নয়াদিল্লি, 3 জুলাই: গোয়ার সমুদ্র সৈকতে দুই নাবালিকাকে গণধর্ষণের (Goa Gang Rape Case) অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজনকে ৷ পুলিশ সেজে দুই কিশোরকে মারধর করে তাদের বান্ধবীদের গণধর্ষণ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ৷ যদিও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের (Pramod Sawant) যুক্তি, রাতের অন্ধকারে মেয়েরা কেন সৈকতে থাকবে, তা দেখার দায়িত্ব বাবা-মায়ের ৷ স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্যে উঠেছে নিন্দার ঝড় ৷ কড়া সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা ৷ মুখ খুলেছেন নির্ভয়ার মা (Nirbhaya mother) আশা দেবীও (Asha Devi) ৷ ইটিভি ভারতকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেছেন, নারীসুরক্ষা নিশ্চিত করা উচিত সমাজের ৷ প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ৷
24 জুলাই ঘটে নৃশংস গণধর্ষণের ঘটনা ৷ গোয়ার রাজধানী থেকে 30 কিলোমিটার দূরে বেনাউলিম সৈকতে বসেছিল দুই নাবালিকা ৷ তাদের সঙ্গে দু‘জন কিশোরও ছিল ৷ অভিযোগ, পুলিশ সেজে চারজন অভিযুক্ত ওই কিশোরদের মারধর করে এবং গণধর্ষণ করে দুই নাবালিকাকে ৷ অভিযুক্তদের মধ্যে একজন আবার সরকারি কর্মী ৷ এই ঘটনায় তোলাবাজি ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজনকেই ৷ গোয়ায় নারীদের সুরক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা ৷
আরও পড়ুন: পড়শির লালসায় অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী, থানায় যেতে বাধা মাতব্বরদের !
তবে এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, "যখন 14 বছরের ছেলেমেয়েরা সারারাত সৈকতে বসে থাকে, তখন বাবা-মায়েদের তথ্য-তালাশ করা উচিত ৷ বাচ্চারা কথা শুনছে না এই কারণ দেখিয়ে আমরা সরকার ও পুলিশের উপর দায় চাপাতে পারি না ৷"
আরও পড়ুন: হুমকি দিয়ে লাগাতার ধর্ষণে গর্ভবতী কিশোরী, গ্রেফতার প্রতিবেশী
সাওয়ান্তের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিভিন্ন মহল ৷ গর্জে উঠেছেন দিল্লিতে নৃশংস গণধর্ষণে মৃত নির্ভয়ার মা আশা দেবীও ৷ তাঁর মতে, এই মন্তব্যেই বোঝা যায় যে প্রশাসন নারীদের সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে না ৷ আশা দেবী বলেন, "গোয়ার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন প্রমোদ সাওয়ান্ত ৷ গোটা রাজ্যের নিরাপত্তার দায়িত্ব তাঁর কাঁধে ৷ তাঁর মন্তব্য থেকে বোঝা যায় যে, তিনি এই বিষয়টি ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছেন ৷ অপরাধীদের সাহস জোগায় এমন মন্তব্য করার পরিবর্তে রাজ্য সরকারের উচিত পুলিশ ও বিচার ব্যবস্থাকে আরও মজবুত করা ৷"
আরও পড়ুন: লাগাতার ধর্ষণে সন্তান প্রসব নাবালিকার, গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ
নির্ভয়ার মায়ের দাবি, "যখনও এ ধরনের অপরাধ সংঘটিত হয়, তখন প্রায়ই প্রশাসন বাবা-মায়েদের উপর দোষ চাপায় ৷ এই আচরণের পরিবর্তন প্রয়োজন ৷ জনপ্রতিনিধি, জননেতা ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন ৷ মহিলাদের প্রতি আমাদের আচরণ আরও ভাল হওয়া উচিত যাতে তাঁরা সুরক্ষিত থাকতে পারেন ৷ মেয়েরা কী জামাকাপড় পরছেন, সে দিকে নজর না দিয়ে যে জায়গাগুলিতে ভিড় হয়, সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা উচিত সরকারের ৷ কোনও বাবা-মা-ই সন্তানদের অপরাধে উৎসাহ দেন না ৷"
আরও পড়ুন: সংগ্রামপুর বিষমদকাণ্ডে খোঁড়া বাদশার আমৃত্যু কারাদণ্ড
মহিলাদের সুরক্ষার জন্য আনা আইন এখনও বাস্তবায়িত হয়নি বলে জানিয়ে আক্ষেপ করেছেন নির্ভয়ার মা ৷ ধর্ষণের মতো অপরাধের ঘটনায় দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের পক্ষেও জোরালো সওয়াল করেন আশা দেবী ৷