কমলা দেবী ।

এ কারণে প্রতিদিনই ঝগড়া হত মা-ছেলের মধ্যে । এর আগেও মায়ের সঙ্গে বহুবার ঝগড়া হয়েছে দীনেশের । এসপি চক্রেশ মিশ্র জানিয়েছেন, মায়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল দীনেশের । এই কারণে সে তার মাকে গলা কেটে হত্যা করে । অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন :

1 স্ত্রী'কে গলা কেটে খুন করে আত্মঘাতী স্বামী! চাঞ্চল্য খড়দায়

2 গলা কেটে স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী শিক্ষক

3 350 টাকার জন্য কিশোরকে 50 বার ছুরির আঘাত, গলা কেটে নৃশংসভাবে খুন নাবালকের

সীতাপুর, 10 ডিসেম্বর: ছাগল চড়াতে গিয়েছিলেন মা ৷ সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মুণ্ডু কেটে নিয়ে পালাল ছেলে ৷ ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় থানার সিও যাদবেন্দ্র যাদব ও প্রধান তালগাঁও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ৷ প্রায় চার ঘণ্টার চেষ্টায় তাঁরা অভিযুক্তকে তার মায়ের কাটা মুণ্ডু-সহ গ্রেফতার করেন ৷

জানা গিয়েছে, শনিবার সকালে মির্জাপুর থানা এলাকার বাসিন্দা হারদ্বারীর স্ত্রী কমলা দেবী (65) ছাগল চরাতে গিয়েছিলেন । এদিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে তাঁর প্রথম স্বামীর ছেলে দীনেশ তরোয়াল দিয়ে মায়ের গলা কেটে দেয় । শুধু তাই নয়, মায়ের কাটা মাথা নিয়ে পালিয়ে যায় সে । ঘটনার খবর পাওয়া মাত্রই দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার এনপি সিং, সিও লাহারপুর যাদবেন্দ্র যাদব, এসএসআই তালগাঁও সতীশ চন্দ্র তাদের বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন । তদন্ত শেষে টিম গঠন করে আসামিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় ।

পুলিশের অনেক চেষ্টার পর গ্রামের বাইরে একটি বাগান থেকে কাটা মাথা-সহ অভিযুক্তকে গ্রেফতার করা হয় । সিও যাদবেন্দ্র যাদব জানিয়েছেন, মৃতের দ্বিতীয় ছেলে কমলেশের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করা হয়েছে । মৃত কমলা দেবীর বিয়ে হয়েছিল হরদ্বারীর সঙ্গে । হারদ্বারীর মৃত্যুর পর জমিটি দীনেশ ও কমলা দেবীর নামে হয়ে যায় । এরপর কমলা দেবী তাঁর দেওর ছত্রপালকে বিয়ে করেন । তারপর থেকে বাবার ছয় বিঘা জমি ফেরত দেওয়ার জন্য দীনেশ তার মাকে বেশ কয়েকবার বলেছিল । কিন্তু জমি দেননি কমলা দেবী ।

এ কারণে প্রতিদিনই ঝগড়া হত মা-ছেলের মধ্যে । এর আগেও মায়ের সঙ্গে বহুবার ঝগড়া হয়েছে দীনেশের । এসপি চক্রেশ মিশ্র জানিয়েছেন, মায়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল দীনেশের । এই কারণে সে তার মাকে গলা কেটে হত্যা করে । অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন :

1 স্ত্রী'কে গলা কেটে খুন করে আত্মঘাতী স্বামী! চাঞ্চল্য খড়দায়

2 গলা কেটে স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী শিক্ষক

3 350 টাকার জন্য কিশোরকে 50 বার ছুরির আঘাত, গলা কেটে নৃশংসভাবে খুন নাবালকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.