ETV Bharat / bharat

লকডাউনে লাঙল কাঁধে তুলে নিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল - অ্যাডিশনাল সলিসিটর জেনারেল

তিনি দেশের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ৷ কিন্তু লকডাউনের অবসরে পারিবারিক চাষে মন দিয়েছেন ৷

চাষ করছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল
চাষ করছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল
author img

By

Published : Jun 12, 2021, 3:11 PM IST

পুত্তুর (দক্ষিণ কর্নাটক) 12 জুন : লকডাউনের অবসরে চাষবাসে মন দিয়েছেন তিনি ৷ তিনি ভারতের সর্বোচ্চ আদালতের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কে এম নটরাজ ৷ দেশের আইন ও শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে থাকলেও তিনি লাঙল ধরেছেন ৷ এটা তরুণ প্রজন্মের কাছে একটা নিদর্শন ৷

আরও পড়ুন : বাংলায় অবিলম্বে 'এক দেশ, এক রেশন কার্ড' চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের

দক্ষিণ কর্নাটকের পুত্তুরে ঈশ্বারামনগলম-এর বাসিন্দা কে এম নটরাজ কৃষক পরিবারে জন্মেছেন ৷ বাড়ির সকলেই চাষবাসের সঙ্গে জড়িয়ে রয়েছেন ৷ দেশের বিচারক্ষেত্রে উচ্চপদে কর্মরত হলেও তিনি এখনও পরিবারের এই ঐতিহ্যবাহী পেশাকে ভালোবাসেন ৷ নটরাজের পারিবারিক জমিতে দীর্ঘ সময় ধরে ধান চাষ হয়ে আসছে ৷ কোভিড-19-এর লকডাউনে চাষ ছাড়াও চাষের সঙ্গে জড়িত অন্যান্য নানা বিষয় নিয়ে দিন কাটছে তাঁর ৷

তাঁর পরিবারের সদস্যরা একটি ভিডিয়ো রেকর্ড করেছেন, যা বহু মানুষের প্রশংসা পেয়েছে ৷ তাঁর কথায়, "চাষবাস আমার রক্তে আছে ৷ তরুণ প্রজন্মের চাষে আগ্রহী হওয়া প্রয়োজন ৷"

14 জানুয়ারি, 2019-এ কে এম নটরাজ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হন ৷ 2023-এর 30 জুন তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ৷

পুত্তুর (দক্ষিণ কর্নাটক) 12 জুন : লকডাউনের অবসরে চাষবাসে মন দিয়েছেন তিনি ৷ তিনি ভারতের সর্বোচ্চ আদালতের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কে এম নটরাজ ৷ দেশের আইন ও শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে থাকলেও তিনি লাঙল ধরেছেন ৷ এটা তরুণ প্রজন্মের কাছে একটা নিদর্শন ৷

আরও পড়ুন : বাংলায় অবিলম্বে 'এক দেশ, এক রেশন কার্ড' চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের

দক্ষিণ কর্নাটকের পুত্তুরে ঈশ্বারামনগলম-এর বাসিন্দা কে এম নটরাজ কৃষক পরিবারে জন্মেছেন ৷ বাড়ির সকলেই চাষবাসের সঙ্গে জড়িয়ে রয়েছেন ৷ দেশের বিচারক্ষেত্রে উচ্চপদে কর্মরত হলেও তিনি এখনও পরিবারের এই ঐতিহ্যবাহী পেশাকে ভালোবাসেন ৷ নটরাজের পারিবারিক জমিতে দীর্ঘ সময় ধরে ধান চাষ হয়ে আসছে ৷ কোভিড-19-এর লকডাউনে চাষ ছাড়াও চাষের সঙ্গে জড়িত অন্যান্য নানা বিষয় নিয়ে দিন কাটছে তাঁর ৷

তাঁর পরিবারের সদস্যরা একটি ভিডিয়ো রেকর্ড করেছেন, যা বহু মানুষের প্রশংসা পেয়েছে ৷ তাঁর কথায়, "চাষবাস আমার রক্তে আছে ৷ তরুণ প্রজন্মের চাষে আগ্রহী হওয়া প্রয়োজন ৷"

14 জানুয়ারি, 2019-এ কে এম নটরাজ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হন ৷ 2023-এর 30 জুন তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.