ETV Bharat / bharat

Kerala Exams : করোনা পরিস্থিতি উদ্বেগের, কেরালার ইলেভেনের পরীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট - সুপ্রিম কোর্টের খবর

কেরালার (Kerala) করোনা (Coronavirus) পরিস্থিতি উদ্বেগের ৷ দাবি সুপ্রিম কোর্টের (Supreme Court) ৷ সেই কারণে কেরালার একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত (Kerala Class 11 Exams) রাখার সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত ৷

"Situation Alarming", Supreme Court Stays Kerala Class 11 Exams
পরিস্থিতি উদ্বেগের, কেরালার একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট
author img

By

Published : Sep 3, 2021, 5:57 PM IST

Updated : Sep 4, 2021, 9:08 AM IST

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: কেরালার (Kerala) কোভিড (Covid 19) পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ সেই কারণ দেখিয়ে দক্ষিণের এই রাজ্যের একাদশ শ্রেণির পরীক্ষা (Kerala Class 11 Exams) স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷ কেরালা সরকার একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অফলাইন পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত নিলেও তা এক সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে শীর্ষ আদালত ৷ বিচারপতিরা বলেছেন, "অল্প বয়সি ছাত্রছাত্রীদের ভাইরাসের বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না ৷"

সুপ্রিম কোর্টের বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি হৃষিকেশ রয় ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ বলেছে, "কেরালার পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ রোজ প্রায় 35,000 সংক্রমণ হচ্ছে ৷ গোটা দেশের সংক্রমণের সংখ্যার মধ্যে 70 শতাংশেরও বেশি কেরালায় ৷ অল্পবয়সি শিশুদের এই বিপদের মুখে ফেলা যাবে না ৷"

পরিস্থিতির গুরুত্বের কথা বলতে গিয়ে বিচারপতি রয় বলেন, "মেডিক্যাল পরিকাঠামোর দিক দিয়ে ভালো রাজ্যগুলির মধ্যে অন্যতম কেরালা...তবে তারাও কোভিড সংক্রমণ রুখতে পারছে না ৷" সাংঘাতিক হারে দৈনিক সংক্রমণবৃদ্ধি পাওয়ার পরও কেরালা সরকার কীভাবে অফলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল, তাতে হতবাক আদালত ৷ 6 সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা হওয়ার কথা ছিল কেরালায় ৷

আরও পড়ুন: Corona in India : দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

অফলাইন পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ না-করার নির্দেশ দিয়েছিল কেরালা হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা পিটিশনের শুনানিতে আজ পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

পরিস্থিতি উদ্বেগের, কেরালার একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন : West Bengal Corona Update : সামান্য বাড়ল করোনা সংক্রমণ

দেশের অতিমারি পরিস্থিতির নয়া উপকেন্দ্র হল কেরালা ৷ ওনাম উৎসব পালনের পর থেকে হুড়মুড়িয়ে বেড়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ ৷ সরকারি বিবৃতি বলছে, বৃহস্পতিবার কেরালার দৈনিক সংক্রমণ ছিল 32,000 ৷ এর ফলে সে রাজ্যে 41 লাখ ছাড়িয়েছে সংক্রমণ ৷ করোনা পরীক্ষার পজিটিভিটি রেট রীতিমতো উদ্বেগজনক, 18.41 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কেরালায় করোনায় সংক্রমিত হয়েছেন 32,097 জন ৷ দেশের সংক্রমণের 70 শতাংশই এই রাজ্যের ৷ দ্বিতীয় স্থানেই রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন 4,456 জন ৷ চলতি সপ্তাহের শুরুতে কেরালাকে সতর্ক করে করোনা প্রতিরোধে পদক্ষেপ করতে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

আরও পড়ুন: Tripura TMC : ত্রিপুরায় ফের ‘আক্রান্ত’ তৃণমূল, ব্রাত্য-সুস্মিতার নিশানায় বিজেপি

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: কেরালার (Kerala) কোভিড (Covid 19) পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ সেই কারণ দেখিয়ে দক্ষিণের এই রাজ্যের একাদশ শ্রেণির পরীক্ষা (Kerala Class 11 Exams) স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷ কেরালা সরকার একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অফলাইন পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত নিলেও তা এক সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে শীর্ষ আদালত ৷ বিচারপতিরা বলেছেন, "অল্প বয়সি ছাত্রছাত্রীদের ভাইরাসের বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না ৷"

সুপ্রিম কোর্টের বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি হৃষিকেশ রয় ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ বলেছে, "কেরালার পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ রোজ প্রায় 35,000 সংক্রমণ হচ্ছে ৷ গোটা দেশের সংক্রমণের সংখ্যার মধ্যে 70 শতাংশেরও বেশি কেরালায় ৷ অল্পবয়সি শিশুদের এই বিপদের মুখে ফেলা যাবে না ৷"

পরিস্থিতির গুরুত্বের কথা বলতে গিয়ে বিচারপতি রয় বলেন, "মেডিক্যাল পরিকাঠামোর দিক দিয়ে ভালো রাজ্যগুলির মধ্যে অন্যতম কেরালা...তবে তারাও কোভিড সংক্রমণ রুখতে পারছে না ৷" সাংঘাতিক হারে দৈনিক সংক্রমণবৃদ্ধি পাওয়ার পরও কেরালা সরকার কীভাবে অফলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল, তাতে হতবাক আদালত ৷ 6 সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা হওয়ার কথা ছিল কেরালায় ৷

আরও পড়ুন: Corona in India : দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

অফলাইন পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ না-করার নির্দেশ দিয়েছিল কেরালা হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা পিটিশনের শুনানিতে আজ পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

পরিস্থিতি উদ্বেগের, কেরালার একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন : West Bengal Corona Update : সামান্য বাড়ল করোনা সংক্রমণ

দেশের অতিমারি পরিস্থিতির নয়া উপকেন্দ্র হল কেরালা ৷ ওনাম উৎসব পালনের পর থেকে হুড়মুড়িয়ে বেড়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ ৷ সরকারি বিবৃতি বলছে, বৃহস্পতিবার কেরালার দৈনিক সংক্রমণ ছিল 32,000 ৷ এর ফলে সে রাজ্যে 41 লাখ ছাড়িয়েছে সংক্রমণ ৷ করোনা পরীক্ষার পজিটিভিটি রেট রীতিমতো উদ্বেগজনক, 18.41 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কেরালায় করোনায় সংক্রমিত হয়েছেন 32,097 জন ৷ দেশের সংক্রমণের 70 শতাংশই এই রাজ্যের ৷ দ্বিতীয় স্থানেই রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন 4,456 জন ৷ চলতি সপ্তাহের শুরুতে কেরালাকে সতর্ক করে করোনা প্রতিরোধে পদক্ষেপ করতে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

আরও পড়ুন: Tripura TMC : ত্রিপুরায় ফের ‘আক্রান্ত’ তৃণমূল, ব্রাত্য-সুস্মিতার নিশানায় বিজেপি

Last Updated : Sep 4, 2021, 9:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.