ETV Bharat / bharat

Himachal Pradesh: প্রবল তুষারপাতে বরফের চাদরে ঢাকল কুলু

author img

By

Published : Jan 19, 2023, 9:53 PM IST

আবারও তুষারপাত শুরু হয়েছে হিমাচলের কুলু এলাকায় ৷ সোলাঙ্গানালাতেও প্রায় 4 ইঞ্চি পুরু বরফের আস্তরণ (Snowfall in Kullu)৷ যা দেখে মনে হতেই পারে সাদা শ্বেত শুভ্র চাদর বিছানো ৷ বিপদ এড়াতে বন্ধ করা হয়েছে বেশ কিছু সড়ক ৷ নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচলের গতিও ৷

Himachal Pradesh
বরফের চাদরে ঢাকল কুলু
কুলুতে শুরু তুষারপাত

কুলু, 19 জানুয়ারি: ফের খারাপ আবহাওয়ার পূর্বাভাস হিমাচল প্রদেশের কুলুতে ৷ পাশাপাশি তুষারপাত শুরু হয়েছে পার্বত্য অঞ্চলে ৷ শহরের অন্যতম পর্যটন কেন্দ্র মানালি সংলগ্ন সোলাঙ্গানালা ও ধুন্ধিতে বৃহস্পতিবার সকাল থেকেই তুষারপাত হয়েছে । যার জেরে অটল টানেলে যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে (Atal Tunnel closed due to snowfall)। ইতিমধ্যেই সোলাঙ্গানালায় চার ইঞ্চির বেশি তুষারপাতের কারণে এখানে আরও যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে (Solang Nala and Atal Tunnel Closed)। হঠাৎ তুষারপাতে পর্যটকরা যাতে সমস্যায় না-পড়েন তার জন্য উদ্যোগ স্থানীয় প্রাশাসনের ৷

কুলুতে বেশ কয়েকদিন ধরে খারাপ আবহাওয়ার পূর্বাভাস ছিল ৷ এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন কুলু জেলায় বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Snowfall in Himachal)। এই প্রসঙ্গেই ডিসি কুল্লু আশুতোষ গর্গ জানান, যে খারাপ আবহাওয়া মোকাবিলায় জেলা প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুত ৷ পূর্ত দফতরের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে ৷ যেসমস্ত এলাকায় বরফ পড়তে পারে সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা কারা হয়েছে বরফ কাটতে ৷ যাতে তুষারপাতের সময় যানবাহন চলাচল ব্যাহত না-হয় ।

আরও পড়ুন: বরফের চাদরে ঢাকা সিমলা, ঠান্ডা বাড়তেই হিমাচলমুখী পর্যটকরা

পাশাপাশি জন সাধারণের জন্য জারি করা হয়েছে নির্দেশিকা ৷ জানানো হয়েছে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না-করতে ৷ পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় কারণে বেশি উচ্চতায় না-যেতে নিষেধ করা হয়েছে ৷ সতর্কতা থাকতে জানানো হয়েছে ৷ পাশাপাশি নদী নালা থেকে দূরে থাকা এবং পিচ্ছিল অবস্থায় যানবাহন না-চালানোর পরামর্শ দেওয়া হয়েছে । যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না-ঘটে।

প্রসঙ্গত, পর্যটকদের জন্য মঙ্গলবার খুলে দেওয়া হয়েছিল লহৌল উপত্যকা ও অটল টালেন। এদিন তুষারপাতের পর ফের বন্ধ করে দেওয়া হয়েছে ৷ জেলা প্রশাসনও সাধারণ পর্যটকদের অটল টানেলের উত্তর পোর্টালে প্রবেশের অনুমতি দিয়েছিল, তবে বৃহস্পতিবার আবার টানেলটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় অতিরিক্ত তুষারপাতের কারণে।

কুলুতে শুরু তুষারপাত

কুলু, 19 জানুয়ারি: ফের খারাপ আবহাওয়ার পূর্বাভাস হিমাচল প্রদেশের কুলুতে ৷ পাশাপাশি তুষারপাত শুরু হয়েছে পার্বত্য অঞ্চলে ৷ শহরের অন্যতম পর্যটন কেন্দ্র মানালি সংলগ্ন সোলাঙ্গানালা ও ধুন্ধিতে বৃহস্পতিবার সকাল থেকেই তুষারপাত হয়েছে । যার জেরে অটল টানেলে যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে (Atal Tunnel closed due to snowfall)। ইতিমধ্যেই সোলাঙ্গানালায় চার ইঞ্চির বেশি তুষারপাতের কারণে এখানে আরও যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে (Solang Nala and Atal Tunnel Closed)। হঠাৎ তুষারপাতে পর্যটকরা যাতে সমস্যায় না-পড়েন তার জন্য উদ্যোগ স্থানীয় প্রাশাসনের ৷

কুলুতে বেশ কয়েকদিন ধরে খারাপ আবহাওয়ার পূর্বাভাস ছিল ৷ এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন কুলু জেলায় বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Snowfall in Himachal)। এই প্রসঙ্গেই ডিসি কুল্লু আশুতোষ গর্গ জানান, যে খারাপ আবহাওয়া মোকাবিলায় জেলা প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুত ৷ পূর্ত দফতরের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে ৷ যেসমস্ত এলাকায় বরফ পড়তে পারে সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা কারা হয়েছে বরফ কাটতে ৷ যাতে তুষারপাতের সময় যানবাহন চলাচল ব্যাহত না-হয় ।

আরও পড়ুন: বরফের চাদরে ঢাকা সিমলা, ঠান্ডা বাড়তেই হিমাচলমুখী পর্যটকরা

পাশাপাশি জন সাধারণের জন্য জারি করা হয়েছে নির্দেশিকা ৷ জানানো হয়েছে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না-করতে ৷ পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় কারণে বেশি উচ্চতায় না-যেতে নিষেধ করা হয়েছে ৷ সতর্কতা থাকতে জানানো হয়েছে ৷ পাশাপাশি নদী নালা থেকে দূরে থাকা এবং পিচ্ছিল অবস্থায় যানবাহন না-চালানোর পরামর্শ দেওয়া হয়েছে । যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না-ঘটে।

প্রসঙ্গত, পর্যটকদের জন্য মঙ্গলবার খুলে দেওয়া হয়েছিল লহৌল উপত্যকা ও অটল টালেন। এদিন তুষারপাতের পর ফের বন্ধ করে দেওয়া হয়েছে ৷ জেলা প্রশাসনও সাধারণ পর্যটকদের অটল টানেলের উত্তর পোর্টালে প্রবেশের অনুমতি দিয়েছিল, তবে বৃহস্পতিবার আবার টানেলটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় অতিরিক্ত তুষারপাতের কারণে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.