মুম্বই, 24 ডিসেম্বর: ব্যাঙ্কক থেকে মুম্বইয়ে সাপ পাচারের অভিযোগ। মুম্বই বিমানবন্দরে গ্রেফতার হওয়া এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার 11টি সাপ। বিস্কুট এবং কেকের প্যাকেটে ভরে ওই সাপগুলি নিয়ে আসা হচ্ছিল বলে দাবি ডিরেক্টরট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপের মধ্যে 9টি অজগর এবং 2টি অন্য প্রজাতির।
20 ডিসেম্বর মুম্বই বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে। পরে তা প্রকাশ্যে আসে। ব্যাঙ্কক থেকে আসা ওই ব্যক্তির আচরণ দেখেই সন্দেহ হওয়া বিমানবন্দরের সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের। তাঁর ব্যাগে তল্লাশি করতেই মেলে 11টি সাপ। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আরও পরে ডিআরআই কর্তৃপক্ষ ওই সমস্ত সাপগুলি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেই ফিরিয়ে দিয়েছে। কয়েকটি আইনি প্রক্রিয়া শেষ করে আবার সেগুলি ব্যাঙ্ককের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আপাতত আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার উপরে জোর দেওয়া হয়েছে। আইনজ্ঞদের সঙ্গেও আলোচনা সারা হয়েছে।
এদিকে ধৃত ব্যক্তিকে লাগাতার জেরা করা হচ্ছে। ব্যাঙ্কক বা সিঙ্গাপুর থেকে এ দেশে পাচারের ঘটনা নতুন নয়। মাদক থেকে শুরু করে সোনা সবই পাচার হয়ে থাকে। তবে সাপ পাচারের নজির অতীতে খুব একটা নেই। সেখান থেকেই তদন্তকারীরা ধৃত ব্যক্তির পরিকল্পনা কী ছিল তা সবিস্তারে জানতে চান। মুম্বই নিয়ে আসার পর সেই সাপ কোথায় এবং কার কাছে পাঠানো হত তা জানা সবদিক থেকেই জরুরি তদন্তকারীদের কাছে ।
পাশাপাশি, এভাবে সাপ নিয়ে আসার ঘটনা কোনও বিচ্ছিন্ন বিষয় নাকি কোনও চক্র পরিকল্পনামাফিক কাজ করে চলেছে সেটাও জানা দরকার । সাপ পাচারের বিষয়টির নেপথ্যে কোনও বড় চক্র কাজ করলে তা ভেদ করতে ধৃত ব্যক্তির ভূমিকা যে গুরুত্বপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না। কীভাবে এই সমস্ত চক্রগুলি কাজ করে সেই ব্যাপারে ধরনা পেতেও তদন্তকারীদের কাছে ধৃতের বয়ান গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: