ETV Bharat / bharat

Mysterious Death in Haryana হরিয়ানায় একই পরিবারের ছয় সদস্য়ের ঝুলন্ত দেহ উদ্ধার - অস্বাভাবিক মৃত্যুর মামলা

হরিয়ানার আম্বালা জেলার বালানা গ্রামের ঘটনা ৷ মৃতদের একজনের নাম সুখবিন্দর সিং ৷ বাকিদের মধ্যে সুখবিন্দরের স্ত্রী, দুই মেয়ে এবং মা ও বাবা রয়েছেন (Six Members of one Family) ৷ পুলিশ তদন্ত করছে ৷

six-members-of-one-family-hanging-body-recovered-in-haryana
Mysterious Death in Haryana হরিয়ানায় একই পরিবারের ছয় সদস্য়ের ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Aug 26, 2022, 1:11 PM IST

আম্বালা (হরিয়ানা), 26 অগস্ট : একই পরিবারের ছয় সদস্যের মৃতদেহ উদ্ধার হল (Hanging Body Recovered) ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালা জেলায় (Hanging Body Recovered in Haryana) ৷ এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক হইচই পড়েছে ৷ প্রতিবেশী থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই স্তম্ভিত (Mysterious Death in Haryana) ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার বালানা গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিং ৷ তাঁর বাড়িতেই ঘটনাটি ঘটে ৷ শুক্রবার সিলিং থেকে বাড়ির ছয় সদস্যকে (Six Members of one Family) ঝুলতে দেখা যায় ৷ সেই তালিকায় সুখবিন্দর ও তাঁর স্ত্রী-সহ দুই মেয়ে এবং মা-বাবাও রয়েছেন ৷ স্থানীয়রাই পুলিশে খবর দেন ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷

পুলিশ এখনই এই নিয়ে কিছু বলতে রাজি হয়নি ৷ আপাতত তারা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৷ ঘটনাটি আত্মহত্যার নাকি খুন, ময়নাতদন্তের রিপোর্ট এলে তা বোঝা যাবে বলে পুলিশের তরফে জানা গিয়েছে ৷ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা (Unnatural Death Case) রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

প্রতিবেশীদের থেকে জানা গিয়েছে যে সুখবিন্দর সিং একটি বেসরকারি সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করতেন ৷ তাঁরা এক মেয়ের জন্মদিন পালন করছিলেন বলে জানা গিয়েছে ৷ ফলে সেই অনুষ্ঠান নিয়ে কোনও গোলমালের জেরে আত্মহত্যা, নাকি ঋণের ভার সংক্রান্ত কোনও বিষয় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ খুনের বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন : তিন তালাক দেওয়ায় অভিযুক্ত স্বামী, পুলিশের দ্বারস্থ উত্তরপ্রদেশের তরুণী

আম্বালা (হরিয়ানা), 26 অগস্ট : একই পরিবারের ছয় সদস্যের মৃতদেহ উদ্ধার হল (Hanging Body Recovered) ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালা জেলায় (Hanging Body Recovered in Haryana) ৷ এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক হইচই পড়েছে ৷ প্রতিবেশী থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই স্তম্ভিত (Mysterious Death in Haryana) ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার বালানা গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিং ৷ তাঁর বাড়িতেই ঘটনাটি ঘটে ৷ শুক্রবার সিলিং থেকে বাড়ির ছয় সদস্যকে (Six Members of one Family) ঝুলতে দেখা যায় ৷ সেই তালিকায় সুখবিন্দর ও তাঁর স্ত্রী-সহ দুই মেয়ে এবং মা-বাবাও রয়েছেন ৷ স্থানীয়রাই পুলিশে খবর দেন ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷

পুলিশ এখনই এই নিয়ে কিছু বলতে রাজি হয়নি ৷ আপাতত তারা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৷ ঘটনাটি আত্মহত্যার নাকি খুন, ময়নাতদন্তের রিপোর্ট এলে তা বোঝা যাবে বলে পুলিশের তরফে জানা গিয়েছে ৷ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা (Unnatural Death Case) রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

প্রতিবেশীদের থেকে জানা গিয়েছে যে সুখবিন্দর সিং একটি বেসরকারি সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করতেন ৷ তাঁরা এক মেয়ের জন্মদিন পালন করছিলেন বলে জানা গিয়েছে ৷ ফলে সেই অনুষ্ঠান নিয়ে কোনও গোলমালের জেরে আত্মহত্যা, নাকি ঋণের ভার সংক্রান্ত কোনও বিষয় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ খুনের বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন : তিন তালাক দেওয়ায় অভিযুক্ত স্বামী, পুলিশের দ্বারস্থ উত্তরপ্রদেশের তরুণী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.