দেওরিয়া, 2 অক্টোবর: জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রাণ গেল ছ’জনের ৷ সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ার রুদ্রপুর কোতোয়ালি এলাকায় ৷ যে ছ‘জন নিহত হয়েছেন, তাঁদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য ৷ নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে ৷
ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক শিশু-সহ তিনজন ৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক ৷ আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাস্থল কোতোয়ালি এলাকার ফতেহপুর গ্রামে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুদ্রপুর কোতোয়ালি এলাকার ফতেপুর গ্রাম পঞ্চায়েতের লেধন টোলার বাসিন্দা সত্য প্রকাশ দুবে ৷ তাঁর পরিবারের সঙ্গে গ্রামের অভয়পুরা টোলার বাসিন্দা প্রাক্তন জেলা পঞ্চায়েত সদস্য প্রেমচাঁদ যাদবের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চলছিল ৷ সোমবার সকালে তা চরম আকার ধারণ করে ৷ অভিযোগ, সেই বিরোধের জেরেই প্রেমচাঁদ যাদবকে খুন করা হয় ৷
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দেওরিয়ার রুদ্রপুর কোতোয়ালি এলাকার ফতেহপুরের লেহরা টোলায় প্রাক্তন জেলা পঞ্চায়েত সদস্য প্রেমচাঁদ যাদবকে পিটিয়ে হত্যা করা হয় । তার পরই ক্ষোভ ছড়ায় এলাকায় ৷ সব রাগ গিয়ে পড়ে সত্যপ্রকাশ দুবের উপর ৷ ক্ষিপ্ত জনতা দুবের বাড়িতে হামলা চালায়৷ অভিযোগ, উত্তেজিত জনতা দুই শিশু, একজন নারী ও আরেকজনকে হত্যা করে । নিহতদের মধ্যে সত্য়প্রকাশ যাদব ও তাঁর স্ত্রীও রয়েছেন ৷
উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার এসপি সংকল্প শর্মা আশেপাশের থানার পুলিশকে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন । ঘটনাস্থলে যান দেওরিয়ার জেলাশাসক অখণ্ডপ্রতাপ সিংও । গ্রামের পরিস্থিতি উত্তপ্ত৷ সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ যেখানে ময়নাতদন্ত হচ্ছে, সেখানেও পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
এই ঘটনায় এক শিশুকন্যা-সহ তিনজন গুরুতর জখম হয়ে দেওরিয়া বাবা মহর্ষি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ সেখানেও পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ দেওরিয়ার এসপি সংকল্প শর্মা জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে ।
আরও পড়ুন: তরুণীর সঙ্গে কথা বলা নিয়ে সংঘর্ষ, দিল্লিতে প্রাণ গেল 2 যুবকের; আহত আরও 1