ETV Bharat / bharat

Vehicle Hits Tree: কর্ণাটকে পথ দুর্ঘটনার বলি 6 পুণ্যার্থী, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী বোম্মাইয়ের - কর্ণাটকে পথ দুর্ঘটনা

বৃহস্পতিবার কর্ণাটকে পথ দুর্ঘটনায় (Road Accident in Karnataka) মৃত্যু হয়েছে ছয় পুণ্যার্থীর । যাত্রী সমেত পিক-আপ ভ্যানটি গিয়ে ধাক্কা মারে গাছে ৷ নিহতরা সকলে হুলাকুন্ড গ্রামের বাসিন্দা । আহত 16 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷

Karnataka accident
death in accident
author img

By

Published : Jan 5, 2023, 7:08 PM IST

বেলাগাভি (কর্ণাটক), 5 জানুয়ারি: কর্ণাটকে (Karnataka) একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 পুণ্যার্থীর ৷ এদের মধ্যে দু'জন কিশোরী ৷ আহত কমপক্ষে 16 (Six people Died and many injured) ৷ বৃহস্পতিবার মন্দিরে যাওয়ার সময় একটি পিক-আপ ভ্যান গাছে গিয়ে ধাক্কা মারে (Vehicle Hits Tree) ৷ দুর্ঘটনাটি ঘটেছে কামাটাকা বেলগাভি জেলার রামদুর্গা তালুকু-র চিচানুরে ৷

জানা গিয়েছে, এদিন একটি পিক-আপ ভ্যান 23 জন পুণ্যার্থীকে নিয়ে ইয়াল্লামা দেবীর দর্শনে সাভাদত্তিতে যাচ্ছিল । চিচানুরে পিক-আপ ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ যাত্রী সমেত পিক-আপ ভ্যান গিয়ে ধাক্কা মারে গাছে ৷ মৃতরা সকলে রামদুর্গা তালুকের হুলাকুন্ড গ্রামের বাসিন্দা ৷ নিহতদের নাম হল হানামাভা মেগাদি (25), দীপা (31), সবিতা (12), সুপ্রীতা (11), মারুতি (43), ইন্দ্রবা (24)। দুর্ঘটনায় কমপক্ষে 16 জন আহত হয়েছে ৷ তাঁদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ তিনি মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ৷ বাসবরাজ বোম্মাই বলেছেন, "ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে । আমি এই বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেছি সকালে ৷ সরকার আহতদের সমস্তরকমের চিকিৎসার ব্যবস্থা করবে । কেন এমন ঘটনা ঘটল তা জানতে তদন্তও শুরু করা হয়েছে ।"

আরও পড়ুন: দিল্লিতে পথ দুর্ঘটনায় তরুণী মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মৃতার পরিবারের

এক সিনিয়র পুলিশ আধিকারিক বলেছেন, "রামধুরগা জেলার হুলকুন্ড গ্রাম থেকে পিক-আপ ভ্যানে করে পুণ্যার্থীরা সাভাদত্তির ইয়েল্লামা মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। পিক-আপ ভ্যানটি যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের এবং পরে হাসপাতালে যাওয়ার পথে আরও একজন মহিলার মৃত্যু হয় । 16 জন আহত ব্যক্তির চিকিৎসা চলছে গোকাক হাসপাতালে । কাদাকোলা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে । আহতদের অবস্থা এখন স্থিতিশীল ৷"

আরও পড়ুন: স্কুটার-সহ মহিলাকে হিঁচড়ে কয়েক কিমি নিয়ে গেল ট্রাক! খোয়া গেল প্রাণ

বেলাগাভি (কর্ণাটক), 5 জানুয়ারি: কর্ণাটকে (Karnataka) একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 পুণ্যার্থীর ৷ এদের মধ্যে দু'জন কিশোরী ৷ আহত কমপক্ষে 16 (Six people Died and many injured) ৷ বৃহস্পতিবার মন্দিরে যাওয়ার সময় একটি পিক-আপ ভ্যান গাছে গিয়ে ধাক্কা মারে (Vehicle Hits Tree) ৷ দুর্ঘটনাটি ঘটেছে কামাটাকা বেলগাভি জেলার রামদুর্গা তালুকু-র চিচানুরে ৷

জানা গিয়েছে, এদিন একটি পিক-আপ ভ্যান 23 জন পুণ্যার্থীকে নিয়ে ইয়াল্লামা দেবীর দর্শনে সাভাদত্তিতে যাচ্ছিল । চিচানুরে পিক-আপ ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ যাত্রী সমেত পিক-আপ ভ্যান গিয়ে ধাক্কা মারে গাছে ৷ মৃতরা সকলে রামদুর্গা তালুকের হুলাকুন্ড গ্রামের বাসিন্দা ৷ নিহতদের নাম হল হানামাভা মেগাদি (25), দীপা (31), সবিতা (12), সুপ্রীতা (11), মারুতি (43), ইন্দ্রবা (24)। দুর্ঘটনায় কমপক্ষে 16 জন আহত হয়েছে ৷ তাঁদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ তিনি মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ৷ বাসবরাজ বোম্মাই বলেছেন, "ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে । আমি এই বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেছি সকালে ৷ সরকার আহতদের সমস্তরকমের চিকিৎসার ব্যবস্থা করবে । কেন এমন ঘটনা ঘটল তা জানতে তদন্তও শুরু করা হয়েছে ।"

আরও পড়ুন: দিল্লিতে পথ দুর্ঘটনায় তরুণী মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মৃতার পরিবারের

এক সিনিয়র পুলিশ আধিকারিক বলেছেন, "রামধুরগা জেলার হুলকুন্ড গ্রাম থেকে পিক-আপ ভ্যানে করে পুণ্যার্থীরা সাভাদত্তির ইয়েল্লামা মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। পিক-আপ ভ্যানটি যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের এবং পরে হাসপাতালে যাওয়ার পথে আরও একজন মহিলার মৃত্যু হয় । 16 জন আহত ব্যক্তির চিকিৎসা চলছে গোকাক হাসপাতালে । কাদাকোলা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে । আহতদের অবস্থা এখন স্থিতিশীল ৷"

আরও পড়ুন: স্কুটার-সহ মহিলাকে হিঁচড়ে কয়েক কিমি নিয়ে গেল ট্রাক! খোয়া গেল প্রাণ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.