ETV Bharat / bharat

দিল্লি-মুম্বইয়ের 60% বাসিন্দাই বায়ু দূষণের কারণে অন্যত্র থাকার কথা ভাবছেন: রিপোর্ট - সমীক্ষা

Survey report on Air pollution: দিল্লি ও মুম্বইয়ের 10 জনের মধ্যে ছয় জন বাসিন্দাই বায়ু দূষণের কারণে অন্যত্র থাকার কথা ভাবছেন বলে জানা গেল সাম্প্রতিক একটি সমীক্ষায় ৷

Survey report on Air pollution
বায়ু দূষণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 7:27 PM IST

নয়াদিল্লি, 29 নভেম্বর: নয়াদিল্লি ও মুম্বইয়ে বসবাসকারী 60 শতাংশ মানুষই অন্যত্র থাকার বিষয়ে ভাবনাচিন্তা করছেন ৷ সৌজন্যে উভয় শহরেরই ক্রমবর্ধমান বায়ু দূষণ ৷ একটি নতুন সমীক্ষায় প্রকাশ পেয়েছে এই চাঞ্চল্যকর তথ্য ৷

দিল্লি, মুম্বই এবং আশপাশের অঞ্চলগুলির 4,000 জন বাসিন্দার উপর একটি সমীক্ষা চালিয়েছে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রিস্টিন কেয়ার । তারা আরও একটি বিষয়ের তথ্য পেয়েছে সমীক্ষায় ৷ বাতাসের মানের সূচক অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্সের খারাপ পরিস্থিতির জন্য যে সব শারীরিক অসুস্থতা হয়, তা 10 জন উত্তরদাতার মধ্যে 9 জনেরই রয়েছে ৷ তাঁদের মধ্যে কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা এবং চোখে চুলকানির মতো সমস্যা রয়েছে ৷

সমীক্ষায় বলা হয়েছে, "দিল্লি ও মুম্বইয়ের প্রতি 10 জন বাসিন্দার মধ্যে ছয় জন বায়ুর নিম্ন গুণমান এবং দূষণের কারণে স্থানান্তর করার কথা বিবেচনা করছেন ৷" সমীক্ষা থেকে উঠে আসা অনুসন্ধানগুলিতে দেখা গিয়েছে যে, বিশেষত শীতের ঋতুতে বাতাসের গুণমান হ্রাসের গভীর প্রভাব পড়ে ব্যক্তিদের ভালো কাজকর্মের উপর ৷

রিপোর্টে বলা হয়েছে, 40 শতাংশ উত্তরদাতা শীতের মরশুমে তাঁদের প্রিয়জনের মধ্যে হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো আগে থেকে বিদ্যমান শ্বাসযন্ত্রের সমস্যাগুলির অবনতি লক্ষ্য করেছেন । সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, "দিল্লি এবং মুম্বইয়ের প্রতি 10 জন বাসিন্দার মধ্যে চারজন প্রতি বছর বা অন্তত প্রতি কয়েক বছরে বায়ু দূষণ সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাগুলির জন্য চিকিত্সকের পরামর্শ নেন ৷"

বায়ু দূষণ মোকাবিলা করার জন্য তাঁদের জীবনধারায় কী কী পরিবর্তন এনেছেন, এই প্রশ্নের জবাবে উত্তরদাতাদের 35 শতাংশ উল্লেখ করেছেন যে, তাঁরা ব্যায়াম এবং দৌড়নোর মতো বাইরের ক্রিয়াকলাপ বন্ধ করেছেন ৷ আর 30 শতাংশ জানান যে, তাঁরা বাইরে মাস্ক পরা শুরু করেছেন ।

বায়ু পরিশোধন সম্পর্কে রিপোর্টে বলা হয়েছে যে, দিল্লি এবং মুম্বইয়ের উত্তরদাতাদের মাত্র 27 শতাংশ বায়ু পরিশোধক ব্যবহার করার কথা স্বীকার করেছেন ৷ আর আশ্চর্যজনকভাবে 43 শতাংশের এখনও ধারণা রয়েছে যে, এগুলির ব্যবহারে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় । (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. শুধু বাইরে নয়, ঘরের ভিতরেও দমবন্ধ হতে পারে ! দূষণমুক্ত করুন এই উপায়ে
  2. কলকাতার বাতাসে বাড়ল দূষণ, শরীরে ক্ষতিকারক প্রভাব পড়ার আশংকায় পরিবেশবিজ্ঞানীরা
  3. তিলোত্তমায় লাগামহীন শব্দ-তাণ্ডব, বাজি ফেটেছে হাসপাতালের ভিতরেও; দাবি পরিবেশ কর্মীদের

নয়াদিল্লি, 29 নভেম্বর: নয়াদিল্লি ও মুম্বইয়ে বসবাসকারী 60 শতাংশ মানুষই অন্যত্র থাকার বিষয়ে ভাবনাচিন্তা করছেন ৷ সৌজন্যে উভয় শহরেরই ক্রমবর্ধমান বায়ু দূষণ ৷ একটি নতুন সমীক্ষায় প্রকাশ পেয়েছে এই চাঞ্চল্যকর তথ্য ৷

দিল্লি, মুম্বই এবং আশপাশের অঞ্চলগুলির 4,000 জন বাসিন্দার উপর একটি সমীক্ষা চালিয়েছে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রিস্টিন কেয়ার । তারা আরও একটি বিষয়ের তথ্য পেয়েছে সমীক্ষায় ৷ বাতাসের মানের সূচক অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্সের খারাপ পরিস্থিতির জন্য যে সব শারীরিক অসুস্থতা হয়, তা 10 জন উত্তরদাতার মধ্যে 9 জনেরই রয়েছে ৷ তাঁদের মধ্যে কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা এবং চোখে চুলকানির মতো সমস্যা রয়েছে ৷

সমীক্ষায় বলা হয়েছে, "দিল্লি ও মুম্বইয়ের প্রতি 10 জন বাসিন্দার মধ্যে ছয় জন বায়ুর নিম্ন গুণমান এবং দূষণের কারণে স্থানান্তর করার কথা বিবেচনা করছেন ৷" সমীক্ষা থেকে উঠে আসা অনুসন্ধানগুলিতে দেখা গিয়েছে যে, বিশেষত শীতের ঋতুতে বাতাসের গুণমান হ্রাসের গভীর প্রভাব পড়ে ব্যক্তিদের ভালো কাজকর্মের উপর ৷

রিপোর্টে বলা হয়েছে, 40 শতাংশ উত্তরদাতা শীতের মরশুমে তাঁদের প্রিয়জনের মধ্যে হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো আগে থেকে বিদ্যমান শ্বাসযন্ত্রের সমস্যাগুলির অবনতি লক্ষ্য করেছেন । সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, "দিল্লি এবং মুম্বইয়ের প্রতি 10 জন বাসিন্দার মধ্যে চারজন প্রতি বছর বা অন্তত প্রতি কয়েক বছরে বায়ু দূষণ সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাগুলির জন্য চিকিত্সকের পরামর্শ নেন ৷"

বায়ু দূষণ মোকাবিলা করার জন্য তাঁদের জীবনধারায় কী কী পরিবর্তন এনেছেন, এই প্রশ্নের জবাবে উত্তরদাতাদের 35 শতাংশ উল্লেখ করেছেন যে, তাঁরা ব্যায়াম এবং দৌড়নোর মতো বাইরের ক্রিয়াকলাপ বন্ধ করেছেন ৷ আর 30 শতাংশ জানান যে, তাঁরা বাইরে মাস্ক পরা শুরু করেছেন ।

বায়ু পরিশোধন সম্পর্কে রিপোর্টে বলা হয়েছে যে, দিল্লি এবং মুম্বইয়ের উত্তরদাতাদের মাত্র 27 শতাংশ বায়ু পরিশোধক ব্যবহার করার কথা স্বীকার করেছেন ৷ আর আশ্চর্যজনকভাবে 43 শতাংশের এখনও ধারণা রয়েছে যে, এগুলির ব্যবহারে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় । (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. শুধু বাইরে নয়, ঘরের ভিতরেও দমবন্ধ হতে পারে ! দূষণমুক্ত করুন এই উপায়ে
  2. কলকাতার বাতাসে বাড়ল দূষণ, শরীরে ক্ষতিকারক প্রভাব পড়ার আশংকায় পরিবেশবিজ্ঞানীরা
  3. তিলোত্তমায় লাগামহীন শব্দ-তাণ্ডব, বাজি ফেটেছে হাসপাতালের ভিতরেও; দাবি পরিবেশ কর্মীদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.