শ্রীনগর, 13 জানুয়ারি: জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে এক এলাকায় 'অপারেশনাল টাস্ক'-এর সময় একজন 24 বছর বয়সি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ সেনাবাহিনীর তরফে শুক্রবার এমনটাই জানানো হয়েছে। সেনার তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার 'অপারেশনাল টাস্ক'-এ মৃত্যু হয় সেনা জওয়ান গুরপ্রীত সিংয়ের ৷ পঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা গুরপ্রীত সিং ৷ বাড়িতে তাঁর মা লখবিন্দর কৌর আছেন বলেও সেনা জানিয়েছে।
সেনাবাহিনীর চিনার কর্পস এক্স-হ্যান্ডেলে দুঃখ প্রকাশ করে একটি পোস্টে লেখা হয়েছে, "চিনার কর্পস বারামুল্লা সেক্টরে ফরোয়ার্ড এলাকায় অপারেশনাল টাস্ক সম্পন্ন করার সময় জিএনআর গুরপ্রীত সিংয়ের দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করছে ৷" একই সঙ্গে আরও লেখা হয়েছে, "শোকের এই মুহুর্তে, ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছে ৷ এমনকী মৃত সেনার পরিবারের যাবতীয় সাহায্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷"
সেনাবাহিনী বলেছে বলা হয়েছে, "চিনার কর্পস সিডিআর, জিওসি 31 সাব এরিয়া, সিওএস চিনার কর্পস এবং সমস্ত র্যাঙ্কের পক্ষ থেকে 18 আরআর ব্যাটেলিয়ান-এর জিএনআর গুরপ্রীত সিংকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ৷ গত 11 জানুয়ারি দায়িত্ব পালন করতে গিয়ে সর্বোচ্চ আত্মত্যাগ দিয়েছেন। আমাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ৷”
আরও পড়ুন