ETV Bharat / bharat

Six Members of Family Found Dead: একই পরিবারের ছ'জনের দেহ উদ্ধার, উদয়পুরের ঘটনায় বাড়ছে রহস্য় - রাজস্থানের খবর

একই পরিবারের ছ'জনের মৃতদেহ (Six Members of Family Found Dead) উদ্ধারে চাঞ্চল্য ৷ রাজস্থানের (Rajasthan) উদয়পুরে (Udaipur) ঘটনা ৷

Six Members of Family Found Dead from their house in Udaipur
Six Members of Family Found Dead: একই পরিবারের ছ'জনের দেহ উদ্ধার, উদয়পুরের ঘটনায় বাড়ছে রহস্য়
author img

By

Published : Nov 21, 2022, 12:50 PM IST

উদয়পুর (রাজস্থান), 21 নভেম্বর: বাড়ি থেকেই উদ্ধার হল একই পরিবারের ছ'জনের মৃতদেহ (Six Members of Family Found Dead) ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের (Rajasthan) উদয়পুরে (Udaipur) ৷

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উদয়পুরের গোগুন্ডা থানা (Gogunda Police Station) এলাকায় ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পরিবারের কর্তা এবং তাঁর স্ত্রীর দেহ ৷ একইসঙ্গে, পরিবারের আরও চার সদস্যেরও মৃতদেহ ওই বাড়ি থেকেই পাওয়া গিয়েছে ৷ ওই চারজন মৃত দম্পতিরই সন্তান বলে জানা গিয়েছে ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: স্ত্রীর পরকীয়া ! যুবককে 'খুন' করে 6 টুকরো করল ব্যক্তি

এদিকে, এমন ঘটনায় হতভম্ব এলাকার বাসিন্দারা ৷ একসঙ্গে একই পরিবারের ছ'জনের এই মৃত্যু যে স্বাভাবিক নয়, সেই বিষয়ে একপ্রকার নিশ্চিত প্রতিবেশীরা ৷ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তদন্ত শুরু করেছে পুলিশও ৷ তবে, এই ঘটনা খুন নাকি সমবেত আত্মহত্যা, সেটা আপাতত বোঝা যাচ্ছে না ৷ পুলিশ অপেক্ষা করছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য ৷ সেই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে তারা ৷ বস্তুত, এখনও পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে পুলিশ তরফ থেকে কোনও বিবৃতিও দেওয়া হয়নি ৷

গোগুন্ডা থানার আইসি যোগেন্দ্র ব্যাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃতরা সকলেই তাঁদের থানা এলাকার অন্তর্গত ঝাদোলির গোল নেদি গ্রামের বাসিন্দা ছিলেন ৷ তাঁদের সকলের সম্পর্কে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে ৷ তাঁদের পরিবারে কোনও অশান্তি ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ পাশাপাশি, মৃতদের সঙ্গে আশপাশের বাসিন্দাদের কেমন সম্পর্ক ছিল, কারও সঙ্গে মনোমালিন্য ছিল কিনা, সেই সমস্ত বিষয়েও খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা ৷ একইসঙ্গে, এই পরিবারের আয়ের উৎস কী ছিল, সেই জায়গায় কোনও শত্রুতা ছিল কিনা, কিংবা পরিবারে আর্থিক অনটন চলছিল কিনা, কেউ অসুস্থ ছিলেন কিনা ইত্যাদি সবই খতিয়ে দেখা হচ্ছে ৷ এই সমস্ত বিষয়ে তথ্য পেতে মৃতদের আত্মীয়, পরিজন, বন্ধুবান্ধব ও পরিচিতদের সঙ্গে কথা বলছে পুলিশ ৷

উদয়পুর (রাজস্থান), 21 নভেম্বর: বাড়ি থেকেই উদ্ধার হল একই পরিবারের ছ'জনের মৃতদেহ (Six Members of Family Found Dead) ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের (Rajasthan) উদয়পুরে (Udaipur) ৷

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উদয়পুরের গোগুন্ডা থানা (Gogunda Police Station) এলাকায় ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পরিবারের কর্তা এবং তাঁর স্ত্রীর দেহ ৷ একইসঙ্গে, পরিবারের আরও চার সদস্যেরও মৃতদেহ ওই বাড়ি থেকেই পাওয়া গিয়েছে ৷ ওই চারজন মৃত দম্পতিরই সন্তান বলে জানা গিয়েছে ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: স্ত্রীর পরকীয়া ! যুবককে 'খুন' করে 6 টুকরো করল ব্যক্তি

এদিকে, এমন ঘটনায় হতভম্ব এলাকার বাসিন্দারা ৷ একসঙ্গে একই পরিবারের ছ'জনের এই মৃত্যু যে স্বাভাবিক নয়, সেই বিষয়ে একপ্রকার নিশ্চিত প্রতিবেশীরা ৷ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তদন্ত শুরু করেছে পুলিশও ৷ তবে, এই ঘটনা খুন নাকি সমবেত আত্মহত্যা, সেটা আপাতত বোঝা যাচ্ছে না ৷ পুলিশ অপেক্ষা করছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য ৷ সেই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে তারা ৷ বস্তুত, এখনও পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে পুলিশ তরফ থেকে কোনও বিবৃতিও দেওয়া হয়নি ৷

গোগুন্ডা থানার আইসি যোগেন্দ্র ব্যাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃতরা সকলেই তাঁদের থানা এলাকার অন্তর্গত ঝাদোলির গোল নেদি গ্রামের বাসিন্দা ছিলেন ৷ তাঁদের সকলের সম্পর্কে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে ৷ তাঁদের পরিবারে কোনও অশান্তি ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ পাশাপাশি, মৃতদের সঙ্গে আশপাশের বাসিন্দাদের কেমন সম্পর্ক ছিল, কারও সঙ্গে মনোমালিন্য ছিল কিনা, সেই সমস্ত বিষয়েও খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা ৷ একইসঙ্গে, এই পরিবারের আয়ের উৎস কী ছিল, সেই জায়গায় কোনও শত্রুতা ছিল কিনা, কিংবা পরিবারে আর্থিক অনটন চলছিল কিনা, কেউ অসুস্থ ছিলেন কিনা ইত্যাদি সবই খতিয়ে দেখা হচ্ছে ৷ এই সমস্ত বিষয়ে তথ্য পেতে মৃতদের আত্মীয়, পরিজন, বন্ধুবান্ধব ও পরিচিতদের সঙ্গে কথা বলছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.