ETV Bharat / bharat

Smriti Irani Attacks Rahul Gandhi: 'এই প্রথম কেউ ভারতকে হত্যার কথা বললেন', রাহুলকে আক্রমণ স্মৃতির - rahul gandhi loksabha remark

অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয় দিন রাহুল গান্ধির মন্তব্যকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে ওঠে লোকসভা ৷ মণিপুরে ভারতের হত্যা করেছে মোদি সরকার, রাহুলের অই মন্তব্যের পালটা তাঁর সমালোচনায় মুখ খোলেন স্মৃতি ইরানি ৷

ETV Bharat
রাহুলকে আক্রমণ স্মৃতির
author img

By

Published : Aug 9, 2023, 4:50 PM IST

নয়াদিল্লি, 9 অগস্ট: লোকসভায় দাঁড়িয়ে তাঁর প্রতিপক্ষ রাহুল গান্ধির মন্তব্যের কড়া ভাষায় জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আমেঠি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ স্মৃতি ইরানি ৷ মণিপুর ইস্যুকে সামনে রেখে লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা মঙ্গলবার থেকে তার উপর আলোচনা শুরু হয়েছে ৷ বুধবার অনাস্থা প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, "মণিপুরে ভারতকে খুন করেছে কেন্দ্রীয় সরকার ৷" তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করে এদিন লোকসভায় স্মৃতি বলেন, "এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছি ৷ এই প্রথম কেউ ভারতকে খুনের কথা বললেন এবং কংগ্রেস সাংসদরা টেবিল চাপড়ে তার সমর্থন করলেন ৷"

বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয় দিন ছিল সংসদে ৷ এদিন আলোচনার সূচনা হয় রাহুল গান্ধির বক্তব্য দিয়েই ৷ সাংসদ পদ ফিরে পাওয়ার পর এদিনই প্রথম লোকসভায় মুখ খোলেন রাহুল ৷ চাঁচাছোলা ভাষায় এদিন মণিপুর ইস্যুতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি ৷ তাঁর বক্তব্যে রাহুল জানান, তিনি মণিপুরে গিয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেছেন ৷ তাঁদের যন্ত্রণা ও অভিজ্ঞতার কথা শুনে তাঁর মনে হয়েছে, মণিপুরে ভারতকে হত্যা করা হয়েছে ৷ কেন্দ্র সেটা জানে, সে কারণেই প্রধানমন্ত্রী মণিপুরে যেতে পারছেন না, চুপ করে আছেন ৷

রাহুলের পরেই এদিন বক্তব্য রাখেন স্মৃতি ইরানি ৷ 2019 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্রে এই স্মৃতির কাছেই হারতে হয়েছিল রাহুল গান্ধিকে ৷ রাহুলকে পালটা আক্রমণ করে এদিন স্মৃতি বলেন, "রাহুল বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলছেন ৷ বলছেন, দেশে বিভাজনের পরিস্থিতি তৈরি হয়েছে ৷ কাশ্মীরে গিয়েও বলা হচ্ছে 370 ধারা ফিরিয়ে আনা হবে ৷ মণিপুরে ভারতের হত্যা করা হয়েছে বলে বলা হচ্ছে ৷ কিন্তু আমি বলতে চাই মণিপুর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল ও থাকবে, তার কোনও বিভাজন হয়নি, হবেও না ৷"

আরও পড়ুন: মহিলা সাংসদদের উদ্দেশে ফ্লাইং কিস! রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এদিন ইন্দিরা গান্ধির আমলে দেশে জারি হওয়া জরুরি অবস্থা ও পরবর্তী সময়ে শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে বিঁধেছেন স্মৃতি ইরানি ৷ তাঁর অভিযোগ, বিরোধী জোটের একনেতা সম্প্রতি তামিলনাড়ুতে গিয়ে বলে এসেছেন, ভারত মানে শুধুই উত্তর ভারত ৷ রাহুল গান্ধির ক্ষমতা থাকলে এই মন্তব্যের নিন্দা করুন আগে ৷ উল্লেখ্য, লোকসভায় দাঁড়িয়ে এদিন রাহুলের বিরুদ্ধে অসংসদীয় ও মর্যাদাহীন ব্যবহার করার অভিযোগও আনেন স্মৃতি ইরানি ৷ তাঁর অভিযোগ, বক্তব্য শেষে লোকসভা থেকে বেরনোর সময় ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়েছেন ৷ বিষয়টি নিয়ে বিজেপির মহিলা সাংসদরা স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগও জমা দিয়েছেন ৷

নয়াদিল্লি, 9 অগস্ট: লোকসভায় দাঁড়িয়ে তাঁর প্রতিপক্ষ রাহুল গান্ধির মন্তব্যের কড়া ভাষায় জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আমেঠি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ স্মৃতি ইরানি ৷ মণিপুর ইস্যুকে সামনে রেখে লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা মঙ্গলবার থেকে তার উপর আলোচনা শুরু হয়েছে ৷ বুধবার অনাস্থা প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, "মণিপুরে ভারতকে খুন করেছে কেন্দ্রীয় সরকার ৷" তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করে এদিন লোকসভায় স্মৃতি বলেন, "এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছি ৷ এই প্রথম কেউ ভারতকে খুনের কথা বললেন এবং কংগ্রেস সাংসদরা টেবিল চাপড়ে তার সমর্থন করলেন ৷"

বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয় দিন ছিল সংসদে ৷ এদিন আলোচনার সূচনা হয় রাহুল গান্ধির বক্তব্য দিয়েই ৷ সাংসদ পদ ফিরে পাওয়ার পর এদিনই প্রথম লোকসভায় মুখ খোলেন রাহুল ৷ চাঁচাছোলা ভাষায় এদিন মণিপুর ইস্যুতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি ৷ তাঁর বক্তব্যে রাহুল জানান, তিনি মণিপুরে গিয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেছেন ৷ তাঁদের যন্ত্রণা ও অভিজ্ঞতার কথা শুনে তাঁর মনে হয়েছে, মণিপুরে ভারতকে হত্যা করা হয়েছে ৷ কেন্দ্র সেটা জানে, সে কারণেই প্রধানমন্ত্রী মণিপুরে যেতে পারছেন না, চুপ করে আছেন ৷

রাহুলের পরেই এদিন বক্তব্য রাখেন স্মৃতি ইরানি ৷ 2019 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্রে এই স্মৃতির কাছেই হারতে হয়েছিল রাহুল গান্ধিকে ৷ রাহুলকে পালটা আক্রমণ করে এদিন স্মৃতি বলেন, "রাহুল বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলছেন ৷ বলছেন, দেশে বিভাজনের পরিস্থিতি তৈরি হয়েছে ৷ কাশ্মীরে গিয়েও বলা হচ্ছে 370 ধারা ফিরিয়ে আনা হবে ৷ মণিপুরে ভারতের হত্যা করা হয়েছে বলে বলা হচ্ছে ৷ কিন্তু আমি বলতে চাই মণিপুর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল ও থাকবে, তার কোনও বিভাজন হয়নি, হবেও না ৷"

আরও পড়ুন: মহিলা সাংসদদের উদ্দেশে ফ্লাইং কিস! রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এদিন ইন্দিরা গান্ধির আমলে দেশে জারি হওয়া জরুরি অবস্থা ও পরবর্তী সময়ে শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে বিঁধেছেন স্মৃতি ইরানি ৷ তাঁর অভিযোগ, বিরোধী জোটের একনেতা সম্প্রতি তামিলনাড়ুতে গিয়ে বলে এসেছেন, ভারত মানে শুধুই উত্তর ভারত ৷ রাহুল গান্ধির ক্ষমতা থাকলে এই মন্তব্যের নিন্দা করুন আগে ৷ উল্লেখ্য, লোকসভায় দাঁড়িয়ে এদিন রাহুলের বিরুদ্ধে অসংসদীয় ও মর্যাদাহীন ব্যবহার করার অভিযোগও আনেন স্মৃতি ইরানি ৷ তাঁর অভিযোগ, বক্তব্য শেষে লোকসভা থেকে বেরনোর সময় ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়েছেন ৷ বিষয়টি নিয়ে বিজেপির মহিলা সাংসদরা স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগও জমা দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.