ETV Bharat / bharat

6 বছরের শিশুকে শারীরিক নির্যাতনের পর হত্যা ! অভিযুক্ত বেকসুর খালাস পাওয়ায় কান্নায় ভাসলেন বাবা - শিশুকে ধর্ষণ

Girl rape and murder case: ইদুক্কিতে 6 বছরের একটি শিশুকে শারীরিক নির্যাতনের পর হত্যা করার মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস করল আদালত ৷ এই রায়ের পর কান্নায় ভেঙে পড়লেন মৃত শিশুর বাবা ৷

Girl rape and murder case
শিশুকে শারীরিক নির্যাতনের পর হত্যা !
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 2:56 PM IST

ইদুক্কি, 14 ডিসেম্বর: একটি ছয় বছরের শিশুকে শারীরিক নির্যাতন করে হত্যা করার মামলায় মূল অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল ইদুক্কির ফাস্ট ট্র্যাক আদালত । ইদুক্কির ভান্ডিপেরিয়ারের বাসিন্দা ওই শিশুটিকে নির্যাতন ও হত্যার মামলায় কাট্টপ্পানা ফাস্ট-ট্র্যাক বিশেষ আদালতের বিচারক ভি মঞ্জু অভিযুক্তকে বেকসুর খালাস করেছেন ৷ তাঁর মতে, শারীরিক নির্যাতন ও হত্যার অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্য-প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছেন সরকারি আইনজীবী । অভিযোগ ওঠার দুই বছর পর রায় দিল আদালত ।

এই রায়ের পর শিশুটির বাবা-মা আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন ৷ মৃত শিশুটির বাবা অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করেছিলেন ৷ তাঁর মতে, তাঁর মেয়ে ন্যায়বিচার পেল না ৷ তাঁর কথায়, প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আইনি লড়াই চলবে । এ দিকে, আসামিপক্ষের আইনজীবী এসকে আদিত্যন এই রায়ে আনন্দ প্রকাশ করেছেন । অভিযুক্ত বেকসুর খালাস পাওয়ায় তিনি খুশি । তিনি বলেন, "আমরা পুনঃতদন্তের আবেদন করব । মিথ্যে ভাবে ভুয়ো আসামিকে গ্রেফতার করা হয়েছে । আমরা প্রমাণ এবং ক্ষতিপূরণও দাবি করব ।"

2021 সালের 30 জুন একটি ছয় বছর বয়সি শিশুকন্যার উপর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ ৷ তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় ভান্দিপেরিয়ার চুরাক্কুলাম এস্টেটে । প্রথমে মনে করা হয়, গলায় শাল বেঁধে তাকে খুন করা হয়েছে ৷ কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শিশুটির উপর যৌন নির্যাতন চালিয়ে তারপর তাকে হত্যা করা হয়েছে । মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে ভান্দিপেরিয়ারের বাসিন্দা অর্জুনের নাম ৷ পুলিশি তদন্তে আরও জানা যায় যে, নির্যাতনের সময় অজ্ঞান হয়ে যাওয়া মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল । অভিযুক্ত ওই শিশুকে তিন বছর বয়স থেকেই শারীরিক নির্যাতন করা হত বলে অভিযোগ । বাবা-মা যখন কাজ করতে বাইরে যেতেন, তখনই শিশুটি অর্জুনের লালসার শিকার হত ৷

এই মামলার তদন্ত করেছেন ভান্দিপেরিয়ার সিআই টিডি সুনীল কুমারের নেতৃত্বে পুলিশ বাহিনী ৷ 2021 সালে 21 সেপ্টেম্বর চার্জশিট দাখিল করা হয় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইন, খুন এবং ধর্ষণের ধারায় অভিযোগ আনা হয়েছিল ৷ গত বছরের মে মাসে কাটাপ্পানা ফাস্ট ট্র্যাক আদালতে মামলার বিচার শুরু হয় । অভিযুক্তের বিরুদ্ধে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি নিপীড়ন প্রতিরোধ আইনের ধারাগুলিও আরোপ করার দাবিতে মৃতার বাবা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু আদালত দেখেছে যে, তারা উভয়ই এসসি ক্যাটাগরির অন্তর্গত, ফলে সেই অনুমতি দেয়নি আদালত ।

এই মামলায় 48 জন সাক্ষীকে জেরা করা হয় । 69টিরও বেশি নথি এবং 16টি জিনিস প্রমাণ হিসাবে আদালতে জমা দেওয়া হয়েছে । বিচার চলাকালীন, নতুন বিচারক দায়িত্ব গ্রহণ করেন ৷ আর এ বার তার রায় ঘোষণা হল ৷

আরও পড়ুন:

  1. প্রথমে মারধর! জল চাইলে মূত্রপান; ঘৃণ্য কাজ সেনা জওয়ানের, তদন্ত শুরু পুলিশের
  2. গোপনাঙ্গ-সহ শরীরে 30 বার আঘাত! সোশাল মিডিয়ায় জানিয়ে বোনকে নৃশংসভাবে খুন ভাইয়ের
  3. নাবালিকা মেয়েকে একাধিকবার 'ধর্ষণ' বাবার, জানাজানি হতেই পলাতক অভিযুক্ত

ইদুক্কি, 14 ডিসেম্বর: একটি ছয় বছরের শিশুকে শারীরিক নির্যাতন করে হত্যা করার মামলায় মূল অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল ইদুক্কির ফাস্ট ট্র্যাক আদালত । ইদুক্কির ভান্ডিপেরিয়ারের বাসিন্দা ওই শিশুটিকে নির্যাতন ও হত্যার মামলায় কাট্টপ্পানা ফাস্ট-ট্র্যাক বিশেষ আদালতের বিচারক ভি মঞ্জু অভিযুক্তকে বেকসুর খালাস করেছেন ৷ তাঁর মতে, শারীরিক নির্যাতন ও হত্যার অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্য-প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছেন সরকারি আইনজীবী । অভিযোগ ওঠার দুই বছর পর রায় দিল আদালত ।

এই রায়ের পর শিশুটির বাবা-মা আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন ৷ মৃত শিশুটির বাবা অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করেছিলেন ৷ তাঁর মতে, তাঁর মেয়ে ন্যায়বিচার পেল না ৷ তাঁর কথায়, প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আইনি লড়াই চলবে । এ দিকে, আসামিপক্ষের আইনজীবী এসকে আদিত্যন এই রায়ে আনন্দ প্রকাশ করেছেন । অভিযুক্ত বেকসুর খালাস পাওয়ায় তিনি খুশি । তিনি বলেন, "আমরা পুনঃতদন্তের আবেদন করব । মিথ্যে ভাবে ভুয়ো আসামিকে গ্রেফতার করা হয়েছে । আমরা প্রমাণ এবং ক্ষতিপূরণও দাবি করব ।"

2021 সালের 30 জুন একটি ছয় বছর বয়সি শিশুকন্যার উপর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ ৷ তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় ভান্দিপেরিয়ার চুরাক্কুলাম এস্টেটে । প্রথমে মনে করা হয়, গলায় শাল বেঁধে তাকে খুন করা হয়েছে ৷ কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শিশুটির উপর যৌন নির্যাতন চালিয়ে তারপর তাকে হত্যা করা হয়েছে । মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে ভান্দিপেরিয়ারের বাসিন্দা অর্জুনের নাম ৷ পুলিশি তদন্তে আরও জানা যায় যে, নির্যাতনের সময় অজ্ঞান হয়ে যাওয়া মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল । অভিযুক্ত ওই শিশুকে তিন বছর বয়স থেকেই শারীরিক নির্যাতন করা হত বলে অভিযোগ । বাবা-মা যখন কাজ করতে বাইরে যেতেন, তখনই শিশুটি অর্জুনের লালসার শিকার হত ৷

এই মামলার তদন্ত করেছেন ভান্দিপেরিয়ার সিআই টিডি সুনীল কুমারের নেতৃত্বে পুলিশ বাহিনী ৷ 2021 সালে 21 সেপ্টেম্বর চার্জশিট দাখিল করা হয় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইন, খুন এবং ধর্ষণের ধারায় অভিযোগ আনা হয়েছিল ৷ গত বছরের মে মাসে কাটাপ্পানা ফাস্ট ট্র্যাক আদালতে মামলার বিচার শুরু হয় । অভিযুক্তের বিরুদ্ধে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি নিপীড়ন প্রতিরোধ আইনের ধারাগুলিও আরোপ করার দাবিতে মৃতার বাবা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু আদালত দেখেছে যে, তারা উভয়ই এসসি ক্যাটাগরির অন্তর্গত, ফলে সেই অনুমতি দেয়নি আদালত ।

এই মামলায় 48 জন সাক্ষীকে জেরা করা হয় । 69টিরও বেশি নথি এবং 16টি জিনিস প্রমাণ হিসাবে আদালতে জমা দেওয়া হয়েছে । বিচার চলাকালীন, নতুন বিচারক দায়িত্ব গ্রহণ করেন ৷ আর এ বার তার রায় ঘোষণা হল ৷

আরও পড়ুন:

  1. প্রথমে মারধর! জল চাইলে মূত্রপান; ঘৃণ্য কাজ সেনা জওয়ানের, তদন্ত শুরু পুলিশের
  2. গোপনাঙ্গ-সহ শরীরে 30 বার আঘাত! সোশাল মিডিয়ায় জানিয়ে বোনকে নৃশংসভাবে খুন ভাইয়ের
  3. নাবালিকা মেয়েকে একাধিকবার 'ধর্ষণ' বাবার, জানাজানি হতেই পলাতক অভিযুক্ত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.