হায়দরাবাদ, 17 মার্চ: বহুতলে আগুন লাগার জেরে মৃত্যু হল 6 জনের ৷ মৃতদের মধ্যে 4 মহিলাও আছেন ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে (Hyderabad News)৷ ঘটনাস্থল থেকে বাকি 7 জনকে উদ্ধার করেছে দমকল কর্মীরা ৷ হায়দরাবাদের জেলা কালেক্টর অময় কুমার জানান, ধোঁয়ায় দম বন্ধ হয়েই মৃত্যু হয়েছে এঅই 6 জনের ৷
মৃতরা সকলেই 20 বছর বয়সি এবং তাঁরা স্থানীয় ওয়ারাঙ্গল, মাহাবুবাবাদ ও খাম্মাম জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ সকলকেই গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই এই 6 জনের মৃত্যু হয় ৷ সকলেই ওই বহুতলের বাইরে অবস্থিত একটি কোম্পানির কর্মচারী ছিলেন ৷ চার ঘণ্টা লড়াই করার পর দমকল কর্মীরা স্বপ্নলোক নামের ওই কমপ্লেক্সের তৃতীয় তলা থেকে শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ৷ কিন্তু আটতলা এই বহুতলটির উপরের তলায়ও আগুন ছড়িয়ে পড়ে, যেখানে অফিস রয়েছে ৷
ধোঁয়া এখনও পরিষ্কার না-হওয়ায় উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা ৷ খবর পেয়ে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালায় ৷ বহুতল থেকে বিশাল আগুনের লেলিহান শিখা এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে ৷ আশেপাশে থাকা বহুতল ও আবাসন খালি করে দেয় পুলিশ ৷ স্থানীয়দের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে 7টা থেকে 8টার মধ্যে আগুন লাগে ৷ যদিও কীভাবে কোথা থেকে আগুন লেগেছে তার কোনও কারণ এখনও জানা যায়নি ৷
খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী টি. শ্রীনিবাস যাদব ৷ উদ্ধার কাজ পরিদর্শন ও ত্রাণের বিষয়টি তদারকি করেন ৷ দু'মাসেরও কম সময়ের মধ্যে হায়দরাবাদের যমজ শহর সেকেন্দ্রাবাদে এটি দ্বিতীয় বড় আগুন লাগার ঘটনা ৷ গত 28 জানুয়ারি একটি বহুতল বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে তিন জন মারা যান ৷ ভস্মীভূত হয়ে যায় সম্পূর্ণ বিল্ডিং এবং এর জেরে কাঠামোটি দুর্বল হয়ে পড়ায় কিছুদিন পরে কর্তৃপক্ষ নিজেরাই এটি ভেঙে ফেলে ৷
আরও পড়ুন : বিবাহবহির্ভূত সম্পর্কে আপত্তিকর অবস্থায় স্ত্রী ! গায়ে মদ ঢেলে পুড়িয়ে হত্যা ব্যক্তির