ETV Bharat / bharat

Monkey Catcher: বানর ধরতে পারদর্শী ? আপনাকেই খুঁজছে গ্রেটার হায়দরাবাদ পৌরনিগম - GHMC Searching monkey catcher

বানরের উৎপাতে অতিষ্ঠ গ্রেটার হায়দরাবাদ পৌরনিগম এলাকা ৷ মোটা টাকা মাইনে দিয়ে বানর ধরার বিশেষজ্ঞ নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি ৷ বানর ধরতে দক্ষ হলে আপনিও যেতে পারেন হায়দরাবাদ ৷

Etv Bharat
গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনে বানরের উৎপাত
author img

By

Published : Mar 30, 2023, 8:20 PM IST

হায়দরাবাদ, 30 মার্চ: জিনিসপত্র লণ্ডভণ্ড করে পুরো শহরকে অতিষ্ঠ করার জন্য একটি বানরই যথেষ্ট ৷ তাহলে ভাবুন এই বানরের সংখ্যা যদি 100 বা হাজারে পৌঁছে যায় তাহলে যে কী বিপর্যয় হতে পারে তা কল্পনার অতীত ৷ বর্তমানে এমনই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি গ্রেটার হায়দরাবাদ কর্তৃপক্ষ ৷ গরম পড়তে না-পড়তেই হায়দরাবাদে হঠাৎ করে শুরু হয়েছে বানরের উৎপাত ৷ প্রায় 6 হাজার বানর শহরজুড়ে উৎপাত শুরু করেছে ৷

রীতিমতো বিজ্ঞপ্তি ও নির্দেশিকা জারি করে খোঁজা হচ্ছে বানর ধরার বিশেষজ্ঞ ৷ কোনও ক্ষতি না-করে এই বানরদের ধরে জঙ্গলে ফিরিয়ে দিতে পারলেই মিলবে বছরে প্রায় 5 লক্ষ টাকা ৷ বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে গ্রেটার হায়দরাবাদ পৌরনিগম ৷ জলের খোঁজে পৌরনিগম সীমানার বসতি এলাকায় ঢুকে পড়েছে বানরের দল ৷ তাতেই খাবার ও জলের সমস্যা তৈরি হচ্ছে ৷ চিৎকার চেঁচামেচির পাশাপাশি খাবার তুলে ফল নষ্ট করে নাগরিকদের অতিষ্ঠ করে তুলছে বানর বাহিনী ৷ এমতাবস্থায় পৌরনিগমের ভেটেরিনারি বিভাগ বানর ধরার বিশেষজ্ঞ নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে ৷

পৌরনিগমের আধিকারিকরা জানান, এলবি নগর জোনের সমস্যাটি গুরুতর অবস্থায় পৌঁছে গিয়েছে ৷ যদি কেউ বানরগুলিকে ধরে জঙ্গলে নিরাপদে ছেড়ে দিলে তাকে বছরে 4.9 লক্ষ টাকা দেওয়া হবে ৷ তবে এটা প্রথমবার নয়, বলদিয়ার বানর ধরার বিশেষজ্ঞরা এই চেষ্টা করেছেন ৷ এটা দু'বছর ধরে চলছে ৷ এর আগে মুশিরাবাদের একটি পরিবার বহু বছর ধরে বলদিয়ার সঙ্গে বানর ধরার কাজ করেছে ৷ কিন্তু সেই প্রজন্মটি মারা যাওয়ার পর তাদের উত্তরসূরিরা অন্য চাকরি ও পেশার সঙ্গে যুক্ত হয়ে যায় ৷

কর্মকর্তারা জানিয়েছেন, অন্য এলাকায় যারা বানর ধরছে তাদেরকে এখানে এনে কাজ হস্তান্তরের চেষ্টা চলছে ৷ বর্তমানে শহরে 6 হাজার বানর ঘুরে বেড়াচ্ছে ৷ এরা বানরগুলোর ক্ষতি না করে খাঁচায় আটকে তাদের বনে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে ৷

আরও পড়ুন : দোকান খুললেই কেড়ে নিচ্ছে মদ, সুরাপ্রেমী বাঁদরে অতিষ্ঠ রায়বরেলির ব্যবসায়ীরা

হায়দরাবাদ, 30 মার্চ: জিনিসপত্র লণ্ডভণ্ড করে পুরো শহরকে অতিষ্ঠ করার জন্য একটি বানরই যথেষ্ট ৷ তাহলে ভাবুন এই বানরের সংখ্যা যদি 100 বা হাজারে পৌঁছে যায় তাহলে যে কী বিপর্যয় হতে পারে তা কল্পনার অতীত ৷ বর্তমানে এমনই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি গ্রেটার হায়দরাবাদ কর্তৃপক্ষ ৷ গরম পড়তে না-পড়তেই হায়দরাবাদে হঠাৎ করে শুরু হয়েছে বানরের উৎপাত ৷ প্রায় 6 হাজার বানর শহরজুড়ে উৎপাত শুরু করেছে ৷

রীতিমতো বিজ্ঞপ্তি ও নির্দেশিকা জারি করে খোঁজা হচ্ছে বানর ধরার বিশেষজ্ঞ ৷ কোনও ক্ষতি না-করে এই বানরদের ধরে জঙ্গলে ফিরিয়ে দিতে পারলেই মিলবে বছরে প্রায় 5 লক্ষ টাকা ৷ বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে গ্রেটার হায়দরাবাদ পৌরনিগম ৷ জলের খোঁজে পৌরনিগম সীমানার বসতি এলাকায় ঢুকে পড়েছে বানরের দল ৷ তাতেই খাবার ও জলের সমস্যা তৈরি হচ্ছে ৷ চিৎকার চেঁচামেচির পাশাপাশি খাবার তুলে ফল নষ্ট করে নাগরিকদের অতিষ্ঠ করে তুলছে বানর বাহিনী ৷ এমতাবস্থায় পৌরনিগমের ভেটেরিনারি বিভাগ বানর ধরার বিশেষজ্ঞ নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে ৷

পৌরনিগমের আধিকারিকরা জানান, এলবি নগর জোনের সমস্যাটি গুরুতর অবস্থায় পৌঁছে গিয়েছে ৷ যদি কেউ বানরগুলিকে ধরে জঙ্গলে নিরাপদে ছেড়ে দিলে তাকে বছরে 4.9 লক্ষ টাকা দেওয়া হবে ৷ তবে এটা প্রথমবার নয়, বলদিয়ার বানর ধরার বিশেষজ্ঞরা এই চেষ্টা করেছেন ৷ এটা দু'বছর ধরে চলছে ৷ এর আগে মুশিরাবাদের একটি পরিবার বহু বছর ধরে বলদিয়ার সঙ্গে বানর ধরার কাজ করেছে ৷ কিন্তু সেই প্রজন্মটি মারা যাওয়ার পর তাদের উত্তরসূরিরা অন্য চাকরি ও পেশার সঙ্গে যুক্ত হয়ে যায় ৷

কর্মকর্তারা জানিয়েছেন, অন্য এলাকায় যারা বানর ধরছে তাদেরকে এখানে এনে কাজ হস্তান্তরের চেষ্টা চলছে ৷ বর্তমানে শহরে 6 হাজার বানর ঘুরে বেড়াচ্ছে ৷ এরা বানরগুলোর ক্ষতি না করে খাঁচায় আটকে তাদের বনে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে ৷

আরও পড়ুন : দোকান খুললেই কেড়ে নিচ্ছে মদ, সুরাপ্রেমী বাঁদরে অতিষ্ঠ রায়বরেলির ব্যবসায়ীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.