ETV Bharat / bharat

Maoists Killed : তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে গুলির লড়াইয়ে নিকেশ 6 মাওবাদী - six maoists killed in encounter on telangana chhattisgarh border

সোমবার সকালে ছত্তিশগড় সীমান্তে তেলেঙ্গানা পুলিশের এলিট গ্রে-হাউন্ডস বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 6 মাওবাদী (Six Maoists have been killed in an encounter on the Telangana-Chhattisgarh border) ৷ তেলেঙ্গানার পূর্বাঞ্চলের জেলা ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সুনীল দত্ত জানিয়েছেন, পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে নিকেশ হয়েছে ওই 6 মাওবাদী ৷

Maoists Killed
তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে গুলির লড়াইয়ে নিকেশ 6 মাওবাদী
author img

By

Published : Dec 27, 2021, 9:49 AM IST

Updated : Dec 27, 2021, 12:32 PM IST

হায়দরাবাদ, 27 ডিসেম্বর : বড়সড় সাফল্য পেল তেলেঙ্গানা পুলিশ ৷ সোমবার সকালে ছত্তিশগড় সীমান্তে তেলেঙ্গানা পুলিশের এলিট গ্রে-হাউন্ডস বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয় 6 মাওবাদী (Six Maoists have been killed in an encounter on the Telangana-Chhattisgarh border) ৷

তেলেঙ্গানার পূর্বাঞ্চলের জেলা ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সুনীল দত্ত জানিয়েছেন, পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও এই অভিযানে সামিল ছিল ৷ যৌথ অভিযানে নিকেশ হয় 6 মাওবাদী ৷ সুকমা জেলার দক্ষিণ বস্তারের সীমান্ত এলাকায় অভিযানটি হয় বলে জানিয়েছেন তিনি ৷ পিটিআইকে ওই পুলিশ আধিকারিক বলেন, "তেলেঙ্গানা এবং ছত্তিশগড় পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযান ছিল এটি (It was a joint operation by Telangana and Chhattisgarh Police and CRPF) ৷ সকাল 6-30 মিনিট থেকে 7টার মধ্যে এই অভিযান সংগঠিত হয় ৷ মাওবাদীরা আক্রমণের চেষ্টা করলে প্রত্যাঘাত করে যৌথ বাহিনী ৷ তাতেই নিকেশ হয় 6 মাওবাদী ৷"

আরও পড়ুন : Gadchiroli maoists Killed: গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে হত 26 মাওবাদী, আহত 3 জওয়ান

নিকেশ 6 মাওবাদীর মধ্যে 4 জন মহিলা বলে প্রাথমিক রিপোর্টে প্রকাশ ৷ এরা প্রত্যেকেই কিস্তারাম আঞ্চলিক মাওবাদী কমিটির সদস্য ৷ অভিযান এখনও জারি রয়েছে বলে জানা গিয়েছে ৷

হায়দরাবাদ, 27 ডিসেম্বর : বড়সড় সাফল্য পেল তেলেঙ্গানা পুলিশ ৷ সোমবার সকালে ছত্তিশগড় সীমান্তে তেলেঙ্গানা পুলিশের এলিট গ্রে-হাউন্ডস বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয় 6 মাওবাদী (Six Maoists have been killed in an encounter on the Telangana-Chhattisgarh border) ৷

তেলেঙ্গানার পূর্বাঞ্চলের জেলা ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সুনীল দত্ত জানিয়েছেন, পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও এই অভিযানে সামিল ছিল ৷ যৌথ অভিযানে নিকেশ হয় 6 মাওবাদী ৷ সুকমা জেলার দক্ষিণ বস্তারের সীমান্ত এলাকায় অভিযানটি হয় বলে জানিয়েছেন তিনি ৷ পিটিআইকে ওই পুলিশ আধিকারিক বলেন, "তেলেঙ্গানা এবং ছত্তিশগড় পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযান ছিল এটি (It was a joint operation by Telangana and Chhattisgarh Police and CRPF) ৷ সকাল 6-30 মিনিট থেকে 7টার মধ্যে এই অভিযান সংগঠিত হয় ৷ মাওবাদীরা আক্রমণের চেষ্টা করলে প্রত্যাঘাত করে যৌথ বাহিনী ৷ তাতেই নিকেশ হয় 6 মাওবাদী ৷"

আরও পড়ুন : Gadchiroli maoists Killed: গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে হত 26 মাওবাদী, আহত 3 জওয়ান

নিকেশ 6 মাওবাদীর মধ্যে 4 জন মহিলা বলে প্রাথমিক রিপোর্টে প্রকাশ ৷ এরা প্রত্যেকেই কিস্তারাম আঞ্চলিক মাওবাদী কমিটির সদস্য ৷ অভিযান এখনও জারি রয়েছে বলে জানা গিয়েছে ৷

Last Updated : Dec 27, 2021, 12:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.